বালুরঘাট, 22 ডিসেম্বর : চিটফান্ড কাণ্ডে দ্রুত মামলা শেষ করে করে টাকা ফেরতের দাবিতে মঙ্গলবার দুপুরে বালুরঘাট আর্য্য সমিতি এলাকায় গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করলেন অল বেঙ্গল চিট ফান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলার সদস্যরা । তাঁদের দাবি, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত প্রতারিত আমানতকারী ও এজেন্টদের টাকা ফেরত দিতে হবে ৷ তাদের দাবি পূরণ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ।
প্রসঙ্গত, একটা সময় বেসরকারি বিভিন্ন চিট ফান্ডে টাকা সঞ্চয় করত সাধারণ মানুষ । সেখানে এজেন্ট হিসেবে কাজ করত বহু বেকার মানুষ । তৃণমূল প্রথমবার সরকার গঠন করার কিছু দিন পরে চিট ফান্ড কেলেঙ্কারি প্রকাশ্যে আসতে থাকে । ধরা পরে বহু চিটফান্ড মালিক । এজেন্ট থেকে আমনতকারীরা বিভিন্ন সময় টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান । বেকার হয়ে পরে চিটফান্ড এজেন্টরা । এদিকে আজও জমানো টাকা ফেরত পায়নি আমানতকারী থেকে এজেন্টরা । বারংবার জেলা থেকে রাজ্যে বিক্ষোভ দেখিয়ে আসছেন এজেন্টরা । এদিন অল বেঙ্গল চিটফান্ড সাফায়ার্স ওয়েলফেয়ার এ্যসোশিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে প্রায় শতাধিক মানুষ টাকা ফেরতের দাবিতে অবস্থান বিক্ষোভ করেন তারা । এবং 2019-র অর্থ লগ্নিকারী বিলের প্রতিলিপির বিরোধিতা করেন আন্দোলনকারীরা ।
এবিষয়ে এক আন্দোলনকারী দেবব্রত দে বলেন, "মুখ্যমন্ত্রী চিটফান্ডের সমস্ত টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু দেড় বছর হয়ে গেলেও এখনও অবদি টাকা ফেরত পায়নি। আমাদের সংগঠনের তরফে কলকাতায় আন্দোলন করতে গেলেও সেখানকার পুলিস তা করতে দেয়নি। তাই হাইকোর্টের নিয়ম অনুযায়ী আমাদের টাকা ফেরতের দাবিতে আমরা আজ বিক্ষোভ দেখিয়েছি।"