বালুরঘাট, 17 সেপ্টেম্বর : প্রথম দফা ভরতির পর শূন্য আসনের তালিকা প্রকাশ করা হয়নি, এই অভিযোগে পতিরাম যামিনী মজুমদার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষাকে ঘেরাও করে বিক্ষোভও দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । দুপুর থেকে রাত পর্যন্ত বিক্ষোভ চলে ৷
অন্য কলেজের মতো ওই কলেজেও সম্প্রতি ফার্স্ট ইয়ারে ভরতি প্রক্রিয়া অনলাইনে হয়েছে । রয়েছে আরও কিছু শূন্য আসন । কলেজ কর্তৃপক্ষকে সেই শূন্য তালিকা দ্রুত প্রকাশ করার দাবি জানিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ তালিকা প্রকাশ করতে অস্বীকার করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা লিনা তামাং । এরপরই ওই কলেজের গেট আটকে গতকাল দুপুর থেকে বিক্ষোভ দেখানো হয় ।
এই বিষয়ে আন্দোলনরত এক ছাত্র অর্ণব তোকদার এবং তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায় বলেন, প্রথম দফায় ভরতির পর বেশ কিছু বিষয়ে আসন ফাঁকা ছিল । সেই জন্য দ্বিতীয়বার বিজ্ঞপ্তির পর অনেক ছাত্রছাত্রী ভরতির জন্য আবেদন করে । তারা ভরতির বিষয়ে তাদের কাছে জানতে আসে । তাদের কোনও তথ্য দিয়ে সাহায্য করা যায়নি৷ তাই কলেজ কর্তৃপক্ষের কাছে শূন্য আসনের তালিকা চাওয়া হয়েছিল । কলেজ কর্তৃপক্ষ তালিকা প্রকাশ করতে অস্বীকার করায় আন্দোলন শুরু করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন তিনি ।
এরপর ঘটনাস্থানে আসে পতিরাম ফাঁড়ির পুলিশ । কলেজ কর্তৃপক্ষের অভিযোগ , পতিরাম ফাঁড়ির পুলিশ সঠিক ভূমিকা পালন করেনি ৷
পতিরাম কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রবীর রায় বলেন, পড়ুয়ারা কর্তৃপক্ষের কাছে শূন্য আসনের তালিকা চেয়েছে । ভারপ্রাপ্ত অধ্যক্ষার সঙ্গে কথা হয়েছে । মঙ্গলবার সেই তালিকা প্রকাশ করা হবে ।