ETV Bharat / state

সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা বলে দাবি পরিবারের

author img

By

Published : Jul 9, 2021, 9:20 PM IST

দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার কৃষ্ণগর এলাকায় সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ আত্মহত্যা বলে দাবি পরিবারের ৷ ঋণের দায়েই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করছেন পরিবারের সদস্যরা ৷

hanged body of civic volunteer found in Patiram
সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা বলে দাবি পরিবারের

পতিরাম, 9 জুলাই : বাড়িতেই উদ্ধার হল এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মঘাতী হয়েছে ৷ মৃতের নাম খোক ঘোষ ৷ বয়স 29 বছর ৷ বৃহস্পতবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার কৃষ্ণগর এলাকায় ৷

আরও পড়ুন : ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, শ্য়ালকের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার বাবার

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ার পতিরাম থানায় কর্মরত ছিলেন ৷ ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ৷ শুক্রবার মৃতের শ্বশুর বিনয় রায় এই প্রসঙ্গে বলেন, ‘‘আমার জামাই ঋণের দায়ে অবসাদে ভুগছিল ৷ মেয়ে আমার বাড়িতেই ছিল। গতকাল রাতে অনেকক্ষণ মেয়ের সঙ্গে ফোনেও কথা বলে জামাই ৷ আজ সকালে জানতে পারি, সে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে ৷’’

hanged body of civic volunteer found in Patiram
প্রয়াত সিভিক ভলান্টিয়ার খোকন ঘোষ ৷

আরও পড়ুন : শালবনীর কোবরা ক্য়াম্পে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার

ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পতিরাম থানার পুলিশ ৷ তারাই দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠায় ৷ সহকর্মীর এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ পতিরাম থানা অন্য পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা ৷ থানার তরফে জানানো হয়েছে, একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷ প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই এ বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে ৷

পতিরাম, 9 জুলাই : বাড়িতেই উদ্ধার হল এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, তিনি আত্মঘাতী হয়েছে ৷ মৃতের নাম খোক ঘোষ ৷ বয়স 29 বছর ৷ বৃহস্পতবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার কৃষ্ণগর এলাকায় ৷

আরও পড়ুন : ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, শ্য়ালকের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার বাবার

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ার পতিরাম থানায় কর্মরত ছিলেন ৷ ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ৷ শুক্রবার মৃতের শ্বশুর বিনয় রায় এই প্রসঙ্গে বলেন, ‘‘আমার জামাই ঋণের দায়ে অবসাদে ভুগছিল ৷ মেয়ে আমার বাড়িতেই ছিল। গতকাল রাতে অনেকক্ষণ মেয়ের সঙ্গে ফোনেও কথা বলে জামাই ৷ আজ সকালে জানতে পারি, সে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে ৷’’

hanged body of civic volunteer found in Patiram
প্রয়াত সিভিক ভলান্টিয়ার খোকন ঘোষ ৷

আরও পড়ুন : শালবনীর কোবরা ক্য়াম্পে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার

ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পতিরাম থানার পুলিশ ৷ তারাই দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠায় ৷ সহকর্মীর এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ পতিরাম থানা অন্য পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা ৷ থানার তরফে জানানো হয়েছে, একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷ প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই এ বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.