ETV Bharat / state

বালুরঘাটে মোবাইলের দোকানে আগুন, ক্ষতি প্রায় 10 লাখ

বালুরঘাটে আজ সকালে আগুনে মোবাইল ফোনের একটি দোকান পুড়ে যায় । আগুনে প্রায় 10 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকের দাবি ।

দক্ষিণদিনাজপুর
author img

By

Published : Aug 25, 2019, 2:05 PM IST

Updated : Aug 27, 2019, 12:11 PM IST


বালুরঘাট, ২৫ অগাস্ট: বালুরঘাট শহরের সাড়ে তিন নম্বর মোড় এলাকায় মোবাইল ফোনের দোকানে আগুন লাগে আজ সকালে । দোকানের তরফে দাবি করা হয়েছে, প্রায় ১০ লাখ টাকার মোবাইল ফোন ও কিছু নগদ টাকা পুড়ে গেছে । দমকল কর্মী ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান দমকলকর্মীদের । হতাহতের কোনও খবর নেই । আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল ও বালুরঘাট থানার পুলিশ ।

দোকানকর্মী উজ্জ্বল সাহা বলেন, "আগুন লেগেছে বলে সকালে খবর পেয়ে ছুটে আসি । খবর দেওয়া হয় বালুরঘাট থানায় ও দমকলে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের একটি ইঞ্জিন । প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে । প্রায় 10 লাখ টাকার মোবাইল ফোন ও কিছু টাকা দোকানে পুড়ে গেছে । "

বালুরঘাট দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে । তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ।"

দেখুন ভিডিয়ো


বালুরঘাট, ২৫ অগাস্ট: বালুরঘাট শহরের সাড়ে তিন নম্বর মোড় এলাকায় মোবাইল ফোনের দোকানে আগুন লাগে আজ সকালে । দোকানের তরফে দাবি করা হয়েছে, প্রায় ১০ লাখ টাকার মোবাইল ফোন ও কিছু নগদ টাকা পুড়ে গেছে । দমকল কর্মী ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান দমকলকর্মীদের । হতাহতের কোনও খবর নেই । আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল ও বালুরঘাট থানার পুলিশ ।

দোকানকর্মী উজ্জ্বল সাহা বলেন, "আগুন লেগেছে বলে সকালে খবর পেয়ে ছুটে আসি । খবর দেওয়া হয় বালুরঘাট থানায় ও দমকলে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের একটি ইঞ্জিন । প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে । প্রায় 10 লাখ টাকার মোবাইল ফোন ও কিছু টাকা দোকানে পুড়ে গেছে । "

বালুরঘাট দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে । তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ।"

দেখুন ভিডিয়ো
Intro:কর্মীর চোখের সামনে পুড়ল দোকানের ১০ লাখ টাকার মোবাইল, শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান।।

বালুরঘাট, ২৫ আগস্ট: দোকান খুলতে এসে দেখে ভেতরে দাউ দাউ করে জ্বলছে সব। দোকান খুলতেই ভেতরের ধোঁয়া বাইরে বেরতে থাকে। ততক্ষণে আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে যায় জিও স্টোর মোবাইলের দোকানটি। রবিবার সকালে আগুন লাগার ঘটনাটা ঘটে বালুরঘাট শহরের সাড়ে তিন নম্বর মোড় এলাকায়।এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মী ও স্থানীয়দের কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান দমকল কর্মীদের। তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। গোটা ঘটনা খতিয়ে দেখছে দমকল ও বালুরঘাট থানার পুলিশ।

জানা গেছে, রোজকার মত গতকালও দোকান বন্ধ করে গিয়েছিলেন দোকানের কর্মী উজ্জ্বল সাহা। আজ সকালে হঠাৎ খবর পান দোকানে আগুন লাগার। সঙ্গে সঙ্গে তিনি দোকানে আসে। দোকান খুলতেই আগুনের লেলিহান শিখার সঙ্গে ধোঁয়া বেরতে থাকে। ধোঁয়ার কারনে দোকানের ভেতর প্রবেশ করা মুশকিল হচ্ছিল। দেরি না করে খবর দেওয়া হয় বালুরঘাট থানা ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। এদিকে ততক্ষণে পুরে গেছে জিও স্টোরের ভেতরে থাকা মোবাইল সহ অন্যান্য মোবাইল সামগ্রী এবং নগদ টাকা। এদিকে ঘটনার খবর দেওয়া হয় জিও স্টোরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।
আগুনে কতটা কি পুড়ে গেছে তা এখুনি বলা না গেলেও প্রায় ১০ লাখ টাকার মোবাইল সহ অন্যান্য সামগ্রী ভেতরে ছিল। সেই সব পুড়ে গেছে বলে অনুমান। এমনকি নগদ টাকাও পুড়ে গেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ও দমকল। এদিকে অল্পের জন্য রক্ষা পায় পার্শ্ববর্তী দোকান।

এবিষয়ে দোকানকর্মী উজ্জল সাহা জানান, দোকান খুলতে এসে দেখেন ধোঁয়া। পাশের দোকানদাররা বলেই আগুন লেগেছে মনে হয়। দোকান খুলে ভেতরে দেখেন সব কিছু জ্বলছে। খবর দেওয়া হয় দমকলে। শর্ট সার্কিট থেকেই।আগুন লেগেছে বলে অনুমান। ইনভার্টার জ্বলছিল। কয়েক দিন ধরেই ভোল্টেজ কম বেশি করছিল। ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার জিনিস পুড়ে গেছে।

অন্য দিকে এবিষয়ে বালুরঘাট দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, কি থেকে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তব্র প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : Aug 27, 2019, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.