ETV Bharat / state

গঙ্গারামপুরের বিভিন্ন এলাকায় জল, সেচ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ - গঙ্গারামপুর

বহুবার গঙ্গারামপুর পৌরসভা থেকে সেচ বিভাগকে বলা সত্ত্বেও তারা কোনও ভ্রুক্ষেপ করেনি বলে অভিযোগ । প্রতিবছর বন্যার আগে সেচ বিভাগ থেকে বিভিন্ন বাঁধ মেরামত করলেও সেগুলি টেকসই না হওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছে গঙ্গারামপুর পৌর এলাকার লোকজন ।

Flood
author img

By

Published : Sep 27, 2020, 7:59 PM IST

গঙ্গারামপুর, 27 সেপ্টেম্বর : বিভিন্ন ওয়ার্ডে জল ঢুকে পড়ায় সমস্যায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দারা । এর জন্য সেচ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে তারা ।

স্থানীয়দের বক্তব্য, পুনর্ভবা নদীতে প্রতিবছর বন্যার আগে সেচ বিভাগ থেকে বাঁধ মেরামতির কাজ করলেও সেই কাজ স্থায়ী হয় না । পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সুইচ গেটগুলো ব্রিটিশ আমলের । সেই কারণে সুইচ গেটগুলো মেরামতির কাজ হয় না বলে সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে । এই পরিস্থিতির জন্য মূলত সেচ বিভাগকে দায়ি করছেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অমলেন্দু সরকার । ব্রিটিশ আমলের বিভিন্ন সুইচ গেটগুলো সেচ বিভাগ থেকে ঠিক না করায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে । যার কারণেই পুনর্ভবা নদীর জল অল্প বেড়ে গেলে বন্যার আকার ধারণ করে গঙ্গারামপুর এলাকাজুড়ে ।

বহুবার গঙ্গারামপুর পৌরসভা থেকে সেচ বিভাগকে বলা সত্ত্বেও তারা কোনও ভ্রুক্ষেপ করেনি বলে অভিযোগ । প্রতিবছর বন্যার আগে সেচ বিভাগ থেকে বিভিন্ন বাঁধ মেরামত করলেও সেগুলি টেকসই না হওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছে গঙ্গারামপুর পৌর এলাকার লোকজন । উত্তরবঙ্গের টানা বৃষ্টির জেরে জল বাড়ছে পুনর্ভবা নদীতে । এদিন সকাল থেকেই গঙ্গারামপুরে বৃষ্টি না হলেও আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ফলে নদীর জল আরও বাড়তে পারে বলে অনুমান ।

গঙ্গারামপুর পৌরসভার 5, 8, 9 ও 14 নম্বর সহ বিভিন্ন ওয়ার্ডে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে । গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সবিতা সাহা বলেন, " প্রতিবছর বন্যার সময় আমাদের এরকম কষ্ট করতে হয় । প্রতিবছরই সেচ বিভাগ থেকে বাঁধ মেরামতি করে বন্যার ঠিক আগে আগে । আমরা চাই ইরিগেশন বিভাগ থেকে খুব তাড়াতাড়ি বাঁধগুলোর ব্যবস্থা নেওয়া হোক । তাহলে আমরা বন্যার জল থেকে রক্ষা পাব ।" এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অমলেন্দু সরকার বলেন, " গঙ্গারামপুর পৌরসভার পুনর্ভবা নদীর জল বেড়ে যাওয়ায় প্রতিটি ওয়ার্ডে জল ঢুকে গেছে এর জন্য একমাত্র দায়ি ইরিগেশন বিভাগ । কারণ তারা বন্যার ঠিক আগে আগে বাঁধগুলো মেরামতি করে । আমরা বহুবার সেচ বিভাগকে জানিয়েছি তারা কোনও ভ্রুক্ষেপ করছে না । আমরা সেই কারণে জেলাশাসকের কাছে জানাব এবং মন্ত্রীর দ্বারস্থ হব । যাতে সেচ বিভাগ বন্যার আগে আগে ঠিক না করে অনেক আগেই বাঁধগুলো মেরামতি করে । "

গঙ্গারামপুর, 27 সেপ্টেম্বর : বিভিন্ন ওয়ার্ডে জল ঢুকে পড়ায় সমস্যায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দারা । এর জন্য সেচ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে তারা ।

স্থানীয়দের বক্তব্য, পুনর্ভবা নদীতে প্রতিবছর বন্যার আগে সেচ বিভাগ থেকে বাঁধ মেরামতির কাজ করলেও সেই কাজ স্থায়ী হয় না । পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সুইচ গেটগুলো ব্রিটিশ আমলের । সেই কারণে সুইচ গেটগুলো মেরামতির কাজ হয় না বলে সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে । এই পরিস্থিতির জন্য মূলত সেচ বিভাগকে দায়ি করছেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অমলেন্দু সরকার । ব্রিটিশ আমলের বিভিন্ন সুইচ গেটগুলো সেচ বিভাগ থেকে ঠিক না করায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে । যার কারণেই পুনর্ভবা নদীর জল অল্প বেড়ে গেলে বন্যার আকার ধারণ করে গঙ্গারামপুর এলাকাজুড়ে ।

বহুবার গঙ্গারামপুর পৌরসভা থেকে সেচ বিভাগকে বলা সত্ত্বেও তারা কোনও ভ্রুক্ষেপ করেনি বলে অভিযোগ । প্রতিবছর বন্যার আগে সেচ বিভাগ থেকে বিভিন্ন বাঁধ মেরামত করলেও সেগুলি টেকসই না হওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছে গঙ্গারামপুর পৌর এলাকার লোকজন । উত্তরবঙ্গের টানা বৃষ্টির জেরে জল বাড়ছে পুনর্ভবা নদীতে । এদিন সকাল থেকেই গঙ্গারামপুরে বৃষ্টি না হলেও আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ফলে নদীর জল আরও বাড়তে পারে বলে অনুমান ।

গঙ্গারামপুর পৌরসভার 5, 8, 9 ও 14 নম্বর সহ বিভিন্ন ওয়ার্ডে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে । গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সবিতা সাহা বলেন, " প্রতিবছর বন্যার সময় আমাদের এরকম কষ্ট করতে হয় । প্রতিবছরই সেচ বিভাগ থেকে বাঁধ মেরামতি করে বন্যার ঠিক আগে আগে । আমরা চাই ইরিগেশন বিভাগ থেকে খুব তাড়াতাড়ি বাঁধগুলোর ব্যবস্থা নেওয়া হোক । তাহলে আমরা বন্যার জল থেকে রক্ষা পাব ।" এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অমলেন্দু সরকার বলেন, " গঙ্গারামপুর পৌরসভার পুনর্ভবা নদীর জল বেড়ে যাওয়ায় প্রতিটি ওয়ার্ডে জল ঢুকে গেছে এর জন্য একমাত্র দায়ি ইরিগেশন বিভাগ । কারণ তারা বন্যার ঠিক আগে আগে বাঁধগুলো মেরামতি করে । আমরা বহুবার সেচ বিভাগকে জানিয়েছি তারা কোনও ভ্রুক্ষেপ করছে না । আমরা সেই কারণে জেলাশাসকের কাছে জানাব এবং মন্ত্রীর দ্বারস্থ হব । যাতে সেচ বিভাগ বন্যার আগে আগে ঠিক না করে অনেক আগেই বাঁধগুলো মেরামতি করে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.