ETV Bharat / state

Police Attacked: বংশীহারিতে সালিশিসভার নামে একজনকে আটকে রাখার অভিযোগ, উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ - Police Attacked

পুরনো বিবাদকে কেন্দ্র করে উত্তাল দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার বাগদুয়ার এলাকা ৷ গ্রামে সালিশিসভার নামে এক ব্যক্তিকে আটক করে রাখার অভিযোগ ৷ পুলিশ উদ্ধার করতে গেলে তাদের উপরেও হামলা ৷ পাল্টা লাঠিচার্জ পুলিশের ৷

Police Attacked by Villagers in Banshihari South Dinajpur While They Went to Rescue a Man
বংশীহারিতে সালিশিসভার নামে ব্যক্তিকে আটকে রাখার অভিযোগ, উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ
author img

By

Published : Nov 1, 2021, 8:31 PM IST

বংশীহারি (দক্ষিণ দিনাজপুর), 1 নভেম্বর : পুরনো বিবাদের জেরে এক ব্যক্তিকে আটকে রাখার অভিযোগ ৷ ওই ব্যক্তিকে উদ্ধার করতে গেলে পুলিশের উপর পাল্টা চড়াও হন গ্রামবাসীরা ৷ আর তাঁদের হামলায় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ জখম পাঁচ পুলিশ কর্মী ৷ আহত হয়েছেন আরও 10 জন সিভিক ভলান্টিয়ার ৷ আর তার জেরেই বিশাল পুলিশ বাহিনী নামানো হয় ৷ পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে ৷ ঘটনায় গ্রামবাসীদের মধ্যেও 10 জন আহত হয়েছেন ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার বাগদুয়ার এলাকার রসাল পাড়ায় ৷ রশিদপুর হাসপাতালে জখম পুলিশ কর্মীদের চিকিৎসা চলছে ৷

আজ সকালে আশরফ শেখ নামে স্থানীয় এক মাছ ব্যবসায়ী বাজার থেকে টোটোয় ফিরছিলেন ৷ পথে এলাকার কয়েকজন তাঁকে নামিয়ে মারধর ও আটকে রাখে বলে অভিযোগ ৷ খবর পেয়ে আশরফ শেখের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় ৷ এর পরেই খবর পেয়ে বংশীহারি থানার আইসি’র নেতৃত্বে পুলিশ সেখানে পৌঁছায় ৷ অভিযোগ আসরফ শেখকে উদ্ধার করে আনতে গেলে পুলিশের উপরেও চড়াও হন এলাকার বাসিন্দাদের একাংশ ৷ হামলায় আইসি মনোজিৎ সরকার- সহ পুলিশের কয়েকজন কর্মী জখম হন ৷ এর পরেই পুলিশের বিশাল বাহিনী নামানো হয় ৷ পুলিশ হামলাকারীদের উপরে লাঠিচার্জ করে ৷

আরও পড়ুন : Dilip Ghosh: বিজেপির ভিতরেই বিশ্বাসঘাতক, দলে ভাঙন নিয়ে বিস্ফোরক দিলীপ

যদিও ওই গ্রামবাসীদের অভিযোগ, কয়েকদিন আগে বাগদুয়ার গ্রামের বাসিন্দা কবিরাজ বেসরাকে বিনা দোষে মারধর করে আশরফ শেখের লোকজন ৷ গ্রামবাসীরা সেই গোলমালের জেরে সোমবার এক সালিশিসভা ডাকে ৷ সেই সালিশিসভাতে আশরফ শেখ এলেও তাঁর ছেলে সেখানে যায়নি ৷ আশরফ শেখ ছেলেকে সালিশি সভায় পৌঁছতে বললে, তিনি বংশীহারি থানার পুলিশ নিয়ে সেখানে পৌঁছায় ৷ গ্রামবাসীদের অভিযোগ পুলিশ তাঁদের কোনও কথা না শুনে লাঠিচার্জ করে ৷

আরও পড়ুন : BJP : শোকপ্রস্তাবে নেই 'বাংলাদেশ হিংসা', বিধানসভায় মিছিল বিজেপি বিধায়কদের

এই বিষয়ে স্বপন হাঁসদা নামে এক গ্রামবাসী জানান, আজ সকালে রসাল পাড়াতে মাছ ব্যবসায়ী আশরাফ শেখ এবং তাঁর ছেলেকে নিয়ে সালিশিসভা হচ্ছিল ৷ সেই সভায় আশরাফ শেখ উপস্থিত হলেও তাঁর ছেলে সেখানে যায়নি ৷ তাঁরা বহুবার ফোন করার পর আশরাফের ছেলে মানিক শেখ হুমকি দেয় বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা ৷ পরবর্তীতে মানিক শেখ পুলিশ নিয়ে সেখানে হাজির হন ৷ স্বপন হাঁসদার অভিযোগ, বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার সেখানে গ্রামবাসীদের উপর চড়াও হন ৷ মারধর করার পাশাপাশি এবং কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷ 10 থেকে 12 জন জখম হয়েছেন । পরবর্তীতে পুলিশ আশরাফ শেখকে উদ্ধার করে নিয়ে যাওয়ার গ্রামবাসীরা পুলিশের গাড়ির উপর চড়াও হয় ৷ পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি কয়েকজন পুলিশ কর্মী সহ সিভিক ভলান্টিয়ার আহত হন ৷

আরও পড়ুন : NJP Clash : ট্রাক সিন্ডিকেটের দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তপ্ত এনজেপি

ইমলি টুডু নামে এক মহিলা বলেন, ‘‘সালিশিসভার চলাকালীন আশরাফ শেখের ছেলে আমাদের হুমকি দেয় ৷ প্রচুর পুলিশ নিয়ে আসে তাঁর বাবাকে উদ্ধার করার জন্য ৷ গত কয়েকদিন আগে আমাদের এলাকার এক বাসিন্দা কবিরাজ বেসরাকে বিনা কারণে মারধর করে ৷ আজকে সেই কারণেই সালিশিসভা হচ্ছিল । সেই সময় পুলিশ এসে আমাদের উপর চড়াও হয় এবং আমাদের গ্রামের লোকজন-সহ মহিলাদের মারধর করে । মহিলাদের গায়ে হাত দেয় পুলিশ । আমরা শান্তি চাই এলাকায় ৷’’

আরও পড়ুন : Train Passengers Protest: লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে নলপুরে বিক্ষোভ যাত্রীদের

এবিষয়ে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, এক ব্যক্তিকে আটকে রাখার খবর ছিল পুলিশের কাছে ৷ সেই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করার জন্যই পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপরে হামলা চালায় স্থানীয় বাসিন্দারা ৷

বংশীহারি (দক্ষিণ দিনাজপুর), 1 নভেম্বর : পুরনো বিবাদের জেরে এক ব্যক্তিকে আটকে রাখার অভিযোগ ৷ ওই ব্যক্তিকে উদ্ধার করতে গেলে পুলিশের উপর পাল্টা চড়াও হন গ্রামবাসীরা ৷ আর তাঁদের হামলায় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ জখম পাঁচ পুলিশ কর্মী ৷ আহত হয়েছেন আরও 10 জন সিভিক ভলান্টিয়ার ৷ আর তার জেরেই বিশাল পুলিশ বাহিনী নামানো হয় ৷ পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে ৷ ঘটনায় গ্রামবাসীদের মধ্যেও 10 জন আহত হয়েছেন ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার বাগদুয়ার এলাকার রসাল পাড়ায় ৷ রশিদপুর হাসপাতালে জখম পুলিশ কর্মীদের চিকিৎসা চলছে ৷

আজ সকালে আশরফ শেখ নামে স্থানীয় এক মাছ ব্যবসায়ী বাজার থেকে টোটোয় ফিরছিলেন ৷ পথে এলাকার কয়েকজন তাঁকে নামিয়ে মারধর ও আটকে রাখে বলে অভিযোগ ৷ খবর পেয়ে আশরফ শেখের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় ৷ এর পরেই খবর পেয়ে বংশীহারি থানার আইসি’র নেতৃত্বে পুলিশ সেখানে পৌঁছায় ৷ অভিযোগ আসরফ শেখকে উদ্ধার করে আনতে গেলে পুলিশের উপরেও চড়াও হন এলাকার বাসিন্দাদের একাংশ ৷ হামলায় আইসি মনোজিৎ সরকার- সহ পুলিশের কয়েকজন কর্মী জখম হন ৷ এর পরেই পুলিশের বিশাল বাহিনী নামানো হয় ৷ পুলিশ হামলাকারীদের উপরে লাঠিচার্জ করে ৷

আরও পড়ুন : Dilip Ghosh: বিজেপির ভিতরেই বিশ্বাসঘাতক, দলে ভাঙন নিয়ে বিস্ফোরক দিলীপ

যদিও ওই গ্রামবাসীদের অভিযোগ, কয়েকদিন আগে বাগদুয়ার গ্রামের বাসিন্দা কবিরাজ বেসরাকে বিনা দোষে মারধর করে আশরফ শেখের লোকজন ৷ গ্রামবাসীরা সেই গোলমালের জেরে সোমবার এক সালিশিসভা ডাকে ৷ সেই সালিশিসভাতে আশরফ শেখ এলেও তাঁর ছেলে সেখানে যায়নি ৷ আশরফ শেখ ছেলেকে সালিশি সভায় পৌঁছতে বললে, তিনি বংশীহারি থানার পুলিশ নিয়ে সেখানে পৌঁছায় ৷ গ্রামবাসীদের অভিযোগ পুলিশ তাঁদের কোনও কথা না শুনে লাঠিচার্জ করে ৷

আরও পড়ুন : BJP : শোকপ্রস্তাবে নেই 'বাংলাদেশ হিংসা', বিধানসভায় মিছিল বিজেপি বিধায়কদের

এই বিষয়ে স্বপন হাঁসদা নামে এক গ্রামবাসী জানান, আজ সকালে রসাল পাড়াতে মাছ ব্যবসায়ী আশরাফ শেখ এবং তাঁর ছেলেকে নিয়ে সালিশিসভা হচ্ছিল ৷ সেই সভায় আশরাফ শেখ উপস্থিত হলেও তাঁর ছেলে সেখানে যায়নি ৷ তাঁরা বহুবার ফোন করার পর আশরাফের ছেলে মানিক শেখ হুমকি দেয় বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা ৷ পরবর্তীতে মানিক শেখ পুলিশ নিয়ে সেখানে হাজির হন ৷ স্বপন হাঁসদার অভিযোগ, বংশীহারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার সেখানে গ্রামবাসীদের উপর চড়াও হন ৷ মারধর করার পাশাপাশি এবং কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷ 10 থেকে 12 জন জখম হয়েছেন । পরবর্তীতে পুলিশ আশরাফ শেখকে উদ্ধার করে নিয়ে যাওয়ার গ্রামবাসীরা পুলিশের গাড়ির উপর চড়াও হয় ৷ পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি কয়েকজন পুলিশ কর্মী সহ সিভিক ভলান্টিয়ার আহত হন ৷

আরও পড়ুন : NJP Clash : ট্রাক সিন্ডিকেটের দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তপ্ত এনজেপি

ইমলি টুডু নামে এক মহিলা বলেন, ‘‘সালিশিসভার চলাকালীন আশরাফ শেখের ছেলে আমাদের হুমকি দেয় ৷ প্রচুর পুলিশ নিয়ে আসে তাঁর বাবাকে উদ্ধার করার জন্য ৷ গত কয়েকদিন আগে আমাদের এলাকার এক বাসিন্দা কবিরাজ বেসরাকে বিনা কারণে মারধর করে ৷ আজকে সেই কারণেই সালিশিসভা হচ্ছিল । সেই সময় পুলিশ এসে আমাদের উপর চড়াও হয় এবং আমাদের গ্রামের লোকজন-সহ মহিলাদের মারধর করে । মহিলাদের গায়ে হাত দেয় পুলিশ । আমরা শান্তি চাই এলাকায় ৷’’

আরও পড়ুন : Train Passengers Protest: লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে নলপুরে বিক্ষোভ যাত্রীদের

এবিষয়ে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, এক ব্যক্তিকে আটকে রাখার খবর ছিল পুলিশের কাছে ৷ সেই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করার জন্যই পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপরে হামলা চালায় স্থানীয় বাসিন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.