বালুরঘাট, 10 সেপ্টেম্বর : শিক্ষামন্ত্রী হয় চাকরি দিন নয় তো বিষ খাওয়ার অনুমতি দিন । বুধবার বালুরঘাটে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে DI-কে ডেপুটেশন দিতে এসে এমনটাই জানালেন SSC চাকরি পদপ্রার্থীরা । দ্রুত বিজ্ঞপ্তি জারি করে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিযুক্ত না করা হলে আগামীদিনে রাজপথে নামবেন বলে জানিয়েছেন তারা । প্রয়োজন হলে আমরণ অনশন করবেন বলেও আন্দোলনকারীরা জানিয়েছেন ।
শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় 50 হাজার প্রশিক্ষণার্থী রয়েছে । জেলায় 10 টি বি.এড কলেজ রয়েছে । যেখান থেকে গড়ে প্রত্যেক বছর 1 হাজার জন প্রশিক্ষণ নিচ্ছে । গোটা রাজ্যে এই পরিসংখ্যানটা প্রায় 4 লাখের উপর । অভিযোগ, 2016 সালের পর থেকে SSC-র মাধ্যমে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে । দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলছে । বারবার শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীকে SSC পরীক্ষার দাবি জানালেও হয়নি কোনও লাভ । এর ফলে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন বি.এড প্রশিক্ষণার্থীরা ।
বর্তমানে SSC-র মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে মামলা, কোরোনা ও লকডাউনের অজুহাত দেখানো হচ্ছে । যদিও এক্ষেত্রে মামলা দায়ের হয়নি বলেই অভিযোগ চাকরি প্রার্থীদের । প্রত্যেক বছর SSC পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ সহ মোট 7 দফা দাবিতে আজ দুপুরে বালুরঘাটে জেলার স্কুল পরিদর্শক মাধ্যমিক ডেপুটেশন ওয়েস্ট বেঙ্গল SLST ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল টিচার্স জব ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের সদস্যরা । এদিকে ডেপুটেশন দেওয়ার আগে বালুরঘাট হাসপাতাল মোড় থেকে রঘুনাথপুর এলাকায় সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয় ।
এ বিষয়ে আন্দোলনকারী রিঙ্কু মজুমদার বলেন, "বহুদিন ধরে আমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে বসে আছি । প্রত্যন্ত এই জেলায় কোনও বিকল্প কাজ নেই । লাখ লাখ টাকা খরচ করে বি.এড এর প্রশিক্ষণ নিয়েছি । এদিকে দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় বসে থাকায় তারা পরিবারের পাশে দাঁড়াতে পারছি না । শিক্ষামন্ত্রী হয় চাকরি দিক তা না হলে বিষ পানের অনুমতি দিক ।"