ETV Bharat / state

সীমান্ত সংলগ্ন হাড়িপুকুরে স্বাস্থ্য পরীক্ষা ও নমুনা সংগ্রহ জেলা প্রশাসনের - কোরোনা

হিলি সীমান্তে কাঁটাতারের ওপারে রয়েছে বাংলাদেশের হাকিমপুর উপজেলার নওয়াপাড়া গ্রাম । সেখানেই এক কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে । এই খবর কানে আসতেই নওয়াপাড়ার পাশে ভারতের হাড়িপুকুর গ্রামে স্বাস্থ্য পরীক্ষা ও সোয়াব পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করার কাজ শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ।

Haripukur Village
হরিপুুকুর গ্রাম
author img

By

Published : Apr 30, 2020, 8:26 AM IST

হিলি, 30 এপ্রিল : কাঁটাতারের ওপারে বাংলাদেশের একটি গ্রামে মিলেছে কোরোনা আক্রান্তের হদিস । সে খবর পেতেই এপারে ভারতের একটি গ্রামে স্বাস্থ্য পরীক্ষা ও সোয়াব টেস্টের প্রক্রিয়া শুরু করল প্রশাসন ।

হিলি সীমান্তে কাঁটাতারের ওপারে রয়েছে বাংলাদেশের হাকিমপুর উপজেলার নওয়াপাড়া গ্রাম । সেখানেই এক কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে । এই খবর কানে আসতেই নওয়াপাড়ার পাশে ভারতের হাড়িপুকুর গ্রামে স্বাস্থ্য পরীক্ষা ও সোয়াব পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করা শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ।

হাড়িপুকুরে মোট 100 টি পরিবার থাকে । গতকাল সেখানে দক্ষিণ দিনাজপুরের সদর মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জি ও CMOH(দ্বিতীয়) কিশলয় দত্ত-সহ স্বাস্থ্যকর্মীরা যান । সেখানে বিশেষ শিবিরের আয়োজন করেন তাঁরা । তারপর গ্রামের মানুষের স্ক্রিনিং ও সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় । এখনও পর্যন্ত 27 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, বাংলাদেশে একজন কোরোনা পজ়িটিভের খবর পাওয়ার পর হাড়িপুকুরে বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে । আগামী কয়েকদিন ধরে ওই গ্রামে এই শিবির চলবে । ওই গ্রামের মানুষদের কাঁটাতারের এপারে যাওয়া-আসায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । প্রশাসনের তরফে বাড়িতে রেশন পৌঁছানোর ব্যবস্থা করা হবে ।

হিলি, 30 এপ্রিল : কাঁটাতারের ওপারে বাংলাদেশের একটি গ্রামে মিলেছে কোরোনা আক্রান্তের হদিস । সে খবর পেতেই এপারে ভারতের একটি গ্রামে স্বাস্থ্য পরীক্ষা ও সোয়াব টেস্টের প্রক্রিয়া শুরু করল প্রশাসন ।

হিলি সীমান্তে কাঁটাতারের ওপারে রয়েছে বাংলাদেশের হাকিমপুর উপজেলার নওয়াপাড়া গ্রাম । সেখানেই এক কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে । এই খবর কানে আসতেই নওয়াপাড়ার পাশে ভারতের হাড়িপুকুর গ্রামে স্বাস্থ্য পরীক্ষা ও সোয়াব পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করা শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ।

হাড়িপুকুরে মোট 100 টি পরিবার থাকে । গতকাল সেখানে দক্ষিণ দিনাজপুরের সদর মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জি ও CMOH(দ্বিতীয়) কিশলয় দত্ত-সহ স্বাস্থ্যকর্মীরা যান । সেখানে বিশেষ শিবিরের আয়োজন করেন তাঁরা । তারপর গ্রামের মানুষের স্ক্রিনিং ও সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় । এখনও পর্যন্ত 27 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, বাংলাদেশে একজন কোরোনা পজ়িটিভের খবর পাওয়ার পর হাড়িপুকুরে বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে । আগামী কয়েকদিন ধরে ওই গ্রামে এই শিবির চলবে । ওই গ্রামের মানুষদের কাঁটাতারের এপারে যাওয়া-আসায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । প্রশাসনের তরফে বাড়িতে রেশন পৌঁছানোর ব্যবস্থা করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.