গঙ্গারামপুর, 23 নভেম্বর : সাইকেল নিয়ে বচসার জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ৷ অভিযুক্ত ওই ব্যক্তির নিজের ভাই ৷ গঙ্গারামপুর থানার বাঁশুরিয়া গ্রাম পঞ্চায়েতের তকিপুর গ্রামের ঘটনা ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ৷
মৃত ব্যক্তির নাম সুশীল বেসরা (45) ৷ অভিযোগ, গতকাল বিকেলে একটি সাইকেল নিয়ে ভাই বিমল বেসরার তাঁর বচসা বাধে ৷ বিমল উত্তেজিত হয়ে ছুরি জাতীয় কিছু দিয়ে সুশীলের বুকে আঘাত করে ৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সুশীল ৷ স্থানীয়রা গঙ্গারামপুর থানায় খবর দেয় ৷ পুলিশ এসে সুশীলকে হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ ঘটনার পর থেকেই পলাতক বিমল ৷ ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷
এ বিষয়ে সুশীলের আত্মীয় গনেশ সরেন জানান, সুশীলের ভাগ্নে সাইকেলটি তাঁর কাছে রেখে দিল্লিতে কাজে গিয়েছে ৷ সুশীলই সাইকেলটি দেখাশোনা করেন ৷ গতকাল সন্ধ্যায় সুশীলকে না জানিয়ে বিমল সাইকেল নিয়ে বাইরে যায় ৷ বিমল ফেরার পর দু'ভাইয়ের মধ্যে বচসা বাধে ৷ রাগের মাথায় বিমল ছুরি জাতীয় জিনিস দিয়ে সুশীলের বুকে আঘাত করে ৷
গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু জানান, অভিযুক্ত বিমল বেসরা পলাতক । প্রাথমিক ভাবে অনুমান, রাগের বশেই খুন । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।