বালুরঘাট, 25 জুলাই : বালুরঘাটের অরিজিৎ ঘোষকে করোনার ভ্যাকসিনের দু‘টো আলাদা ডোজ় দেওয়া হয়েছে ৷ আতঙ্কে ভুগছেন তিনি । এখন কী করণীয় বুঝতে পারছেন না ৷ সমস্যা সমাধানে স্বাস্থ্য দফতরের সাহায্য চাইছেন তিনি ৷
বালুরঘাটের মাস্টার পাড়ার বাসিন্দা বিদ্যুৎ দফতরের ঠিকা কর্মী অরিজিৎ ঘোষ । 27 এপ্রিল বালুরঘাট জেলা হাসপাতাল থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ় নেন তিনি । সেদিন তাঁকে কোভিশিল্ড দেওয়া হয় । 6 জুন দ্বিতীয় ডোজ় নেন । দ্বিতীয় ডোজ় নেওয়ার দু'দিন পর তাঁর মোবাইলে ভ্যাকসিন নেওয়ার সরকারি মেসেজ আসে । এতেই সন্দেহ হয় অরিজিতের । সাধারণ নিয়মে দ্বিতীয় ডোজ় নেওয়ার পর ওই মেসেজ আসার কথা না ৷ এর পর দ্রুত ভ্যাকসিনের সার্টিফিকেট ডাউনলোড করেন তিনি । তাতেই দেখেন 6 জুন দ্বিতীয় ডোজ়ের ক্ষেত্রে তাঁকে কোভ্যাক্সিন দেওয়া হয়েছে । এর পর থেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন অরিজিৎ ঘোষ । শুরুতে ভয়ে এই ঘটনা কাউকে জানাতে পারছিলেন না তিনি ৷ দ্বিতীয় ডোজ় নেওয়ার এতদিন পরেও আতঙ্কিত তিনি ৷
অরিজিৎ ঘোষ বলেন, "দ্বিতীয় ডোজ় নেওয়ার পর থেকেই অসুস্থ বোধ করছি । ভয় পাচ্ছি কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ভেবে ! তার সুরাহাই বা কী ৷’’
আরও পড়ুন: সরকারি বিধিনিষেধ অমান্য, শহরে দুয়ারে ভ্যাকসিন; কড়া শাস্তির দাবি কলকাতা পৌরনিগমের
এই বিষয়ে স্বাস্থ্য দফতর ও বালুরঘাট হাসপাতালের সুপারকে অভিযোগ করবেন বলে জানিয়েছেন অরিজিৎ ঘোষ ৷ যদিও এখনও পর্যন্ত স্বাস্থ্য দফতরের প্রতিক্রিয়া মেলেনি ।