ETV Bharat / state

পথ দুর্ঘটনায় মৃত 2 বাইক আরোহী - বালুরঘাটের সাম্প্রতিক খবর

বাইক দুর্ঘটনায় মৃত্য়ু হল দু'জনের । আহত এক ৷ একই বাইকে ছিলেন তিনজন ৷ হেলমেট ছিল না একজনেরও ৷ খোরনা এলাকায় হিলিগামী একটি পিক-আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের । আহত যুবককে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷

বেপরোয়া বাইক প্রাণ কাড়ল 2 যুবকের, গুরুতর আহত 1
author img

By

Published : Nov 11, 2019, 9:54 AM IST

বালুরঘাট, 11 নভেম্বর : পিক-আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই বাইক আরোহী ৷ গুরুতর জখম আরও এক ৷ দুর্ঘটনাস্থান বালুরঘাট থানার খোরনা এলাকা ৷ মৃত দুই যুবকের নাম পার্থ মণ্ডল (21) ও ভাস্কর দাস ( 19) ৷ আহত যুবকের নাম আদিত্য মণ্ডল (26) । গুরুতর জখম অবস্থায় আদিত্যকে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থানে যায় পতিরাম ফাঁড়ি ও বালুরঘাট থানার পুলিশ ৷ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ৷ পিকআপ ভ্যানের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে আহত ওই যুবক মুর্শিদাবাদে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন । তাঁকে বাসে তুলে দেওয়ার জন্য গতরাতে বাইকে করে যায় তাঁর ভাই পার্থ মণ্ডল (21) ও ভাস্কর দাস (19) ৷ নাজিরপুর থেকে পতিরাম যাচ্ছিলেন তাঁরা । পথে খোরনা এলাকায় হিলিগামী একটি পিক-আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । হেলমেট ছিল না একজনেরও ৷ সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় পার্থ ও ভাস্করের । আদিত্য গুরুতর ভাবে জখম হন । বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় । আদিত্যর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন মৃতের প্রতিবেশীরা

ঘটনার জেরে পতিরাম-হিলি রাজ্য সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । শুরু হয় যান চলাচল ।

দুর্ঘটনার বিষয়ে প্রতিবেশী পিকলু চৌধুরি বলেন, "দাদাকে বাসে তুলে দেওয়ার জন্য পার্থ ও তার বন্ধু ভাস্কর যায় । একই বাইকে তিনজন যাচ্ছিল । পতিরাম যাওয়ার পথে খোরনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে । ঘটনাস্থলেই মারা যায় দু'জন । আরও একজনের অবস্থা গুরুতর জখম ।"

অন্যদিকে বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করে নিয়ে আসা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি । পিক-আপ ভ্যানের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

বালুরঘাট, 11 নভেম্বর : পিক-আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই বাইক আরোহী ৷ গুরুতর জখম আরও এক ৷ দুর্ঘটনাস্থান বালুরঘাট থানার খোরনা এলাকা ৷ মৃত দুই যুবকের নাম পার্থ মণ্ডল (21) ও ভাস্কর দাস ( 19) ৷ আহত যুবকের নাম আদিত্য মণ্ডল (26) । গুরুতর জখম অবস্থায় আদিত্যকে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থানে যায় পতিরাম ফাঁড়ি ও বালুরঘাট থানার পুলিশ ৷ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ৷ পিকআপ ভ্যানের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে আহত ওই যুবক মুর্শিদাবাদে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন । তাঁকে বাসে তুলে দেওয়ার জন্য গতরাতে বাইকে করে যায় তাঁর ভাই পার্থ মণ্ডল (21) ও ভাস্কর দাস (19) ৷ নাজিরপুর থেকে পতিরাম যাচ্ছিলেন তাঁরা । পথে খোরনা এলাকায় হিলিগামী একটি পিক-আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । হেলমেট ছিল না একজনেরও ৷ সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় পার্থ ও ভাস্করের । আদিত্য গুরুতর ভাবে জখম হন । বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় । আদিত্যর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন মৃতের প্রতিবেশীরা

ঘটনার জেরে পতিরাম-হিলি রাজ্য সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । শুরু হয় যান চলাচল ।

দুর্ঘটনার বিষয়ে প্রতিবেশী পিকলু চৌধুরি বলেন, "দাদাকে বাসে তুলে দেওয়ার জন্য পার্থ ও তার বন্ধু ভাস্কর যায় । একই বাইকে তিনজন যাচ্ছিল । পতিরাম যাওয়ার পথে খোরনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে । ঘটনাস্থলেই মারা যায় দু'জন । আরও একজনের অবস্থা গুরুতর জখম ।"

অন্যদিকে বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করে নিয়ে আসা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি । পিক-আপ ভ্যানের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।

Intro:দাদাকে মোটর বাইকে করে বাস ধরিয়ে দিতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ভাই ও তার বন্ধুর, গুরুতর জখম দাদাও।।।

বালুরঘাট, ১১ নভেম্বর: দাদাকে বাসে তুলে দিতে যাওয়ার পথে পিকআপভ্যানের ধাক্কায় মৃত্যু হল ভাই ও তার বন্ধুর। ঘটনায় গুরুতর জখম আরও এক বাইক আরোহী। রবিবার রাতে পথদুর্ঘটনায় ঘটে বালুরঘাট থানার খোরনা এলাকায়। মৃত দুই যুবকের নাম পার্থ মণ্ডল(২১) ও ভাস্কর দাস(১৯)। আহত যুবকের নাম আদিত্য মণ্ডল(২৬)। গুরুত্ব জখম আদিত্যকে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের। সকলেরই বাড়ি বালুরঘাট থানার নাজিরপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পতিরাম ফাঁড়ি ও বালুরঘাট থানার পুলিশ। এদিকে ঘটনাস্থল পালিয়ে যায় পিকআপ ভ্যানটি। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

জানা গেছে, আদিত্য মুর্শিদাবাদে একটি বেসরকারি সংস্থায় কাজ করে। রাতে তাকে বাস ধরার জন্য তার ভাই পার্থ ও তার বন্ধু ভাস্কর যায়। একই বাইকে তিনজন যাচ্ছিল। নাজিরপুর থেকে পতিরাম যাচ্ছিল তারা। যাওয়ার পথে খোরনা এলাকায় হিলিগামী একটি পিক-আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় পার্থ ও ভাস্করের। নদীকে আদিত্য গুরুতর ভাবে জখম হয়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। আদিত্যর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে চিকিৎসকরা। ঘটনায় শোকের ছায়া পড়ে যায় এলাকায়। পতিরাম হিলি রাজ্য সড়কের ওপর দুর্ঘটনাটি হয় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিকভাবে পরিস্থিতি। শুরু হয় যান চলাচল।

এবিষয়ে প্রতিবেশী পিকলু চৌধুরী জানান, দাদাকে বাসে তুলে দেওয়ার জন্য পার্থ ও তার বন্ধু ভাস্কর যায়। একই বাইকে তিনজন যাচ্ছিল। পতিরাম যাওয়ার পথে খোরনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মারা যায় দু'জন। আরও একজনের অবস্থা গুরুতর জখম।

অন্যদিকে বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পিকআপ ভ্যানের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.