ETV Bharat / state

সাইকেল নিয়ে বচসার জেরে ভাইয়ের হাতে খুন দাদা - গঙ্গারামপুরে ভাইয়ের হাতে খুন দাদা

সাইকেল নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ৷ অভিযুক্ত ওই ব্যক্তির নিজের ভাই ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ৷

গঙ্গারামপুর
author img

By

Published : Nov 23, 2019, 3:24 AM IST

গঙ্গারামপুর, 23 নভেম্বর : সাইকেল নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ৷ অভিযুক্ত ওই ব্যক্তির নিজের ভাই ৷ গঙ্গারামপুর থানার বাঁশুরিয়া গ্রাম পঞ্চায়েতের তকিপুর গ্রামের ঘটনা ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ৷

মৃত ব্যক্তির নাম সুশীল বেসরা (45) ৷ অভিযোগ, গতকাল বিকেলে একটি সাইকেল নিয়ে ভাই বিমল বেসরার তাঁর বচসা বাধে ৷ বিমল উত্তেজিত হয়ে ছুরি জাতীয় কিছু দিয়ে সুশীলের বুকে আঘাত করে ৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সুশীল ৷ স্থানীয়রা গঙ্গারামপুর থানায় খবর দেয় ৷ পুলিশ এসে সুশীলকে হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ ঘটনার পর থেকেই পলাতক বিমল ৷ ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

এ বিষয়ে সুশীলের আত্মীয় গনেশ সরেন জানান, সুশীলের ভাগ্নে সাইকেলটি তাঁর কাছে রেখে দিল্লিতে কাজে গিয়েছে ৷ সুশীলই সাইকেলটি দেখাশোনা করেন ৷ গতকাল সন্ধ্যায় সুশীলকে না জানিয়ে বিমল সাইকেল নিয়ে বাইরে যায় ৷ বিমল ফেরার পর দু'ভাইয়ের মধ্যে বচসা বাধে ৷ রাগের মাথায় বিমল ছুরি জাতীয় জিনিস দিয়ে সুশীলের বুকে আঘাত করে ৷

গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু জানান, অভিযুক্ত বিমল বেসরা পলাতক । প্রাথমিক ভাবে অনুমান, রাগের বশেই খুন । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

গঙ্গারামপুর, 23 নভেম্বর : সাইকেল নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ৷ অভিযুক্ত ওই ব্যক্তির নিজের ভাই ৷ গঙ্গারামপুর থানার বাঁশুরিয়া গ্রাম পঞ্চায়েতের তকিপুর গ্রামের ঘটনা ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ৷

মৃত ব্যক্তির নাম সুশীল বেসরা (45) ৷ অভিযোগ, গতকাল বিকেলে একটি সাইকেল নিয়ে ভাই বিমল বেসরার তাঁর বচসা বাধে ৷ বিমল উত্তেজিত হয়ে ছুরি জাতীয় কিছু দিয়ে সুশীলের বুকে আঘাত করে ৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সুশীল ৷ স্থানীয়রা গঙ্গারামপুর থানায় খবর দেয় ৷ পুলিশ এসে সুশীলকে হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ ঘটনার পর থেকেই পলাতক বিমল ৷ ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

এ বিষয়ে সুশীলের আত্মীয় গনেশ সরেন জানান, সুশীলের ভাগ্নে সাইকেলটি তাঁর কাছে রেখে দিল্লিতে কাজে গিয়েছে ৷ সুশীলই সাইকেলটি দেখাশোনা করেন ৷ গতকাল সন্ধ্যায় সুশীলকে না জানিয়ে বিমল সাইকেল নিয়ে বাইরে যায় ৷ বিমল ফেরার পর দু'ভাইয়ের মধ্যে বচসা বাধে ৷ রাগের মাথায় বিমল ছুরি জাতীয় জিনিস দিয়ে সুশীলের বুকে আঘাত করে ৷

গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু জানান, অভিযুক্ত বিমল বেসরা পলাতক । প্রাথমিক ভাবে অনুমান, রাগের বশেই খুন । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Intro:গঙ্গারামপুরে সাইকেল নিয়ে বচসার জেরে ভাইয়ের হাতে খুন দাদা।
গঙ্গারামপুর :-22 নভেম্বর ;- পুলিশ সূত্রে খবর মৃতের নাম সুশীল বেসরা (৪৫) বাড়ী গঙ্গারামপুর থানার বাঁশুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তকিপুর গ্রামে। অভিযোক এদিন বিকেলে ভাই বিমল বেসরার সাথে একটি সাইকেল চালানো নিয়ে বচসা বাধে। ছোটভাই বিমল উত্তেজিত হয়ে চাকু জাতীয় কিছু দিয়ে আঘাত করে। আঘাত গুরুত্বর হওয়ায় ফলে মাটিতে লুটিয়ে পরে দাদা সুশীল। এলাকার লোকজন ছুটে এসে খবর দেয় গঙ্গারামপুর থানায়। গঙ্গারামপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপারস্পেলিটি হাসপাতালে নিয়ে আসে। কত্যব্য রত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করো। অভিযুক্ত বিমল বেসরা পলাতক। গঙ্গারামপুর থানার পুলিশ অস্বভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর সুশীল বেচারার ভাগনা দিল্লিতে কাজ করতে যাওয়ার সময় সাইকেলটি তার ছোট মামা বিমল বেসরার কাছে রেখে যায়। সাইকেলটি অনেকদিন থাকার জন্য খারাপ হয়ে যাওয়ায় বিমল সাইকেল মেকারের কাছে গিয়ে সাইকেল টি ঠিক করে। কিন্তু সাইকেলটি নিয়ে আজ বিকাল বেলা বেরিয়ে যায় বিমল বেশরা। বিমল বেসরা ফিরে আসার পরে দাদা সুশীল বেশরার সঙ্গে বচসা বাধে। রাগের বশে ছোট ভাই চাকু দিয়ে দাদার বুকে মেরে দেয়। সেখানে দাদা সুশীলরা লুটিয়ে পড়লে ভাই বিমল বেশরা সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে গঙ্গারামপুর থানা ছুটে যায় এবং মৃতদেহটি গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আসে আগামীকাল ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বালুরঘাট হাসপাতালে।

এই বিষয়ে সুশীল বেশরার আত্মিও গনেশ সরেন জানান আমার ভাগ্নার সাইকেল রেখে দিল্লীতে গিয়েছে কাজ করার জন্যও ।সাইকেল দেখাশোনা করে সুশীল ।আজকে সন্ধ্যা বেলা সুশীলের ছোট ভাই বিমল সাইকেল নিয়ে বের হয়ে যায় দাদাকে না বলে ।ভাই বিমল বেসরা ফিরে আসার পরে দাদা সুশীল বেশরার সাথে বচসা হয় ।রাগের বসে ভাই বিমল দাদকে চাকু জাতীয় জিনিস দিয়ে বুকে আঘাত করে এবং মারা যায় ।
গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু জানান গঙ্গারামপুর থানার চম্পাতলি এলাকায় ভাই এর হাতে খুন হয় দাদা । আসামী পলাতক । প্রাথমিক ভাবে মনে হচ্ছে রাগের বসে খুন করেছে ।সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

Body:গঙ্গারামপুরে সাইকেল নিয়ে বচসার জেরে ভাইয়ের হাতে খুন দাদা। Conclusion:গঙ্গারামপুরে সাইকেল নিয়ে বচসার জেরে ভাইয়ের হাতে খুন দাদা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.