ETV Bharat / state

তপনে একই পরিবারে 5 জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নমুনা সংগ্রহ - Forensic team

8 নভেম্বর(রবিবার) সকালে তপন ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ উদ্ধার হয় । এর মধ্যে চারজনের রক্তাক্ত মৃতদেহ ও একজনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ ।

Forensic team to collect samples from the house at tapan
তপনের জামালপুর কাণ্ডের নমুনা সংগ্রহে ফরেনসিক দল
author img

By

Published : Nov 14, 2020, 7:33 AM IST

Updated : Nov 14, 2020, 2:34 PM IST

তপন, 14 নভেম্বর : তপনের জামালপুরে সপরিবারে মৃত অণু বর্মণের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলেন ফরেনসিক দলের প্রতিনিধিরা। গতকাল ফরেনসিক দলের পাশাপাশি ঘটনাস্থানে ছিলেন তপন থানার OC সৎকার সাংবো, মামলার তদন্তকারী পুলিশ অফিসারসহ অন্য পুলিশকর্মীরা ।

8 নভেম্বর(রবিবার) সকালে তপন ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ উদ্ধার হয় । এর মধ্যে চারজনের রক্তাক্ত মৃতদেহ ও একজনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ । পাঁচজনকেই খুন করা হয়েছে বলে দাবি পরিবার ও স্থানীয়দের । এদিকে মৃত অণু বর্মণের ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যেই পুলিশের কাছে এসে পৌঁছেছে । যেখানে অণুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে ।

ফরেনসিক দলের সদস্যরা অণুর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সোনার আংটি ও একটি কানের দুল উদ্ধার করেছেন । তবে কোনও টাকা পয়সা পাওয়া যায়নি ৷ এছাড়াও একটি কাগজ উদ্ধার করা হয়েছে যেখানে বাড়ি তৈরির হিসেব লেখা রয়েছে । সেই লেখা অণুর কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা । এছাড়াও অণু বর্মণের নিজের সই করা একটি প্যান কার্ডের আবেদনপত্র এক গ্রামবাসী পুলিশের কাছে জমা দিয়েছেন ।

পাশাপাশি তল্লাশি চালিয়ে অণুর ঘর থেকে দু'টি নীল বোতল উদ্ধার করা হয়েছে । যা দেখে সন্দেহ হয় ফরেনসিক দলের সদস্যদের । তাঁরা সেই বোতলটি উদ্ধার করে হাতের ছাপসহ প্রাথমিকভাবে ওই বোতলের নমুনা সংগ্রহ করে রাখেন ।

তপনে একই পরিবারে 5 জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নমুনা সংগ্রহ

অণু বর্মণের বাড়িঘর, জমিজমা ও সম্পত্তির হিসেব নিয়ে কিছুটা ধন্দে পড়েন তাঁরা । একটি পরিবারের সকলের কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখছে সেই তদন্তকারী দল । এবিষয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, " ফরেনসিক দল পরীক্ষা নিরীক্ষা করেছে । উদ্ধার হওয়া কাগজে হাতের লেখা অণু বর্মনের কি না তা খতিয়ে দেখা হচ্ছে । এছাড়াও ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে । যেখানে উল্লেখ রয়েছে অণু বর্মণ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে । পুরো ঘটনাটির তদন্ত চলছে ।"

তপন, 14 নভেম্বর : তপনের জামালপুরে সপরিবারে মৃত অণু বর্মণের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলেন ফরেনসিক দলের প্রতিনিধিরা। গতকাল ফরেনসিক দলের পাশাপাশি ঘটনাস্থানে ছিলেন তপন থানার OC সৎকার সাংবো, মামলার তদন্তকারী পুলিশ অফিসারসহ অন্য পুলিশকর্মীরা ।

8 নভেম্বর(রবিবার) সকালে তপন ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ উদ্ধার হয় । এর মধ্যে চারজনের রক্তাক্ত মৃতদেহ ও একজনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ । পাঁচজনকেই খুন করা হয়েছে বলে দাবি পরিবার ও স্থানীয়দের । এদিকে মৃত অণু বর্মণের ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যেই পুলিশের কাছে এসে পৌঁছেছে । যেখানে অণুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে ।

ফরেনসিক দলের সদস্যরা অণুর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সোনার আংটি ও একটি কানের দুল উদ্ধার করেছেন । তবে কোনও টাকা পয়সা পাওয়া যায়নি ৷ এছাড়াও একটি কাগজ উদ্ধার করা হয়েছে যেখানে বাড়ি তৈরির হিসেব লেখা রয়েছে । সেই লেখা অণুর কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা । এছাড়াও অণু বর্মণের নিজের সই করা একটি প্যান কার্ডের আবেদনপত্র এক গ্রামবাসী পুলিশের কাছে জমা দিয়েছেন ।

পাশাপাশি তল্লাশি চালিয়ে অণুর ঘর থেকে দু'টি নীল বোতল উদ্ধার করা হয়েছে । যা দেখে সন্দেহ হয় ফরেনসিক দলের সদস্যদের । তাঁরা সেই বোতলটি উদ্ধার করে হাতের ছাপসহ প্রাথমিকভাবে ওই বোতলের নমুনা সংগ্রহ করে রাখেন ।

তপনে একই পরিবারে 5 জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নমুনা সংগ্রহ

অণু বর্মণের বাড়িঘর, জমিজমা ও সম্পত্তির হিসেব নিয়ে কিছুটা ধন্দে পড়েন তাঁরা । একটি পরিবারের সকলের কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখছে সেই তদন্তকারী দল । এবিষয়ে পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, " ফরেনসিক দল পরীক্ষা নিরীক্ষা করেছে । উদ্ধার হওয়া কাগজে হাতের লেখা অণু বর্মনের কি না তা খতিয়ে দেখা হচ্ছে । এছাড়াও ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে । যেখানে উল্লেখ রয়েছে অণু বর্মণ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে । পুরো ঘটনাটির তদন্ত চলছে ।"

Last Updated : Nov 14, 2020, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.