বালুরঘাট, 25 মার্চ: লকডাউনের মধ্যে বালুরঘাট শহরের নিঃসঙ্গ প্রবীণদের পাশে দাঁড়াল জেলা পুলিশ-প্রশাসন। আজ দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট থানা থেকে ন্যায্য মূল্যের সবজির দোকান চালু করা হয়। ছিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, DSP(হেডকোয়ার্টার) ধীমান মিত্র, DSP(ট্রাফিক) অরিন্দম পাল চৌধুরি সহ অন্য পুলিশ কর্মীরা।
এর থেকে প্রবীণরা ন্যায্যমূল্যে সবজি কিনতে পারবেন। জেলা পুলিশের এই উদ্যোগে খুশি শহরের প্রবীণরা। প্রসঙ্গত, কয়েকদিন আগে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের নিঃসঙ্গ প্রবীণদের জন্য প্রণাম প্রকল্প চালু করা হয়। বালুরঘাট থানার পক্ষ থেকে শহরের 25টি ওয়ার্ডে 415 জন নিঃসঙ্গ প্রবীণের সম্পর্কে তথ্য জোগাড় করা হয় এবং তাদের প্রণাম প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়। এদিকে কোরোনা মোকাবিলার জেরে গত সোমবার থেকে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে।
এর ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া বেশিরভাগ দোকানপাটই বন্ধ। লকডাউনে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন বালুরঘাট পৌর এলাকায় বাস করা নিঃসঙ্গ প্রবীণরা।
এমনকী স্বাস্থ্য আধিকারিকরা বয়স্কদের ঘরে থাকতে বলছেন। এই অবস্থায় তাঁরা চরম বিপাকে পড়েছেন। এবার শহরের প্রবীণ নাগরিকদের জন্য এগিয়ে এল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। বুধবার থেকে বালুরঘাট শহরের প্রবীণদের জন্য ন্যায্যমূল্যে সবজির দোকান চালু করা হয়। পুলিশের পক্ষ থেকে এই ন্যায্যমূল্যের সবজির দোকান শহরের বিভিন্ন প্রান্তে যাবে। যেখান থেকে নিঃসঙ্গ প্রবীণরা ন্যায্যমূল্যের বেগুন, আলু সহ অন্য সবজি নিতে পারবেন।
প্রথমে বালুরঘাট শহরের ছিন্নমস্তাপল্লি এলাকায় পুলিশের ন্যায্যমূল্যের সবজির গাড়ি যায়। এরপর শহরের অন্যান্য এলাকাতেই এই গাড়ি যায়। এবিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, প্রণাম প্রকল্পের মধ্য দিয়ে বালুরঘাট শহরের নিঃসঙ্গ প্রবীণদের কথা মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে ন্যায্যমূল্যের সবজির দোকান চালু করা হল। প্রথম অবস্থায় একটি সবজির দোকানে শহরের বিভিন্ন এলাকায় যাবে। তবে আগামী দিনের প্রয়োজন অনুযায়ী আরও কয়েকটি সবজির দোকান চালু করা হবে। যেখান থেকে শহরের প্রবীণরা ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে পারবেন।