ETV Bharat / state

গ্রাহকদের হয়রানির অভিযোগ, গোপালগঞ্জ সাব পোস্ট অফিসে ডেপুটেশন BJP-র - কুমারগঞ্জের BJP- র খবর

অভিযোগ, সাব পোস্ট অফিস হলেও এখানে গ্রাহকদের বিভিন্ন ক্ষেত্রে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। নতুন অ্যাকাউন্ট করা থেকে বই প্রিন্টিং একাধিক সমস্যা রয়েছে এই পোস্ট অফিসে । বিগত দু'মাস ধরে সমস্যা আরও চরম আকার ধারণ করেছে ।

গোপালগঞ্জ পোস্ট অফিস
গোপালগঞ্জ পোস্ট অফিস
author img

By

Published : Sep 26, 2020, 9:50 PM IST

কুমারগঞ্জ, 26 সেপ্টেম্বর : অকারণে গ্রাহকদের হয়রানি করছে পোস্ট অফিস কর্তৃপক্ষ । ঠিক মতো পরিষেবা না পাওয়ার ফলে সমস্যায় পড়ছেন এলাকার সাধারণ মানুষ । এমন অভিযোগ তুলে শনিবার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ সাব পোস্ট অফিসে ডেপুটেশন দিল BJP । আজ মোট 12 দফা দাবিতে গোপালগঞ্জ সাব পোস্ট অফিসের আধিকারিককে ডেপুটেশন দেয় কুমারগঞ্জ BJP । ডেপুটেশন কর্মসূচিতে ছিলেন কুমারগঞ্জের BJP নেতা রজত ঘোষ-সহ অন্য নেতৃত্বরা।

প্রসঙ্গত, কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ সাব-পোস্ট অফিসের অধীনে 16 টি ব্রাঞ্চ পোস্ট অফিস রয়েছে । প্রত্যেকদিন কমবেশি শতাধিক লোক গোপালগঞ্জ পোস্ট অফিসে আসেন । অভিযোগ, সাব পোস্ট অফিস হলেও এখানে গ্রাহকদের বিভিন্ন ক্ষেত্রে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। নতুন অ্যাকাউন্ট করা থেকে বই প্রিন্টিং একাধিক সমস্যা রয়েছে এই পোস্ট অফিসে । বিগত দু'মাস ধরে সমস্যা আরও চরম আকার ধারণ করেছে । এই অবস্থায় আজ কুমারগঞ্জ BJP-র পক্ষ থেকে মোট 12 দফা দাবিতে পোস্ট অফিস কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়া হয় । যদিও পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বস্ত করেন পোস্ট অফিসের আধিকারিকরা ।

South Dinajpur news
পোস্ট অফিসে BJP কর্মীদের ডেপুটেশন

এবিষয়ে কুমারগঞ্জের BJP নেতা রজত ঘোষ জানান, দীর্ঘদিন ধরে এইসব পোস্ট অফিসে গ্রাহকরা হয়রানির সম্মুখীন হচ্ছে । কেন্দ্রের অধীনস্থ পোস্ট অফিসে সব রকম সুবিধা থাকলেও তা পাচ্ছেন না এলাকার সাধারণ মানুষ । তাই আজ মোট 12 দফা দাবিতে ডেপুটেশন দেন তাঁরা।

অন্যদিকে গোপালগঞ্জ সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টার সতীশচন্দ্র সরকার জানান, “বিগত দু'মাস ধরে লিঙ্ক নেই পোস্ট অফিসে । এর ফলে নতুন অ্যাকাউন্ট তৈরি থেকে অন্যান্য কাজ করা যাচ্ছে না । আজকে যে দাবি গুলি রয়েছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব ।” পাশাপাশি, যাঁরা ডেপুটেশন দিতে এসেছিলেন তাঁরা তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন বলেও অভিযোগ করেন সতীশবাবু।

কুমারগঞ্জ, 26 সেপ্টেম্বর : অকারণে গ্রাহকদের হয়রানি করছে পোস্ট অফিস কর্তৃপক্ষ । ঠিক মতো পরিষেবা না পাওয়ার ফলে সমস্যায় পড়ছেন এলাকার সাধারণ মানুষ । এমন অভিযোগ তুলে শনিবার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ সাব পোস্ট অফিসে ডেপুটেশন দিল BJP । আজ মোট 12 দফা দাবিতে গোপালগঞ্জ সাব পোস্ট অফিসের আধিকারিককে ডেপুটেশন দেয় কুমারগঞ্জ BJP । ডেপুটেশন কর্মসূচিতে ছিলেন কুমারগঞ্জের BJP নেতা রজত ঘোষ-সহ অন্য নেতৃত্বরা।

প্রসঙ্গত, কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ সাব-পোস্ট অফিসের অধীনে 16 টি ব্রাঞ্চ পোস্ট অফিস রয়েছে । প্রত্যেকদিন কমবেশি শতাধিক লোক গোপালগঞ্জ পোস্ট অফিসে আসেন । অভিযোগ, সাব পোস্ট অফিস হলেও এখানে গ্রাহকদের বিভিন্ন ক্ষেত্রে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। নতুন অ্যাকাউন্ট করা থেকে বই প্রিন্টিং একাধিক সমস্যা রয়েছে এই পোস্ট অফিসে । বিগত দু'মাস ধরে সমস্যা আরও চরম আকার ধারণ করেছে । এই অবস্থায় আজ কুমারগঞ্জ BJP-র পক্ষ থেকে মোট 12 দফা দাবিতে পোস্ট অফিস কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়া হয় । যদিও পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বস্ত করেন পোস্ট অফিসের আধিকারিকরা ।

South Dinajpur news
পোস্ট অফিসে BJP কর্মীদের ডেপুটেশন

এবিষয়ে কুমারগঞ্জের BJP নেতা রজত ঘোষ জানান, দীর্ঘদিন ধরে এইসব পোস্ট অফিসে গ্রাহকরা হয়রানির সম্মুখীন হচ্ছে । কেন্দ্রের অধীনস্থ পোস্ট অফিসে সব রকম সুবিধা থাকলেও তা পাচ্ছেন না এলাকার সাধারণ মানুষ । তাই আজ মোট 12 দফা দাবিতে ডেপুটেশন দেন তাঁরা।

অন্যদিকে গোপালগঞ্জ সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টার সতীশচন্দ্র সরকার জানান, “বিগত দু'মাস ধরে লিঙ্ক নেই পোস্ট অফিসে । এর ফলে নতুন অ্যাকাউন্ট তৈরি থেকে অন্যান্য কাজ করা যাচ্ছে না । আজকে যে দাবি গুলি রয়েছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব ।” পাশাপাশি, যাঁরা ডেপুটেশন দিতে এসেছিলেন তাঁরা তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন বলেও অভিযোগ করেন সতীশবাবু।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.