ETV Bharat / state

নির্ধারিত মূল্যে সবজি বিক্রি হচ্ছে কিনা দেখতে বাজারে টাস্কফোর্স-SDPO

প্রশাসনের নজরদারির অভাব রয়েছে, এমন অভিযোগ উঠছিল । বিষয়টি খতিয়ে দেখতেই আজ বাজার পরিদর্শনে যান মহকুমা শাসকের নেতৃত্বে গঙ্গারামপুর মহকুমা টাস্কফোর্স ও SDPO-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ।

author img

By

Published : Sep 6, 2020, 4:40 PM IST

Image
ছবি

গঙ্গারামপুর, 6 সেপ্টেম্বর : রাজ্য সরকারের বেঁধে যাওয়া দাম বাজারগুলি মেনে চলছে কি না তা খতিয়ে দেখতে আজ গঙ্গারামপুরের চিত্তরঞ্জন মার্কেটে সবজি বাজারে পরিদর্শনে বের হয় মহকুমা শাসকের নেতৃত্বে গঙ্গারামপুর মহকুমা টাস্কফোর্স ও SDPO-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা । পরিদর্শনে এসেছিলেন গঙ্গারামপুর মহকুমা আধিকারিক মানবেন্দ্র দেবনাথ, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল ,গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দ্বীপকুমার দাস, গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুর্ণেন্দু কুণ্ডু-সহ আরও অনেকে ।

বারবার সাধারণ মানুষ অভিযোগ তুলেছিল যে প্রশাসনের নজরদারির অভাব । বিভিন্ন বাজারে দাম বাড়ছে সবজি থেকে শুরু করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের । সেই অভিযোগ খতিয়ে দেখতে আজ মাঠে নামে টাস্কফোর্স । আলুর দাম গত দুই সপ্তাহে বেড়েছে অনেকটাই , পাল্লা দিয়ে বেড়েছে কাঁচালঙ্কা সহ অন্যান্য সবজির দাম। কি কারণে দাম বাড়ছে তা খতিয়ে দেখেছে তারা ।

দক্ষিণ দিনাজপুরের বাজারগুলিতে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম । রাজ্য সরকারের তরফে দাম বেঁধে দেওয়া হলেও লাভ হয়নি । বহুবার প্রশাসনের কাছে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি । অবশেষে জেলা শাসকের নির্দেশ অনুসারে আজ সকালে গঙ্গারামপুর চিত্তরঞ্জন সবজি মার্কেটে টাস্কফোর্স অভিযান চালায় । দেখা যায়, আলুর দাম গত দুই সপ্তাহে বেড়েছে অনেকটাই , পাল্লা দিয়ে বেড়েছে কাঁচালঙ্কা-সহ বেশ কয়েকটি সবজির দাম । কী কারনে দাম বাড়ছে তা খতিয়ে দেখতে টাস্কফোর্স কাজ করছে বলে জানান মহকুমা শাসক ।

image
সবজি বাজারে টাস্কফোর্সের সদস্যরা

এ বিষয়ে মার্কেট কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নিশিত দাস জানান, আজ গঙ্গারামপুর চিত্তরঞ্জন সবজি মার্কেটে মহকুমা শাসকের নেতৃত্বে টাস্কফোর্স মাঠে নামে । আমি চেয়ারম্যান হিসাবে লক্ষ রাখব যেন জিনিস পত্রের দাম না বাড়ে । এবিষয়ে গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ জানান, জেলা শাসকের নির্দেশ অনুসারে আজ আমরা বাজারে অভিযান চালাই । মানুষজনের অভিযোগ খতিয়ে দেখি । যেগুলির দাম বেড়েছে তা কেন, তাও খতিয়ে দেখা হচ্ছে । গঙ্গারামপুর চিত্তরঞ্জন মার্কেট-সহ আলু রাখার হিমঘরগুলিতে যাওয়া হয় আজ । হিমঘরের চেয়ারম্যান নিশিত দাসের সাথে কথা বয় । আলুর দাম যেন না বাড়ে সেই দিকে লক্ষ রাখতে বলেছি ।

গঙ্গারামপুর, 6 সেপ্টেম্বর : রাজ্য সরকারের বেঁধে যাওয়া দাম বাজারগুলি মেনে চলছে কি না তা খতিয়ে দেখতে আজ গঙ্গারামপুরের চিত্তরঞ্জন মার্কেটে সবজি বাজারে পরিদর্শনে বের হয় মহকুমা শাসকের নেতৃত্বে গঙ্গারামপুর মহকুমা টাস্কফোর্স ও SDPO-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা । পরিদর্শনে এসেছিলেন গঙ্গারামপুর মহকুমা আধিকারিক মানবেন্দ্র দেবনাথ, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল ,গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দ্বীপকুমার দাস, গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুর্ণেন্দু কুণ্ডু-সহ আরও অনেকে ।

বারবার সাধারণ মানুষ অভিযোগ তুলেছিল যে প্রশাসনের নজরদারির অভাব । বিভিন্ন বাজারে দাম বাড়ছে সবজি থেকে শুরু করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের । সেই অভিযোগ খতিয়ে দেখতে আজ মাঠে নামে টাস্কফোর্স । আলুর দাম গত দুই সপ্তাহে বেড়েছে অনেকটাই , পাল্লা দিয়ে বেড়েছে কাঁচালঙ্কা সহ অন্যান্য সবজির দাম। কি কারণে দাম বাড়ছে তা খতিয়ে দেখেছে তারা ।

দক্ষিণ দিনাজপুরের বাজারগুলিতে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম । রাজ্য সরকারের তরফে দাম বেঁধে দেওয়া হলেও লাভ হয়নি । বহুবার প্রশাসনের কাছে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি । অবশেষে জেলা শাসকের নির্দেশ অনুসারে আজ সকালে গঙ্গারামপুর চিত্তরঞ্জন সবজি মার্কেটে টাস্কফোর্স অভিযান চালায় । দেখা যায়, আলুর দাম গত দুই সপ্তাহে বেড়েছে অনেকটাই , পাল্লা দিয়ে বেড়েছে কাঁচালঙ্কা-সহ বেশ কয়েকটি সবজির দাম । কী কারনে দাম বাড়ছে তা খতিয়ে দেখতে টাস্কফোর্স কাজ করছে বলে জানান মহকুমা শাসক ।

image
সবজি বাজারে টাস্কফোর্সের সদস্যরা

এ বিষয়ে মার্কেট কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নিশিত দাস জানান, আজ গঙ্গারামপুর চিত্তরঞ্জন সবজি মার্কেটে মহকুমা শাসকের নেতৃত্বে টাস্কফোর্স মাঠে নামে । আমি চেয়ারম্যান হিসাবে লক্ষ রাখব যেন জিনিস পত্রের দাম না বাড়ে । এবিষয়ে গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ জানান, জেলা শাসকের নির্দেশ অনুসারে আজ আমরা বাজারে অভিযান চালাই । মানুষজনের অভিযোগ খতিয়ে দেখি । যেগুলির দাম বেড়েছে তা কেন, তাও খতিয়ে দেখা হচ্ছে । গঙ্গারামপুর চিত্তরঞ্জন মার্কেট-সহ আলু রাখার হিমঘরগুলিতে যাওয়া হয় আজ । হিমঘরের চেয়ারম্যান নিশিত দাসের সাথে কথা বয় । আলুর দাম যেন না বাড়ে সেই দিকে লক্ষ রাখতে বলেছি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.