ETV Bharat / state

বালুরঘাটে তৃণমূল প্রার্থী কে? জল্পনা জিইয়ে রাখলেন গৌতম দেব

বালুরঘাট লোকসভা আসনে দলের প্রার্থী কে হবেন, সেই জল্পনা জিইয়ে রাখলেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব।

পর্যটন মন্ত্রী গৌতম দেব
author img

By

Published : Mar 3, 2019, 9:36 AM IST

কুমারগঞ্জ, ৩ মার্চ : লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট কয়েকদিনের মধ্যে ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। প্রত্যেকটি দল তাদের প্রার্থী ঠিক করতে ব্যস্ত। একইভাবে বালুরঘাট লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে। এই নিয়ে তৃণমূলে গোষ্ঠীকোন্দলের কথাও শোনা যাচ্ছে। বালুরঘাট লোকসভা আসনে দলের প্রার্থী কে হবেন, সেই জল্পনা জিইয়ে রাখলেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব। গতকাল কুমারগঞ্জে তৃণমূলের কর্মীসভায় তিনি বলেন, কে প্রার্থী হবেন, তা ঠিক করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শুনুন বক্তব্য


আসন্ন লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। জেলা সভাপতি বিপ্লব মিত্র না কি গতবারের জয়ী প্রার্থী অর্পিতা ঘোষ প্রার্থী হবেন, তা নিয়ে শুরু হয়েছে কোন্দল। এদিকে তৃণমূলের টিকিটে গতবারের জয়ী প্রার্থী অর্পিতা ঘোষ বালুরঘাটে বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু করেছেন। অন্যদিকে, বালুরঘাটে তৃণমূল প্রার্থী হিসেবে বিপ্লব মিত্রকে দেখতে চেয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছে দলীয় কর্মীদের একাংশ।


গতকাল নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধনের জন্য বালুরঘাট আসেন গৌতম দেব। সরকারি অনুষ্ঠান শেষে বিকেলে তিনি কুমারগঞ্জে কর্মীসভায় যোগ দেন। সভায় তিনি ছাড়াও হাজির ছিলেন জেলা সভাপতি বিপ্লব মিত্র, সাংসদ অর্পিতা ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা সহ অন্যরা। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই কর্মীসভার আয়োজন করে তৃণমূল।

জানা গেছে, আজ তপনেও একইরকম কর্মীসভা হবে এবং রাতে জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন গৌতম দেব।

কুমারগঞ্জ, ৩ মার্চ : লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট কয়েকদিনের মধ্যে ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। প্রত্যেকটি দল তাদের প্রার্থী ঠিক করতে ব্যস্ত। একইভাবে বালুরঘাট লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে। এই নিয়ে তৃণমূলে গোষ্ঠীকোন্দলের কথাও শোনা যাচ্ছে। বালুরঘাট লোকসভা আসনে দলের প্রার্থী কে হবেন, সেই জল্পনা জিইয়ে রাখলেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব। গতকাল কুমারগঞ্জে তৃণমূলের কর্মীসভায় তিনি বলেন, কে প্রার্থী হবেন, তা ঠিক করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শুনুন বক্তব্য


আসন্ন লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। জেলা সভাপতি বিপ্লব মিত্র না কি গতবারের জয়ী প্রার্থী অর্পিতা ঘোষ প্রার্থী হবেন, তা নিয়ে শুরু হয়েছে কোন্দল। এদিকে তৃণমূলের টিকিটে গতবারের জয়ী প্রার্থী অর্পিতা ঘোষ বালুরঘাটে বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু করেছেন। অন্যদিকে, বালুরঘাটে তৃণমূল প্রার্থী হিসেবে বিপ্লব মিত্রকে দেখতে চেয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছে দলীয় কর্মীদের একাংশ।


গতকাল নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধনের জন্য বালুরঘাট আসেন গৌতম দেব। সরকারি অনুষ্ঠান শেষে বিকেলে তিনি কুমারগঞ্জে কর্মীসভায় যোগ দেন। সভায় তিনি ছাড়াও হাজির ছিলেন জেলা সভাপতি বিপ্লব মিত্র, সাংসদ অর্পিতা ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা সহ অন্যরা। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই কর্মীসভার আয়োজন করে তৃণমূল।

জানা গেছে, আজ তপনেও একইরকম কর্মীসভা হবে এবং রাতে জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন গৌতম দেব।

Intro:দক্ষিণ দিনাজপুরে সম মর্যাদায় ৭০ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল।।

বালুরঘাট, ২৬ জানুয়ারি: সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে সম মর্যাদায় পালিত হল ৭০ তম প্রজাতন্ত্র দিবস। এদিন সকাল ৯টায় বালুরঘাট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক দীপাপ প্রিয়া পি। এর পর জাতীয় পতাকাকে সম্মান জানান জেলা শাসক, পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি সহ অন্যান্য আধিকারিকরা। জেলাবাসির জন্য স্বাগত ভাষণ দেন জেলা শাসক দীপাপ প্রিয়া পি। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্য পুলিশ, সিভিল ডিফেন্স সহ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা প্যারেডে অংশগ্রহণ করে। এর পাশাপাশি রাজ্য সরকারের নানা প্রকল্প ট্যাবলো আকারে প্রদর্শন করা হয়। বিশেষ মহড়ার আয়োজন করা হয় সিভিল ডিফেন্সের পক্ষ থেকে। এছাড়াও জেলার বিভিন্ন  নৃত্য দল গুলি প্রতিযোগিতায় অংশ নেয়। বালুরঘাট স্টেডিয়ামে নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা করা হয়েছে। রাখা হয়েছে ড্রনে নজরদারি।

অন্য দিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারত বাংলাদেশ সীমান্ত সহ সারা জেলা জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সব রকম নাশকতা রুখতে সীমান্তে কড়া নজরদারী চালাছে বিএসএফ ও পুলিশ। বালুরঘাটে আসা ও বালুরঘাট থেকে যাওয়া সব ধরনের গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে বলে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানিয়েছেন।


Body:test


Conclusion:test

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.