ETV Bharat / state

কোরোনা নিয়ে তথ্য গোপন করছে রাজ্য সরকার, বিক্ষোভ বামেদের - coronavirus

সাধারণ মানুষকে কোরোনা নিয়ে প্রকৃত তথ্য জানাক রাজ্য সরকার । আজ মোট নয় দফা দাবিতে বালুরঘাট ও গঙ্গারামপুর-সহ জেলাজুড়ে বিক্ষোভে সামিল হল বামেরা ।

বালুরঘাট
বালুরঘাট
author img

By

Published : Apr 30, 2020, 8:14 PM IST

বালুরঘাট, 30 এপ্রিল : কোরোনা নিয়ে রাজ্য সরকার তথ্য গোপন করছে । এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । তাই সাধারণ মানুষকে প্রকৃত তথ্য জানাতে হবে । আজ নয় দফা দাবিতে বালুরঘাট ও গঙ্গারামপুর সহ জেলাজুড়ে বিক্ষোভে সামিল হল জেলা বামফ্রন্ট । আজ সকালে বালুরঘাট সাধনা মোড় থেকে বালুরঘাট বাসস্ট্যান্ড পর্যন্ত বামফ্রন্টের তরফে সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানানো হয় । পরে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে বালুরঘাট যুবশ্রীমোড় এলাকায় একই দাবিতে প্রতিবাদ জানানো হয় ।

দেশেও কোরোনা আক্রান্তের সংখ্যা 33 হাজার ছাড়িয়েছে । মৃতের সংখ্যাও এক হাজার ছাড়িয়েছে । এরাজ্যেও আক্রান্তের সংখ্যা 600 ছাড়িয়েছে । মৃতের সংখ্যা 33 । অভিযোগ, রাজ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বেশি হলেও রাজ্য সরকারের পক্ষ থেকে সেই তথ্য গোপন করা হচ্ছে । কোরোনা নিয়ে সব তথ্য গোপন করছে রাজ্য সরকার । এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে । এদিকে লকডাউনের মধ্যে বাড়ছে রেশন দুর্নীতি । সাধারণ মানুষ অনাহারে থাকছে । এমন সময় কোরোনা নিয়ে কোনও মিথ্যে তথ্য নয়, সঠিক তথ্য জানতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্ট ।

বালুরঘাটে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন RSP-র রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরি, RSP নেতা বিমলেন্দু সরকার সহ অন্যরা । গঙ্গারামপুরে বিক্ষোভের নেতৃত্ব দেন CPI(M)-এর জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস-সহ অন্যরা ।

এবিষয়ে বিশ্বনাথ চৌধুরি বলেন, "কোরোনা নিয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা যখন বাড়ছে তখন রাজ্য সরকার কোরোনা নিয়ে ভুল তথ্য প্রকাশ করছে । শুধুমাত্র ভুল তথ্য প্রকাশ নয়, কোরোনা নিয়ে সঠিক তথ্য গোপন করা হচ্ছে ।" তাই সঠিক তথ্য প্রকাশের দাবিতে তাঁরা আজ প্রতিবাদে সামিল হয়েছেন বলে জানিয়েছেন তিনি ।

বালুরঘাট, 30 এপ্রিল : কোরোনা নিয়ে রাজ্য সরকার তথ্য গোপন করছে । এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । তাই সাধারণ মানুষকে প্রকৃত তথ্য জানাতে হবে । আজ নয় দফা দাবিতে বালুরঘাট ও গঙ্গারামপুর সহ জেলাজুড়ে বিক্ষোভে সামিল হল জেলা বামফ্রন্ট । আজ সকালে বালুরঘাট সাধনা মোড় থেকে বালুরঘাট বাসস্ট্যান্ড পর্যন্ত বামফ্রন্টের তরফে সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানানো হয় । পরে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে বালুরঘাট যুবশ্রীমোড় এলাকায় একই দাবিতে প্রতিবাদ জানানো হয় ।

দেশেও কোরোনা আক্রান্তের সংখ্যা 33 হাজার ছাড়িয়েছে । মৃতের সংখ্যাও এক হাজার ছাড়িয়েছে । এরাজ্যেও আক্রান্তের সংখ্যা 600 ছাড়িয়েছে । মৃতের সংখ্যা 33 । অভিযোগ, রাজ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বেশি হলেও রাজ্য সরকারের পক্ষ থেকে সেই তথ্য গোপন করা হচ্ছে । কোরোনা নিয়ে সব তথ্য গোপন করছে রাজ্য সরকার । এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে । এদিকে লকডাউনের মধ্যে বাড়ছে রেশন দুর্নীতি । সাধারণ মানুষ অনাহারে থাকছে । এমন সময় কোরোনা নিয়ে কোনও মিথ্যে তথ্য নয়, সঠিক তথ্য জানতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্ট ।

বালুরঘাটে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন RSP-র রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরি, RSP নেতা বিমলেন্দু সরকার সহ অন্যরা । গঙ্গারামপুরে বিক্ষোভের নেতৃত্ব দেন CPI(M)-এর জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস-সহ অন্যরা ।

এবিষয়ে বিশ্বনাথ চৌধুরি বলেন, "কোরোনা নিয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা যখন বাড়ছে তখন রাজ্য সরকার কোরোনা নিয়ে ভুল তথ্য প্রকাশ করছে । শুধুমাত্র ভুল তথ্য প্রকাশ নয়, কোরোনা নিয়ে সঠিক তথ্য গোপন করা হচ্ছে ।" তাই সঠিক তথ্য প্রকাশের দাবিতে তাঁরা আজ প্রতিবাদে সামিল হয়েছেন বলে জানিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.