ETV Bharat / state

NRC ও CAA-র প্রতিবাদে উত্তপ্ত হরিরামপুর, ভাঙচুর BJP কার্যালয়ে - BJP

নাগরিকত্ব (সংশোধনী) আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে । ভাঙচুর চালানো হল BJP কার্যালয়ে ।

ভাঙচুর চলল BJP কার্যালয়ে
ভাঙচুর চলল BJP কার্যালয়ে
author img

By

Published : Dec 15, 2019, 9:18 PM IST

হরিরামপুর, 15 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর । হরিরামপুরে BJP-র দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা । পরে কার্যালয়ের দরজা খুলে এনে তাতে আগুন ধরিয়ে দেয় । পাশপাশি BJP-র দলীয় পতাকা ও ফেস্টুনেও আগুন লাগিয়ে দেয় তারা । লাঠি হাতে এলাকার সব দোকানপাট বন্ধ করার হুমকি চলে । ঘটনাস্থানে পৌঁছায় হরিরামপুর থানার পুলিশ ।

CAA-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে । ট্রেন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীরা । আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে ট্রেন, সরকারি বাসে । এদিকে, NRC-র প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছেন । সেই নির্দেশ মোতাবেক আজ বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লকেই প্রতিবাদ মিছিল বের হয় । অভিযোগ, হরিরামপুরে তৃণমূলের মিছিল থেকে BJP-র দলীয় কার্যালয় ভাঙচুর করা হয় । এমন কী BJP কার্যালয়ের দরজা খুলে এনে আগুন জ্বালিয়ে দেওয়া হয় । ভাঙচুর চালানো হয় যুব মোর্চার নেতা বিধান রায়ের বাড়িতে । হরিরামপুর বাজার এলাকায় থাকা BJP-র বিভিন্ন ফেস্টুন, পতাকা খুলে ফেলে তাতে আগুন লাগিয়ে দেয় তারা । ঘটনায় পরিস্থিতি উত্তেজনা বাড়তে থাকে হরিরামপুরে। খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ বাহিনী নিয়ে পৌঁছেছে হরিরামপুর থানার IC সঞ্জয় বিশ্বাস ।

এবিষয়ে বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদার বলেন, জায়গায় জায়গায় তৃণমূলের জেহাদি বাহিনী তাণ্ডব চালাচ্ছে । আজ হরিরামপুরেও তাণ্ডব চালিয়েছে । দলীয় কার্যালয়, বাড়ি ভাঙচুরের সঙ্গে আগুন লাগিয়ে দেওয়া হয় । তাঁদের এক BJP কর্মীকে মেরে ফেলা হবে বলে পরিবারকে হুমকিও দেওয়া হয়েছে । পুলিশ এই ব্যাপারে সক্রিয় ভূমিকা না নিলে তাঁরা নিজেদের মতো করে প্রতিবাদ সংগঠিত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ।

অন্য দিকে এবিষয়ে জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই । BJP এমন অভিযোগ করতেই পারে । তাই বলে তৃণমূল করেছে এমটা বলার কিছু নেই । তৃণমূলের অনেক কাজ থাকে । BJP-র পার্টি অফিস ভাঙচুর বা কাগজপত্র ছেঁড়াছেঁড়িতে তৃণমূল থাকে না । ওটা নিজেদের গোষ্ঠী কোন্দল ৷ চাপা দিতেই আমাদের নামে বদনাম করা হচ্ছে ।"

হরিরামপুর, 15 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর । হরিরামপুরে BJP-র দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা । পরে কার্যালয়ের দরজা খুলে এনে তাতে আগুন ধরিয়ে দেয় । পাশপাশি BJP-র দলীয় পতাকা ও ফেস্টুনেও আগুন লাগিয়ে দেয় তারা । লাঠি হাতে এলাকার সব দোকানপাট বন্ধ করার হুমকি চলে । ঘটনাস্থানে পৌঁছায় হরিরামপুর থানার পুলিশ ।

CAA-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে । ট্রেন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীরা । আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে ট্রেন, সরকারি বাসে । এদিকে, NRC-র প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছেন । সেই নির্দেশ মোতাবেক আজ বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লকেই প্রতিবাদ মিছিল বের হয় । অভিযোগ, হরিরামপুরে তৃণমূলের মিছিল থেকে BJP-র দলীয় কার্যালয় ভাঙচুর করা হয় । এমন কী BJP কার্যালয়ের দরজা খুলে এনে আগুন জ্বালিয়ে দেওয়া হয় । ভাঙচুর চালানো হয় যুব মোর্চার নেতা বিধান রায়ের বাড়িতে । হরিরামপুর বাজার এলাকায় থাকা BJP-র বিভিন্ন ফেস্টুন, পতাকা খুলে ফেলে তাতে আগুন লাগিয়ে দেয় তারা । ঘটনায় পরিস্থিতি উত্তেজনা বাড়তে থাকে হরিরামপুরে। খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ বাহিনী নিয়ে পৌঁছেছে হরিরামপুর থানার IC সঞ্জয় বিশ্বাস ।

এবিষয়ে বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদার বলেন, জায়গায় জায়গায় তৃণমূলের জেহাদি বাহিনী তাণ্ডব চালাচ্ছে । আজ হরিরামপুরেও তাণ্ডব চালিয়েছে । দলীয় কার্যালয়, বাড়ি ভাঙচুরের সঙ্গে আগুন লাগিয়ে দেওয়া হয় । তাঁদের এক BJP কর্মীকে মেরে ফেলা হবে বলে পরিবারকে হুমকিও দেওয়া হয়েছে । পুলিশ এই ব্যাপারে সক্রিয় ভূমিকা না নিলে তাঁরা নিজেদের মতো করে প্রতিবাদ সংগঠিত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ।

অন্য দিকে এবিষয়ে জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই । BJP এমন অভিযোগ করতেই পারে । তাই বলে তৃণমূল করেছে এমটা বলার কিছু নেই । তৃণমূলের অনেক কাজ থাকে । BJP-র পার্টি অফিস ভাঙচুর বা কাগজপত্র ছেঁড়াছেঁড়িতে তৃণমূল থাকে না । ওটা নিজেদের গোষ্ঠী কোন্দল ৷ চাপা দিতেই আমাদের নামে বদনাম করা হচ্ছে ।"

Intro:NRC ও CAA-র প্রতিবাদে উত্তাল হরিরামপুর, বিজেপির কার্যালয় ভাঙচুর করে দরজায় আগুন লাগিয়ে দিল দুস্কৃতিরা।।

হরিরামপুর, ১৫ ডিসেম্বর: এনআরসি ও সিএএ প্রতিবাদে এবার উত্তাল হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর। হরিরামপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। এমনকি বিজেপির বিভিন্ন দলীয় পতাকা ও ফেস্টুনে আগুন লাগিয়ে দেওয়া হয়। লাঠি হাতে এলাকার সব দোকানপাট বন্ধ করার হুমকি দেয় আন্দোলনকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে হরিরামপুর থানার বিশাল পুলিশবাহিনী। শুধুমাত্র বিজেপি পার্টি অফিস ভাঙচুর নয় বিজেপি কর্মী সমর্থকদের ও বাড়ি ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। 

প্রসঙ্গত, সিএএ প্রতিবাদে দেশের পাশাপাশি সারা রাজ্য জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় ট্রেন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে ট্রেন থেকে সরকারি বাসে। এদিকে এনএইসি-র প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেক ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মোতাবেক এদিন বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লকেই প্রতিবাদ মিছিল বের হয়। অভিযোগ, হরিরামপুরে তৃণমূলের মিছিল থেকে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। এমনকি বিজেপি কার্যালয়ের দরজা খুলে এনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় যুব মোর্চার নেতা বিধান রায়ের বাড়িতে। হরিরামপুর বাজার এলাকায় থাকা বিজেপির বিভিন্ন ফেস্টুন, পতাকা খুলে ফেলে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় হরিরামপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে হরিরামপুর থানার আইসি সঞ্জয় বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। 

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট
হরিরামপুরে বিজেপির দিলীয় কার্যালয় ভাঙচুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। পাশাপাশি, বিজেপি যুব মোর্চার এক নেতার বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। সিএ এক্ট নিয়ে মিছিলের সময় তৃণমূলের আশ্রিত দুস্কৃতিরা এই হামলা চালায় বলেই দাবি গেড়ুয়া শিবিরের। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করলে, অন্যভাবে প্রতিবাদে নামা হবে বলে হুঁশিয়ারি বালুরঘাটের সংসদ তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদারের।

এবিষয়ে বিজেপি নেতা তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, জায়গায় জায়গায় তৃণমূলের জেহাদি বাহিনী তান্ডব চালাচ্ছে। এদিন হরিরামপুরেও তান্ডব চালিয়েছে। দলীয় কার্যালয়, বাড়ি ভাঙচুরের সাথে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাদের এক বিজেপি কর্মীকে মেরে ফেলা হবে বলে পরিবারের কাছে হুমকি দিয়ে এসেছে। পুলিশ এই ব্যাপারে সক্রিয় ভূমিকা না নিলে তারা তাদের মত করে প্রতিবাদ সংগঠিত করবে বলে হুশিয়ারি দিয়েছেন সুকান্ত।

অন্য দিকে এবিষয়ে জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ বলেন, এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই। বিজেপি এমন অভিযোগ করতেই পারে। তাই বলে তৃণমূল করেছে এমটা বলার কিছু নেই। তৃণমূলের কে খেয়ে দেয়ে অনেক কাজ থাকে। বিজেপির পার্টি অফিস ভাঙচুর বা কাগজপত্র ছেঁড়াছেঁড়িতে তৃণমূলের থাকে না। ওটা নিজেদের গোষ্ঠী কোন্দল চাপা দিতেই তাদের নামে বদনাম করা হচ্ছে।Body:Harirampur Conclusion:Harirampur
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.