ETV Bharat / state

গঙ্গারামপুরে 3 কাউন্সিলরের সদস্য়পদ বাতিল - গঙ্গারামপুরে তিনজন কাউন্সিলারের পদ বাতিল করল মহকুমা প্রশাসন

গঙ্গারামপুরে SDO-র নির্দেশে প্রশান্ত মিত্র সহ তিনজন কাউন্সিলরের সদস্যপদ বাতিল করা হল ।নতুন এই নির্দেশের ফলে খুশি বর্তমান চেয়ারম্যান অমল সরকার ।

gangarampur
gangarampur
author img

By

Published : Feb 22, 2020, 5:27 AM IST

গঙ্গারামপুর, 22 ফেব্রুয়ারি : আগেই তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবের জন্য প্রাক্তন তৃণমূল নেতা (বর্তমানে BJP) প্রশান্ত মিত্রকে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান পদ হারাতে হয়েছিল । এবার SDO-র নির্দেশে প্রশান্ত মিত্র সহ তিনজন কাউন্সিলরের সদস্যপদ বাতিল করা হল ।

2014 সালের মার্চ মাসে গঙ্গারামপুর পৌরসভার নির্বাচনে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পর প্রশান্ত মিত্র চেয়ারম্যান পদে বসেন । কিন্তু বিগত লোকসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর জেলা সভাপতি বিপ্লব মিত্র দলে দলে কোণঠাসা হয়ে পড়েন । এরপর তিনি BJP-তে যোগদান করেন । তার সঙ্গে জেলা পরিষদের সদস্য সহ বেশ কিছু নেতাও BJP-তে যোগদান করেন । প্রশান্ত মিত্র সরাসরি BJP-তে যোগদান না করলেও তাঁর বিরুদ্ধে BJP-র হয়ে কাজ করার অভিযোগ ওঠে । শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূলের অন্য কাউন্সিলররা । অনাস্থা ভোটে হেরে যান প্রশান্ত মিত্র । অনাস্থা ভোটে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ নির্দেশিকা জারি করেন প্রশান্ত মিত্রের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য ৷ কিন্তু তিনজন কাউন্সিলর সেই নির্দেশ মানেননি ।

অনিতা সরকার বিশ্বাস তিন নম্বর ওয়ার্ড । তুলসী প্রসাদ চৌধুরি 10 নম্বর ওয়ার্ড । প্রশান্ত মিত্র 7 নম্বর ওয়ার্ড । গঙ্গারামপুর পৌরসভার তিনজনের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ আনা হয় । গঙ্গারামপুরের SDO তাঁদের একাধিকবার চিঠি দিয়ে বিষয়টি জানতে চান । কিন্তু সংখ্যাগরিষ্ঠ সদস্য তাঁদের পক্ষে না থাকায় পঞ্চায়েত আইন অনুযায়ী এই সমস্ত কাউন্সিলরদের সদস্যপদ খারিজ হয়ে গেছে । আগামী দুই-একদিনের মধ্যেই পৌরভোট ঘোষণা হতে পারে সেক্ষেত্রে গঙ্গারামপুরে নতুন করে ভোট নেওয়ার সম্ভাবনা থাকছে বলে জেলা প্রশাসন সূত্রের খবর ।

পৌরভোট অনুষ্ঠিত হওয়ার আগেই এই সমস্ত কাউন্সিলরদের সদস্যপদ চলে যাওয়ায় কী প্রভাব গঙ্গারামপুরে পড়বে তা সময় বলবে । কিন্তু নতুন এই নির্দেশের ফলে খুশি বর্তমান চেয়ারম্যান অমল সরকার । দল বিরোধী কাজের অভিযোগ তুলে গঙ্গারামপুর পৌরসভার তিনজন কাউন্সিলরকে সদস্যপদ খারিজ করেছেন জেলাশাসক । বৃহস্পতিবার গঙ্গারামপুর মহকুমা শাসক তাঁদের সদস্যপদ খারিজ চিঠিতে স্বাক্ষর করেন ৷ ওই তিন কাউন্সিলরের বাড়িতে চিঠিগুলি যায় ।

এই প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, তারা আরও দু'জন কাউন্সিলরের সদস্যপদ বাতিলের আবেদন করবে । তৃণমূলের অভিযোগ , তৃণমূলের সভাপতি বিপ্লব মিত্র BJP-তে যোগদান করার পরে গঙ্গারামপুর পৌরসভার কয়েকজন কাউন্সিলর বিপ্লববাবুর দেখানো পথেই BJP-তে যোগদান করেন ।

গঙ্গারামপুর, 22 ফেব্রুয়ারি : আগেই তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাবের জন্য প্রাক্তন তৃণমূল নেতা (বর্তমানে BJP) প্রশান্ত মিত্রকে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান পদ হারাতে হয়েছিল । এবার SDO-র নির্দেশে প্রশান্ত মিত্র সহ তিনজন কাউন্সিলরের সদস্যপদ বাতিল করা হল ।

2014 সালের মার্চ মাসে গঙ্গারামপুর পৌরসভার নির্বাচনে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পর প্রশান্ত মিত্র চেয়ারম্যান পদে বসেন । কিন্তু বিগত লোকসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর জেলা সভাপতি বিপ্লব মিত্র দলে দলে কোণঠাসা হয়ে পড়েন । এরপর তিনি BJP-তে যোগদান করেন । তার সঙ্গে জেলা পরিষদের সদস্য সহ বেশ কিছু নেতাও BJP-তে যোগদান করেন । প্রশান্ত মিত্র সরাসরি BJP-তে যোগদান না করলেও তাঁর বিরুদ্ধে BJP-র হয়ে কাজ করার অভিযোগ ওঠে । শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূলের অন্য কাউন্সিলররা । অনাস্থা ভোটে হেরে যান প্রশান্ত মিত্র । অনাস্থা ভোটে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ নির্দেশিকা জারি করেন প্রশান্ত মিত্রের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য ৷ কিন্তু তিনজন কাউন্সিলর সেই নির্দেশ মানেননি ।

অনিতা সরকার বিশ্বাস তিন নম্বর ওয়ার্ড । তুলসী প্রসাদ চৌধুরি 10 নম্বর ওয়ার্ড । প্রশান্ত মিত্র 7 নম্বর ওয়ার্ড । গঙ্গারামপুর পৌরসভার তিনজনের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ আনা হয় । গঙ্গারামপুরের SDO তাঁদের একাধিকবার চিঠি দিয়ে বিষয়টি জানতে চান । কিন্তু সংখ্যাগরিষ্ঠ সদস্য তাঁদের পক্ষে না থাকায় পঞ্চায়েত আইন অনুযায়ী এই সমস্ত কাউন্সিলরদের সদস্যপদ খারিজ হয়ে গেছে । আগামী দুই-একদিনের মধ্যেই পৌরভোট ঘোষণা হতে পারে সেক্ষেত্রে গঙ্গারামপুরে নতুন করে ভোট নেওয়ার সম্ভাবনা থাকছে বলে জেলা প্রশাসন সূত্রের খবর ।

পৌরভোট অনুষ্ঠিত হওয়ার আগেই এই সমস্ত কাউন্সিলরদের সদস্যপদ চলে যাওয়ায় কী প্রভাব গঙ্গারামপুরে পড়বে তা সময় বলবে । কিন্তু নতুন এই নির্দেশের ফলে খুশি বর্তমান চেয়ারম্যান অমল সরকার । দল বিরোধী কাজের অভিযোগ তুলে গঙ্গারামপুর পৌরসভার তিনজন কাউন্সিলরকে সদস্যপদ খারিজ করেছেন জেলাশাসক । বৃহস্পতিবার গঙ্গারামপুর মহকুমা শাসক তাঁদের সদস্যপদ খারিজ চিঠিতে স্বাক্ষর করেন ৷ ওই তিন কাউন্সিলরের বাড়িতে চিঠিগুলি যায় ।

এই প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, তারা আরও দু'জন কাউন্সিলরের সদস্যপদ বাতিলের আবেদন করবে । তৃণমূলের অভিযোগ , তৃণমূলের সভাপতি বিপ্লব মিত্র BJP-তে যোগদান করার পরে গঙ্গারামপুর পৌরসভার কয়েকজন কাউন্সিলর বিপ্লববাবুর দেখানো পথেই BJP-তে যোগদান করেন ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.