ETV Bharat / state

আমফান ত্রাণে একদিনের বেতন তুলে দিলেন দক্ষিণ দিনাজপুরের পুলিশকর্মীরা

আজ বালুরঘাট জেলা পুলিশের অফিসে পুলিশ সুপার দেবর্ষি দত্তের হাতে মোট 12 লাখ 31 হাজার 618 টাকার চেক তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার । এর আগে কোরোনা পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন তুলে দিয়েছিলেন এখানকার পুলিশ কর্মীরা ।

ছবি
ছবি
author img

By

Published : Jul 31, 2020, 9:39 PM IST

বালুরঘাট, 31 জুলাই : আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ । আজ বালুরঘাট পুলিশ অফিসে পুলিশ কর্মীদের তরফে অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম মোট 12 লাখ 31 হাজার 618 টাকার চেক তুল দেন পুলিশ সুপার দেবর্ষি দত্তের হাতে ।

মাস দেড়েক আগে ঘূর্ণিঝড় আমফানের জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । ভেঙে যায় লক্ষাধিক বাড়ি । এই পরিস্থিতিতে আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল গঠন করা হয় । এবার সেই ত্রাণ তহহিলে নিজেদের একদিনের বেতনের টাকা তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ । আজ বালুরঘাট জেলা পুলিশের অফিসে অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম পুলিশ সুপার দেবর্ষি দত্তের মাধ্যমে মোট 12 লাখ 31 হাজার 618 টাকার চেক তুলে দেন ।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "দক্ষিণ দিনাজপুর জেলায় 600-র বেশি পুলিশকর্মী রয়েছে । এর আগে কোরোনা মোকাবিলায় জেলার সব পুলিশকর্মীরা একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিয়েছিলেন । আজ আমফানের জন্য আবার জেলা পুলিশের কর্মীরা একদিনের বেতন তুলে দিলেন ।"

বালুরঘাট, 31 জুলাই : আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ । আজ বালুরঘাট পুলিশ অফিসে পুলিশ কর্মীদের তরফে অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম মোট 12 লাখ 31 হাজার 618 টাকার চেক তুল দেন পুলিশ সুপার দেবর্ষি দত্তের হাতে ।

মাস দেড়েক আগে ঘূর্ণিঝড় আমফানের জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । ভেঙে যায় লক্ষাধিক বাড়ি । এই পরিস্থিতিতে আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল গঠন করা হয় । এবার সেই ত্রাণ তহহিলে নিজেদের একদিনের বেতনের টাকা তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ । আজ বালুরঘাট জেলা পুলিশের অফিসে অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম পুলিশ সুপার দেবর্ষি দত্তের মাধ্যমে মোট 12 লাখ 31 হাজার 618 টাকার চেক তুলে দেন ।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "দক্ষিণ দিনাজপুর জেলায় 600-র বেশি পুলিশকর্মী রয়েছে । এর আগে কোরোনা মোকাবিলায় জেলার সব পুলিশকর্মীরা একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিয়েছিলেন । আজ আমফানের জন্য আবার জেলা পুলিশের কর্মীরা একদিনের বেতন তুলে দিলেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.