কুশমণ্ডি, 19 মে : দুটি লরির রেষারেষিতে দুর্ঘটনার জেরে গুরুতর আহত হলেন অ্যাম্বুলেন্স চালকসহ ছ'জন ৷ কুশমণ্ডি থানার আমিনপুর বটতলা এলাকার কুশমণ্ডি -বুনিয়াদপু্র রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷
আজ বুনিয়াদপু্র থেকে কুশমণ্ডির দিকে লরি দু'টি যাচ্ছিল ৷ সেই সময় উলটো দিক থেকে অ্যাম্বুলেন্সটি আসছিল ৷ হঠাৎই আমিনপুর বটতলা এলাকায় দু'টি লরির রেষারেষির জেরে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ আহত হন ছ'জন । স্থানীয় বাসিন্দারা আহতদের কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ গ্রামীণ হাসপাতাল থেকে তাঁদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ৷ চালক সহ ঘাতক লরিটিকে আটক করেছে কুশমণ্ডি থানার পুলিশ ।
এবিষয়ে এলাকার এক বাসিন্দা আনিসুর রহমান বলেন, "আমিনপুর বটতলা এলাকায় বুনিয়াদপুর থেকে দুটি লরি কুশমণ্ডির দিকে যাচ্ছিল ৷ অন্যদিকে, কুশমণ্ডি থেকে একটি অ্যাম্বুলেন্স পরিযায়ী শ্রমিকদের পরিবারকে নিয়ে গঙ্গারামপুরের দিকে যাচ্ছিল । দুটি লরির রেষারেষির কারণে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সেটির । আহত হয় 6 জন ।"