বংশীহারী, 12 নভেম্বর: বংশীহারী থানার বাথরুমের ভেতরে ভোরবেলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক গৃহবধূ (Suicide Attempt at police station)৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, ওই গৃহবধূকে পুলিশ বংশীহারী ব্লকের জামার এলাকা থেকে ধরে নিয়ে আসে। থানাতে আসার কিছুক্ষণ পরেই তিনি বাথরুমে যান কিছু মহিলা সিভিকদের সঙ্গে । দীর্ঘক্ষণ বাথরুম থেকে না-বেরোল সন্দেহ হয় বাইরে কর্মরত সিভিকদের । বাথরুমে উঁকি মারলে চোখে পড়ে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ৷ সিভিকদের চিৎকারে ছুটে আসে আরও অন্যান্য পুলিশ কর্মীরা । এরপরেই দরজা ভেঙে গলায় ফাঁস লাগানো অবস্থায় বের করা হয় ওই গৃহবধূকে ।
তড়িঘড়ি ওই গৃহবধূকে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে । গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক । দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার জানিয়েছে, তারা তদন্ত করছে ৷ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । ঘটনায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
জানা গিয়েছে, রাতের বেলা শশুর বাড়ি থেকে পালিয়ে প্রেমিকের সঙ্গে সাইকেল নিয়ে যাচ্ছিলেন দু'জন ৷ সেই সময় সিভিক পুলিশকে দেখে সাইকেল ফেলে রেখে পালিয়ে যান প্রেমিক । কর্মরত সিভিক পুলিশ আটকে দেন ওই গৃহবধূকে ৷ তিনি আর পালাতে পারেন না ৷ পরবর্তীতে বংশীহারী থানার পুলিশ গিয়ে জামার এলাকা থেকে নিয়ে আসে গৃহবধূ বেবি খাতুনকে (24) ৷
তবে এই বিষয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হতে চাইনি পুলিশ প্রশাসন । সূত্রের খবর, গত দু'মাস আগে বিয়ে হয় কুশমণ্ডি থানার মহিপাল পুকুর পাড়া এলাকায় গৃহবধূর । স্বামী তাঞ্জুরুল হোসেন পেশায় কৃষক ৷ গতকাল রাত্রি 3টা নাগাদ শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যান বেবি ।
এই বিষয়ে গৃহবধূর শশুর কুরবান আলি বলেন, "আমার বৌমা ভোররাতে বাড়ি থেকে বেরিয়ে যান । শুনেছি তিনি একটা ছেলের সঙ্গে সাইকেলে করে বাড়ি থেকে বেরিয়ে যান । থানার পুলিশ এবং সিভিককে দেখে ছেলেটি সাইকেল ফেলে রেখে দৌড়ে চলে যান জমির দিকে । পুলিশের সন্দেহ হতেই থানায় নিয়ে আসে আমার বৌমাকে । তারপরে শুনেছি থানার ভেতরে বাথরুমে গিয়ে ফাঁসি লাগিয়েছে বৌমা । গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাদে ৷ আর সেই কারণেই হয়তো ভোররাতে বাড়ি ছেড়ে বেরিয়ে যান বেবি ৷"
আরও পড়ুন: রণক্ষেত্র বালুরঘাট! শিশুকে ঘুড়ি কিনে দেবে বলে ডেকে নিয়ে গিয়ে 'খুন' প্রতিবেশীর
দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) পুলিশ সুপার রাহুল দে বলেন, "বংশীহারী থানার ভেতরে আজ সকালবেলা একটা ঘটনা ঘটেছে ৷ আমরা তদন্ত করে দেখছি । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । থানের ভেতরে যারা ডিউটি অফিসার ছিল বা অন্যান্য যারা ছিল তাদেরকে ডেকে জিজ্ঞেসাবাদ করা হবে ৷"