ETV Bharat / state

শূন্য আসন কত? পতিরাম যামিনী মজুমদার কলেজের অধ্যক্ষাকে ঘেরাও TMCP-র

শূন্য আসনের সংখ্যা জানতে চেয়ে অধ্যক্ষাকে ঘেরাও করে বিক্ষোভ পতিরাম যামিনী মজুমদার কলেজের পড়ুয়াদের ৷

TMCP members
author img

By

Published : Sep 17, 2019, 8:50 AM IST

বালুরঘাট, 17 সেপ্টেম্বর : প্রথম দফা ভরতির পর শূন্য আসনের তালিকা প্রকাশ করা হয়নি, এই অভিযোগে পতিরাম যামিনী মজুমদার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষাকে ঘেরাও করে বিক্ষোভও দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । দুপুর থেকে রাত পর্যন্ত বিক্ষোভ চলে ৷

অন্য কলেজের মতো ওই কলেজেও সম্প্রতি ফার্স্ট ইয়ারে ভরতি প্রক্রিয়া অনলাইনে হয়েছে । রয়েছে আরও কিছু শূন্য আসন । কলেজ কর্তৃপক্ষকে সেই শূন্য তালিকা দ্রুত প্রকাশ করার দাবি জানিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ তালিকা প্রকাশ করতে অস্বীকার করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা লিনা তামাং । এরপরই ওই কলেজের গেট আটকে গতকাল দুপুর থেকে বিক্ষোভ দেখানো হয় ।

এই বিষয়ে আন্দোলনরত এক ছাত্র অর্ণব তোকদার এবং তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় বলেন, প্রথম দফায় ভরতির পর বেশ কিছু বিষয়ে আসন ফাঁকা ছিল । সেই জন্য দ্বিতীয়বার বিজ্ঞপ্তির পর অনেক ছাত্রছাত্রী ভরতির জন্য আবেদন করে । তারা ভরতির বিষয়ে তাদের কাছে জানতে আসে । তাদের কোনও তথ্য দিয়ে সাহায্য করা যায়নি৷ তাই কলেজ কর্তৃপক্ষের কাছে শূন্য আসনের তালিকা চাওয়া হয়েছিল । কলেজ কর্তৃপক্ষ তালিকা প্রকাশ করতে অস্বীকার করায় আন্দোলন শুরু করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন তিনি ।

এরপর ঘটনাস্থানে আসে পতিরাম ফাঁড়ির পুলিশ । কলেজ কর্তৃপক্ষের অভিযোগ , পতিরাম ফাঁড়ির পুলিশ সঠিক ভূমিকা পালন করেনি ৷

পতিরাম কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রবীর রায় বলেন, পড়ুয়ারা কর্তৃপক্ষের কাছে শূন্য আসনের তালিকা চেয়েছে । ভারপ্রাপ্ত অধ্যক্ষার সঙ্গে কথা হয়েছে । মঙ্গলবার সেই তালিকা প্রকাশ করা হবে ।

বালুরঘাট, 17 সেপ্টেম্বর : প্রথম দফা ভরতির পর শূন্য আসনের তালিকা প্রকাশ করা হয়নি, এই অভিযোগে পতিরাম যামিনী মজুমদার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষাকে ঘেরাও করে বিক্ষোভও দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । দুপুর থেকে রাত পর্যন্ত বিক্ষোভ চলে ৷

অন্য কলেজের মতো ওই কলেজেও সম্প্রতি ফার্স্ট ইয়ারে ভরতি প্রক্রিয়া অনলাইনে হয়েছে । রয়েছে আরও কিছু শূন্য আসন । কলেজ কর্তৃপক্ষকে সেই শূন্য তালিকা দ্রুত প্রকাশ করার দাবি জানিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ তালিকা প্রকাশ করতে অস্বীকার করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা লিনা তামাং । এরপরই ওই কলেজের গেট আটকে গতকাল দুপুর থেকে বিক্ষোভ দেখানো হয় ।

এই বিষয়ে আন্দোলনরত এক ছাত্র অর্ণব তোকদার এবং তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় বলেন, প্রথম দফায় ভরতির পর বেশ কিছু বিষয়ে আসন ফাঁকা ছিল । সেই জন্য দ্বিতীয়বার বিজ্ঞপ্তির পর অনেক ছাত্রছাত্রী ভরতির জন্য আবেদন করে । তারা ভরতির বিষয়ে তাদের কাছে জানতে আসে । তাদের কোনও তথ্য দিয়ে সাহায্য করা যায়নি৷ তাই কলেজ কর্তৃপক্ষের কাছে শূন্য আসনের তালিকা চাওয়া হয়েছিল । কলেজ কর্তৃপক্ষ তালিকা প্রকাশ করতে অস্বীকার করায় আন্দোলন শুরু করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন তিনি ।

এরপর ঘটনাস্থানে আসে পতিরাম ফাঁড়ির পুলিশ । কলেজ কর্তৃপক্ষের অভিযোগ , পতিরাম ফাঁড়ির পুলিশ সঠিক ভূমিকা পালন করেনি ৷

পতিরাম কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রবীর রায় বলেন, পড়ুয়ারা কর্তৃপক্ষের কাছে শূন্য আসনের তালিকা চেয়েছে । ভারপ্রাপ্ত অধ্যক্ষার সঙ্গে কথা হয়েছে । মঙ্গলবার সেই তালিকা প্রকাশ করা হবে ।

Intro:কলেজে শূন্য আসন কত? জানতে চেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষাকে রাতভর ঘেরাও করে বিক্ষোভ টিএমসিপির।।

বালুরঘাট, ১৬ সেপ্টেম্বর: প্রথম দফার ভরতির পর কলেজে শূন্য আসন কত? তা প্রকাশ না করায় বালুরঘাট থানার পতিরাম যামিনী মজুমদার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষাকে ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। দুপুর থেকে শুরু হওয়া বিক্ষোভ চলে রাত অবধি। ছাত্র ভরতিতে স্বচ্ছতা এবং রাজ্য সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রথমবর্ষে ভর্তির শূন্য তালিকার দ্রুত প্রদানের দাবি আন্দোলনকারীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পতিরাম ফাঁড়ির পুলিশ।

জানা গেছে, অন্যান্য কলেজের মত ওই কলেজেও প্রথম বর্ষে ছাত্র ভরতি প্রক্রিয়া অনলাইনে হয়েছে সম্প্রতি। আরও কিছু শূন্য আসন রয়েছে। সেখানেও ছাত্র ভরতি নিয়ে সেই ফাঁকা আসন পূরণ করা হবে। সেই শূন্য তালিকার দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। কিন্তু সেই তালিকা দিতে অস্বীকার করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা লিনা তামাং। এরপরেই ওই কলেজের গেট আটকে এদিন দুপুর থেকেই বিক্ষোভ আন্দোলন শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের পতিরাম কলেজ ইউনিট। ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিনা তামাং সহ অন্যান্য কলেজ কর্তৃপক্ষকে আটকে রাখা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পতিরাম ফাঁড়ির পুলিশকে নির্বিকার ভূমিকা পালন করতে দেখা যায় বলেও অভিযোগ।

এবিষয়ে আন্দোলনকারী ছাত্র অর্ণব তোকদার এবং তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় বলেন, প্রথম দফায় ভরতির পর বেশ কিছু বিষয়ে ফাঁকা আসন ছিল। সেই জন্য দ্বিতীয়বার বিজ্ঞপ্তির পর অনেকে ভরতির জন্য আবেদন করেন। বহু ছাত্রছাত্রী ভরতির বিষয়ে তাদের কাছে জানতে আসছে। অথচ তারা কিছুই জানাতে পারছেন না। অনলাইনে ভরতি প্রক্রিয়া হওয়াতে তাদের কিছু করার থাকছে না। ছাত্রছাত্রীদের সহায়তা করতে এবং রাজ্য সরকারের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে তারা শূন্য আসনের তালিকা চাইছেন কলেজ কর্তৃপক্ষের কাছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা।

অন্য দিকে পতিরাম কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রবীর রায় জানান, ছাত্ররা শূন্যতালিকা চেয়েছেন কর্তৃপক্ষের কাছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষর সাথে তার কথা হয়েছে। মঙ্গলবার সেই তালিকা দেওয়া হবে ছাত্রদের। আলোচনার পরেই ছাত্ররা রাতে কর্তৃপক্ষকে ঘেরাও মুক্ত করেছে বলেই দাবি করেন প্রবীরবাবু।

যদিও এবিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা লিনা তামাংয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।Body:Balurghat Conclusion:Balurghat

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.