ETV Bharat / state

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ভাইপোর হাতে খুন কাকী ? দেহ উদ্ধারের পর তদন্তে পুলিশ - MURDER

সোমবার জ্যোৎস্না, তাঁর ভাসুরের ছেলে সুভাস পাহানকে নিয়ে বিয়ে বাড়িতে যান । মঙ্গলবার রেল স্টেশনের মাঠে ওই গৃহবধূকে মৃত অবস্থায় পাওয়া যায় । জ্যোৎস্না পাহান পেশায়, রান্নার যোগানদার । দীর্ঘদিন ধরে ভাসুরের ছেলে সুভাস পাহানের সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ।

দেহ উদ্ধারের পর তদন্তে পুলিশ
দেহ উদ্ধারের পর তদন্তে পুলিশ
author img

By

Published : Mar 16, 2021, 10:55 PM IST

বংশীহারী, 16 মার্চ : দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভায় রেল স্টেশনের দক্ষিণ পাশের মাঠে গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় । মৃতা জ্যোৎস্না পাহান (82), দক্ষিণ বুনিয়াদপুরের বাসিন্দা । ঘটনাস্থলে এসে বংশীহারি থানার পুলিশ একটি চাকু, লাইটার, একজোড়া জুতো, মদের বোতল এবং ব্যাগ উদ্ধার করে । মৃতের পেটে এবং হাতে ছুরির আঘাত রয়েছে বলে পুলিশ সুত্রে খবর । মৃতদেহ ময়না তদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে ।

সোমবার জ্যোৎস্না, তাঁর ভাসুরের ছেলে সুভাস পাহানকে নিয়ে বিয়ে বাড়িতে যান । মঙ্গলবার রেল স্টেশনের মাঠে ওই গৃহবধূকে মৃত অবস্থায় পাওয়া যায় । জ্যোৎস্না পাহান পেশায়, রান্নার যোগানদার । দীর্ঘদিন ধরে ভাসুরের ছেলে সুভাস পাহানের সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ।সম্পর্কের কথা মেনে নিতে পারেননি মৃতার মেয়ে । এই নিয়ে মেয়ে এবং মায়ের সঙ্গে বিবাদ লেগেই থাকতো এবং মেয়ে তাঁর মাকে জানিয়ে দেয় সুভাস যেন তাঁদের বাড়িতে না আসেন । বিয়ে বাড়িতে দুজনের একসঙ্গে যাওয়াকে মেনে নিতে পারেননি মেয়ে সহ পরিবারের লোকজন । এলাকাবাসীদের অনুমান অবৈধ সম্পর্কের জেরেই খুন হতে হয় ওই গৃহবধূকে । সুভাস পাহান বর্তমানে পলাতক । পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে ।

আরও পড়ুন : প্রার্থী না করায় দল ছাড়লেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য

গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দীপ কুমার দাস জানান, বুনিয়াদপুরে একটি মাঠে মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছে । পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে । বংশীহারী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

বংশীহারী, 16 মার্চ : দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভায় রেল স্টেশনের দক্ষিণ পাশের মাঠে গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় । মৃতা জ্যোৎস্না পাহান (82), দক্ষিণ বুনিয়াদপুরের বাসিন্দা । ঘটনাস্থলে এসে বংশীহারি থানার পুলিশ একটি চাকু, লাইটার, একজোড়া জুতো, মদের বোতল এবং ব্যাগ উদ্ধার করে । মৃতের পেটে এবং হাতে ছুরির আঘাত রয়েছে বলে পুলিশ সুত্রে খবর । মৃতদেহ ময়না তদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে ।

সোমবার জ্যোৎস্না, তাঁর ভাসুরের ছেলে সুভাস পাহানকে নিয়ে বিয়ে বাড়িতে যান । মঙ্গলবার রেল স্টেশনের মাঠে ওই গৃহবধূকে মৃত অবস্থায় পাওয়া যায় । জ্যোৎস্না পাহান পেশায়, রান্নার যোগানদার । দীর্ঘদিন ধরে ভাসুরের ছেলে সুভাস পাহানের সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ।সম্পর্কের কথা মেনে নিতে পারেননি মৃতার মেয়ে । এই নিয়ে মেয়ে এবং মায়ের সঙ্গে বিবাদ লেগেই থাকতো এবং মেয়ে তাঁর মাকে জানিয়ে দেয় সুভাস যেন তাঁদের বাড়িতে না আসেন । বিয়ে বাড়িতে দুজনের একসঙ্গে যাওয়াকে মেনে নিতে পারেননি মেয়ে সহ পরিবারের লোকজন । এলাকাবাসীদের অনুমান অবৈধ সম্পর্কের জেরেই খুন হতে হয় ওই গৃহবধূকে । সুভাস পাহান বর্তমানে পলাতক । পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে ।

আরও পড়ুন : প্রার্থী না করায় দল ছাড়লেন বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য

গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দীপ কুমার দাস জানান, বুনিয়াদপুরে একটি মাঠে মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছে । পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে । বংশীহারী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.