বালুরঘাট, 31 জুলাই : আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ । আজ বালুরঘাট পুলিশ অফিসে পুলিশ কর্মীদের তরফে অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম মোট 12 লাখ 31 হাজার 618 টাকার চেক তুল দেন পুলিশ সুপার দেবর্ষি দত্তের হাতে ।
মাস দেড়েক আগে ঘূর্ণিঝড় আমফানের জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । ভেঙে যায় লক্ষাধিক বাড়ি । এই পরিস্থিতিতে আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল গঠন করা হয় । এবার সেই ত্রাণ তহহিলে নিজেদের একদিনের বেতনের টাকা তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ । আজ বালুরঘাট জেলা পুলিশের অফিসে অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম পুলিশ সুপার দেবর্ষি দত্তের মাধ্যমে মোট 12 লাখ 31 হাজার 618 টাকার চেক তুলে দেন ।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "দক্ষিণ দিনাজপুর জেলায় 600-র বেশি পুলিশকর্মী রয়েছে । এর আগে কোরোনা মোকাবিলায় জেলার সব পুলিশকর্মীরা একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিয়েছিলেন । আজ আমফানের জন্য আবার জেলা পুলিশের কর্মীরা একদিনের বেতন তুলে দিলেন ।"