ETV Bharat / state

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের ২ শিশুর - undefined

পুকুরের জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই শিশুর। আজ দুপুরে ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের শালগ্রাম এলাকায়।

পুকুরে ডুবে মৃত্যু
author img

By

Published : Mar 30, 2019, 10:07 PM IST

Updated : Mar 30, 2019, 11:53 PM IST

বালুরঘাট, 30 মার্চ : পুকুরে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই শিশুর। নাম নন্দিতা ঘোষ (৫) ও শিবম দাস (৫)। আজ দুপুরে ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের শালগ্রাম এলাকায়। মৃত শিশুদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, মৃত নন্দিতা ও শিবম সম্পর্কে মামাতো - পিসতুতো ভাই বোন। বাড়িতে কালীপুজো উপলক্ষে নন্দিতাদের বাড়িতে পরিবারের সকলে একত্রিত হয়েছিল। বালুরঘাট লোকনাথ মিশন এলাকায় থাকত শিবম ও তার বাবা-মা। বাড়ির পাশেই ঠাকুরের কাঠামো তৈরি হচ্ছিল। সেখানেই খেলা করছিল তারা। দুপুরে পরিবারের নজর এড়িয়ে নন্দিতা ও শিবম বাড়ির পাশে পুকুরে পাড়ে যায়। এরপর কোনও ভাবে তারা দুজনেই পুকুরে পড়ে যায়।

পুকুরের জলে ডুবে মৃত্যু

দীর্ঘক্ষণ তাদের না দেখতে পেয়ে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। এরপর দুইজনের দেহ পুকুরের জলে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করে।

নন্দিতার বাবা জগন্নাথ ঘোষ ও আত্মীয় সীমা দাস বলেন, "বাড়ির পাশেই ঠাকুর তৈরির কাজ চলছিল। সেখানেই খেলা করছিল তারা। কখন যে সকলের নজর এড়িয়ে দুজনে পুকুর পাড়ে চলে গেছিল, তারা বুঝতে পারেননি। যখন নজরে আসে ততক্ষণে সব শেষ।"

এবিষয়ে বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বালুরঘাট, 30 মার্চ : পুকুরে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই শিশুর। নাম নন্দিতা ঘোষ (৫) ও শিবম দাস (৫)। আজ দুপুরে ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের শালগ্রাম এলাকায়। মৃত শিশুদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, মৃত নন্দিতা ও শিবম সম্পর্কে মামাতো - পিসতুতো ভাই বোন। বাড়িতে কালীপুজো উপলক্ষে নন্দিতাদের বাড়িতে পরিবারের সকলে একত্রিত হয়েছিল। বালুরঘাট লোকনাথ মিশন এলাকায় থাকত শিবম ও তার বাবা-মা। বাড়ির পাশেই ঠাকুরের কাঠামো তৈরি হচ্ছিল। সেখানেই খেলা করছিল তারা। দুপুরে পরিবারের নজর এড়িয়ে নন্দিতা ও শিবম বাড়ির পাশে পুকুরে পাড়ে যায়। এরপর কোনও ভাবে তারা দুজনেই পুকুরে পড়ে যায়।

পুকুরের জলে ডুবে মৃত্যু

দীর্ঘক্ষণ তাদের না দেখতে পেয়ে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। এরপর দুইজনের দেহ পুকুরের জলে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করে।

নন্দিতার বাবা জগন্নাথ ঘোষ ও আত্মীয় সীমা দাস বলেন, "বাড়ির পাশেই ঠাকুর তৈরির কাজ চলছিল। সেখানেই খেলা করছিল তারা। কখন যে সকলের নজর এড়িয়ে দুজনে পুকুর পাড়ে চলে গেছিল, তারা বুঝতে পারেননি। যখন নজরে আসে ততক্ষণে সব শেষ।"

এবিষয়ে বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Intro:৩৪ বছরে ২ লাখ কোটি টাকা ঋণ বামেদের, সেটা যদি সাধারণ মানুষের জন্য করতেন দুঃখ থাকত না: রাজীব ব্যানার্জি।।

গঙ্গারামপুর, ২৭ মার্চ: গাড়িতে করে আসার পথে দেখছি বামফ্রন্ট তাদের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখে ভোট চাইছেন। আমি তাই ভাবি এরা ভোট চায় কি করে। একটা সময় বামপন্থীরা ৩৪ বছর সময় হাতে পেয়েছিলেন। কি কাজ করেছিল। আমায় বলুন তো। ৩৪ বছর কেউ যদি শাসন করেন তাহলে প্রত্যন্ত এলাকায়ও একজনের অন্ন বস্ত্র ও বাসস্থান এবং রাস্তা ঘাটে সার্বিক উন্নয়ন পৌঁছে যাওয়া সম্ভব ছিল। কিন্তু আমরা কি দেখলাম ৩৪ বছরে একজন গরীব আরও গরীব হয়ে গেছেন। আর যে বড়লোক সে আরও বড়লোক হয়েছে। বুধবার বিকেলে গঙ্গারামপুরের সুকদেবপুরে বালুরঘাট আসনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে জনসভা থেকে বামফ্রন্ট কে কটাক্ষ করলেন অনগ্রসর কল্যাণ মন্ত্রী তথা তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি।

তিনি আরও বলেন তৃণমূলকে হারাতে সব বিরুদ্ধে একজোট হয়েছেন। সবারই লড়াই এর সাথে। যেখানে যে বিরোধী দল শক্তিশালী, সেখানে সেই দলই প্রার্থী দিয়েছেন। শুধু নামেই বামফ্রন্ট, জাতীয় কংগ্রেস ও ভারতীয় জঘণ্য পার্টি অর্থাৎ বিজেপি প্রার্থী দিয়েছেন। বিগত ৩৪ বছরে বাম নেতারা ২ লাখ কোটি টাকা দেনা করেছেন। কিন্তু সেই টাকা যদি রাস্তা ঘাট সাধারণ মানুষের উন্নয়নের জন্য করতেন তাহলে কোন দুঃখ থাকত না। তাই বাম প্রার্থীরা ভোট চাইতে আসলে জিজ্ঞেস করুন ৩৪ বছরে তারা কি করেছেন। আমি তো মনে করি ৩৪ বছর শাসন নয় সাধারণ মানুষের রক্ত শোষন করেছেন।

প্রধানমন্ত্রী প্রসঙ্গে তিনি বলেন, উনি নাকি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছেন। সত্যি চা বিক্রি করে প্রধানমন্ত্রী হলে আলাদা ব্যাপার ছিল। তিনি তো বড় অভিনেতা। রাজনীতি ছেড়ে সিনেমায় অভিনয় করলে অস্কার পুরস্কার নিশ্চিত ছিল ওনার।


Body:Gangar amour


Conclusion:Gangarampur
Last Updated : Mar 30, 2019, 11:53 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.