ETV Bharat / state

কুমারগঞ্জে যুবতির রহস্যমৃত্যু, শওহর পলাতক - যুবতির রহস্য মৃত্যু দিনাজপুরে

যুবতিকে খুনের অভিযোগ। ঘটনার পর থেকে মৃতের শওহরসহ শ্বশুরবাড়ির সদস্য পলাতক । তদন্তে নেমেছে পুলিশ ।

wife murder in kumarganj
সেলিনা খাতুন
author img

By

Published : Feb 24, 2020, 11:35 PM IST

কুমারগঞ্জ, 24 ফেব্রুয়ারি: যুবতিকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে । মৃতার নাম সেলিনা খাতুন । কুমারগঞ্জের জাকিরপুর গ্রামের ঘটনা।

মাস দেড়েক আগে জাকিরপুরের সেলিনার সঙ্গে সাফানগরের মকবুল হোসেনের নিকাহ হয় । মকবুল পেশায় মাদ্রাসার শিক্ষক । সেলিনা আত্মঘাতী হয়েছে বলে তার শ্বশুরবাড়ির তরফে খবর দেওয়া হয় । খবর পেয়ে সেখান যান যুবতির পরিবারের সদস্যরা । সেখানে গিয়ে সেলিনার দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন । ঘটনার পর থেকে শওহর মকবুল ও তার বাড়ির সদস্যরা পলাতক ।

খবর দেওয়া হয় কুমারগঞ্জ থানায় । পুলিশ এসে শ্বশুরবাড়ি থেকে তার দেহ উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য দেহ বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় । সোমবার যুবতির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় । যুবতির চাচা ইসকেন্দর মণ্ডল বলেন, "দেখেশুনেই নিকাহ হয়েছিল । শওহর-বিবির মধ্যে কোনও অশান্তি ছিল না। অথচ সেলিনাকে খুন করা হয়েছে । গলায় আঙুলের দাগ থাকায় স্পষ্ট বোঝা যাচ্ছে, তাকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে । ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি চাই ।"

কুমারগঞ্জ, 24 ফেব্রুয়ারি: যুবতিকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে । মৃতার নাম সেলিনা খাতুন । কুমারগঞ্জের জাকিরপুর গ্রামের ঘটনা।

মাস দেড়েক আগে জাকিরপুরের সেলিনার সঙ্গে সাফানগরের মকবুল হোসেনের নিকাহ হয় । মকবুল পেশায় মাদ্রাসার শিক্ষক । সেলিনা আত্মঘাতী হয়েছে বলে তার শ্বশুরবাড়ির তরফে খবর দেওয়া হয় । খবর পেয়ে সেখান যান যুবতির পরিবারের সদস্যরা । সেখানে গিয়ে সেলিনার দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন । ঘটনার পর থেকে শওহর মকবুল ও তার বাড়ির সদস্যরা পলাতক ।

খবর দেওয়া হয় কুমারগঞ্জ থানায় । পুলিশ এসে শ্বশুরবাড়ি থেকে তার দেহ উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য দেহ বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় । সোমবার যুবতির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় । যুবতির চাচা ইসকেন্দর মণ্ডল বলেন, "দেখেশুনেই নিকাহ হয়েছিল । শওহর-বিবির মধ্যে কোনও অশান্তি ছিল না। অথচ সেলিনাকে খুন করা হয়েছে । গলায় আঙুলের দাগ থাকায় স্পষ্ট বোঝা যাচ্ছে, তাকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে । ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.