গঙ্গারামপুর, 31 মার্চ : বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের গঙ্গারামপুর টাউন সভাপতি অশোক বর্ধন । মঙ্গলবার বিকেলে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বিজেপি কার্যালয়ের সামনে একটি যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় ৷ তাদের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন তৃণমূল দল ত্যাগী অশোক বর্ধনসহ প্রায় 1800 কর্মী ৷
অনেকদিন ধরে তৃণমূল করে আসছিলেন গঙ্গারামপুর টাউন সভাপতি অশোক বর্ধন ৷ সেই সঙ্গে গঙ্গারামপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন । তিনি জানান, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র থাকার কারণে পুরসভার কাজকর্ম করতে অসুবিধা হচ্ছিল বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন । তাই বিজেপির জেলা সভাপতি এবং সাংসদের উপস্থিতিতে দলীয় পতাকা তুলে নেন তিনি ৷ সঙ্গে প্রায় 1800 কর্মী বিজেপির দলীয় পতাকা তুলে নেন ।
প্রায় কয়েকবছর আগে বুনিয়াদপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছিল, ঠিক সেই সময় মুকুল রায়ের হাত ধরে সেই সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন গঙ্গারামপুর টাউন সভাপতি অশোক বর্ধন । একই কায়দায় 2021-এর নির্বাচনের আগে ফের একবার বিজেপির দলীয় পতাকা তুলে নেন অশোক বর্ধন ।
এ বিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, গঙ্গারামপুর পুরসভার কাউন্সিলর এবং সেই সঙ্গে একজন লড়াকু নেতা অশোক বর্ধন মঙ্গলবার বিজেপি কার্যালয়ে মোট 1800 কর্মী নিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন । নির্বাচনের আগে এই যোগদান গঙ্গারামপুর পুরসভা এলাকায় আরও শক্তিশালী হয়েছে । আমাদের মূল লড়াই এখন তৃণমূলের সঙ্গে । বিজেপি লোকসভা ভোটে যে মার্জিনে এসেছিল , বিধানসভা ভোটে আরও বেশি মার্জিনে জিততে হবে, এটাই আমাদের চ্যালেঞ্জ ।
আরও পড়ুন : মুকুল রায়ের হাত ধরে 20 জন চিকিৎসকের বিজেপিতে যোগদান
সদ্য বিজেপিতে যাওয়া অশোক বর্ধন বলেন,দীর্ঘদিন ধরে তৃণমূলের সাথে যুক্ত ছিলাম । গঙ্গারামপুর পুরসভাতে ঠিক মতো কাজকর্ম হচ্ছিল না ,আমি বারবার বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি । তাই আজ তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলাম । আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচুর কাজ করব বলে জানিয়েছেন বিজেপিতে যোগদান কারী অশোক বর্ধন ।