বালুরঘাট, 19 মার্চ : কোরোনা মোকাবিলায় এবার দক্ষিণ দিনাজপুরে খোলা হল কোয়ারেন্টাইন । দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলার তিনটি ITI কলেজ ও একটি মেয়েদের হোস্টেলে খোলা হল কোয়ারেন্টাইন । যেখানে মোট 264টি বেডের ব্যবস্থা রয়েছে । ঘন জনবসতি থেকে দূরে এই কোয়ারেন্টাইন খোলা হয়েছে বলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন ।
ইতিমধ্যে পৃথিবীর 137টি দেশে থাবা বসিয়েছে এই মারণ রোগ কোরোনা । ভারতে এই রোগের আক্রমণে চারজনের মৃত্যু হয়েছে। এদিকে আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে । বর্তমানে আক্রান্তের সংখ্যা 160জন ছাড়িয়েছে । মঙ্গলবার পশ্চিমবঙ্গেও বিলেত ফেরত একজনের শরীরে COVID 19 পাওয়া গেছে । রাজ্যে কোরোনা সংক্রমণের খবর জানাজানি হতেই নড়েচড়ে বসেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । কোরোনা মোকাবিলায় একযোগে কাজ করছে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন । অনেক আগেই কোরোনা মোকাবিলায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও গঙ্গারামপুর হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড । এবার যারা বিদেশ থেকে বা ভিন রাজ্য থেকে জেলায় আসবে তাদের উপর বিশেষ নজরদারি রাখতে খোলা হল চারটে কোয়ারেন্টাইন ।
জেলার তপন, হরিরামপুর, কুশমণ্ডি ITI কলেজ এবং কুমারগঞ্জের গার্লস হোস্টেলে খোলা হয়েছে কোয়ারেন্টাইন । চারটে কোয়ারেন্টাইন মিলিয়ে প্রায় 264টি বেড রয়েছে । যেখানে বাইরে থেকে আসা জেলার প্রত্যেককে বিশেষ নজরদারিতে রাখা হবে । এই কোয়ারেন্টাইনগুলিতে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসকরাও থাকবেন । এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, যারা বাইরে থেকে আসছে তাদের মূলত হোম আইসোলেশনে রাখা হচ্ছে । তবে এই সংখ্যাটা বেশি পরিমাণে হলে এই চারটি কোয়ারেন্টাইনে রাখা হবে । এই কোয়ারেন্টাইনগুলো মূল শহর ও জনবসতি থেকে অনেকটা দূরে তৈরি করা হয়েছে ।
মূলত কোরোনা ভাইরাস তৃতীয় থেকে ষষ্ঠ সপ্তাহে তার প্রভাব সবচেয়ে বেশি বিস্তার করছে । যা সবথেকে বেশি চিন্তার । তাই আগামী তিন থেকে চার সপ্তাহ সচেতন থাকার গুরুত্ব বেশি । যেসব মানুষ ভিন রাজ্যে বা ভিনদেশে গিয়েছিলেন, তারা ফিরছেন ৷ তাদের সঙ্গে সঙ্গে চিহ্নিত করে কাউন্সিলিং ও হোম আইসোলেশন না করা গেলেই সমূহ বিপদ । তাই বাইরে থেকে আসা ব্যাক্তিদের আইসোলেশন রাখার জন্য কোয়ারেন্টাইন খোলা হয়েছে । অন্যদিকে, এবিষয়ে জেলাশাসক নিখিল নির্মল জানান, জেলায় মোট চারটে কোয়ারেন্টাইন খোলা হয়েছে । যেখানে আড়াইশোর বেশি বেড রয়েছে । কোরোনা মোকাবিলায় সবরকম সর্তকতা অবলম্বন করছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ।