বালুরঘাট, ২৫ অগাস্ট: বালুরঘাট শহরের সাড়ে তিন নম্বর মোড় এলাকায় মোবাইল ফোনের দোকানে আগুন লাগে আজ সকালে । দোকানের তরফে দাবি করা হয়েছে, প্রায় ১০ লাখ টাকার মোবাইল ফোন ও কিছু নগদ টাকা পুড়ে গেছে । দমকল কর্মী ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান দমকলকর্মীদের । হতাহতের কোনও খবর নেই । আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল ও বালুরঘাট থানার পুলিশ ।
দোকানকর্মী উজ্জ্বল সাহা বলেন, "আগুন লেগেছে বলে সকালে খবর পেয়ে ছুটে আসি । খবর দেওয়া হয় বালুরঘাট থানায় ও দমকলে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের একটি ইঞ্জিন । প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে । প্রায় 10 লাখ টাকার মোবাইল ফোন ও কিছু টাকা দোকানে পুড়ে গেছে । "
বালুরঘাট দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে । তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ।"