ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান গঙ্গারামপুর মহকুমার অয়েল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের

এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য দান করতে এগিয়ে এল গঙ্গারামপুর মহাকুমার অয়েল মিল ওনার্স অ্যাসোসিয়েশন । এক লাখ টাকা আর্থিক সাহায্য দান করা হল সংগঠনের পক্ষ থেকে ।

author img

By

Published : Apr 9, 2020, 9:49 AM IST

held
সাহায্য

বংশীহারী, 9 এপ্রিল: কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদান দিল গঙ্গারামপুর মহকুমার অয়েল মিল ওনার্স অ্যাসোসিয়েশন । গতকাল এই আর্থিক সাহায্য চেকের মাধ্যমে তুলে দেওয়া হয় গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকারের হাতে । চেক তুলে দেন সংগঠনের সম্পাদক রামগোপাল বিশ্বাসসহ অন্যরা । এছারাও বংশীহারী ব্লকের বিভিন্ন NGO-এর পক্ষ থেকে অনুদান দেওয়া হয় গতকাল ।

কোরোনা মোকাবিলায় আর্থিক সহায়তা দানের জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল গঠন করেছেন । কোরোনা সংক্রমণে দেশজুড়ে অনেকের মৃত্যু হয়েছে । আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে । এই অবস্থায় প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের ত্রাণ তহবিলে সবাইকে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন ৷ গতকাল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য হিসেবে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকারের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন ওয়েল মিল অ্যাসোসিশেনের কর্মকর্তারা । অন্যদিকে বংশীহারী ব্লকের BDO সুদেষ্ণা পালের হাতে 25 হাজার টাকার চেক তুলে দেন বিভিন্ন NGO-এর কর্মকর্তা । এছাড়াও বালুরঘাটের বোল্লা মন্দির কর্তৃপক্ষের তরফে 1 লাখ 11 হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে নোডাল অফিসার মহাদ্যুতি অধিকারির হাতে ।

এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার অয়েল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, "আমরা রাজ্য সরকারের রিলিফ ফান্ডে এক লাখ টাকা দান করলাম । চারিদিকে কোরোনা ভাইরাসের জেরে যে পরিস্থিতি চলছে, মুখ্যমন্ত্রী প্রাণপণ চেষ্টা করছেন দুস্থদের পাশে দাঁড়ানোর ৷ আমরা সেই কারণেই তাঁর পাশে দাঁড়ানোর জন্য এই অর্থ দান করলাম । গঙ্গারামপুর পৌরসভা এলাকার সবাইকে অনুরোধ করব তাঁরাও যেন সাহায্যার্থে এগিয়ে আসেন ।"

বংশীহারী, 9 এপ্রিল: কোরোনা মোকাবিলায় রাজ্য সরকারের ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদান দিল গঙ্গারামপুর মহকুমার অয়েল মিল ওনার্স অ্যাসোসিয়েশন । গতকাল এই আর্থিক সাহায্য চেকের মাধ্যমে তুলে দেওয়া হয় গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকারের হাতে । চেক তুলে দেন সংগঠনের সম্পাদক রামগোপাল বিশ্বাসসহ অন্যরা । এছারাও বংশীহারী ব্লকের বিভিন্ন NGO-এর পক্ষ থেকে অনুদান দেওয়া হয় গতকাল ।

কোরোনা মোকাবিলায় আর্থিক সহায়তা দানের জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল গঠন করেছেন । কোরোনা সংক্রমণে দেশজুড়ে অনেকের মৃত্যু হয়েছে । আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে । এই অবস্থায় প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের ত্রাণ তহবিলে সবাইকে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন ৷ গতকাল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য হিসেবে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকারের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন ওয়েল মিল অ্যাসোসিশেনের কর্মকর্তারা । অন্যদিকে বংশীহারী ব্লকের BDO সুদেষ্ণা পালের হাতে 25 হাজার টাকার চেক তুলে দেন বিভিন্ন NGO-এর কর্মকর্তা । এছাড়াও বালুরঘাটের বোল্লা মন্দির কর্তৃপক্ষের তরফে 1 লাখ 11 হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে নোডাল অফিসার মহাদ্যুতি অধিকারির হাতে ।

এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার অয়েল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, "আমরা রাজ্য সরকারের রিলিফ ফান্ডে এক লাখ টাকা দান করলাম । চারিদিকে কোরোনা ভাইরাসের জেরে যে পরিস্থিতি চলছে, মুখ্যমন্ত্রী প্রাণপণ চেষ্টা করছেন দুস্থদের পাশে দাঁড়ানোর ৷ আমরা সেই কারণেই তাঁর পাশে দাঁড়ানোর জন্য এই অর্থ দান করলাম । গঙ্গারামপুর পৌরসভা এলাকার সবাইকে অনুরোধ করব তাঁরাও যেন সাহায্যার্থে এগিয়ে আসেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.