ETV Bharat / state

দলের যুব কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - yuba tmc woker beaten at basanti

তৃণমূল যুব কংগ্রেসের এক কর্মীকে হাতুড়ি দিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে ৷ দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার চুনাখালি বাজার এলাকার ঘটনা ৷

আক্রান্ত যুব তৃণমূল কর্মী
author img

By

Published : Aug 22, 2019, 3:18 PM IST

বাসন্তী, 22 অগাস্ট: তৃণমূল যুব কংগ্রেসের এক কর্মীকে হাতুড়ি দিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে ৷ আক্রান্ত কর্মীর নাম নবীর আলি সর্দার ৷ দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার চুনাখালি বাজার এলাকার ঘটনা ৷

অভিযোগ, গতকাল রাতে চুনাখালি বাজার এলাকা থেকে কাজ সেরে বাড়িতে ফেরার জন্য স্থানীয় ভ্যানস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন নবীর ৷ তখন কয়েকজন তৃণমূল কর্মী এসে তাঁর উপর হামলা করে ৷ হাতুড়ি দিয়ে মারধর করা হয় নবীরকে ৷ স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করেন ৷ নবীরের দাবি, এলাকায় যুব তৃণমূল করার জন্য বিধায়ক জয়ন্ত নস্করের লোকজন তাঁকে মারধর করেছে ৷ যদিও গোসাবার ওই বিধায়কের দাবি, নবীর দলের কেউ নয় ৷ সে জুয়াড়ি ৷ বিধায়ক জানান, সম্ভবত তোলাবাজি করতে গিয়ে কয়েকজনের সঙ্গে নবীরের বচসা হয় ৷ তখনই উত্তেজিত জনতা তাকে মেরেছে । এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷

নবীরের পরিবার বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে ৷ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটানাস্থানে পুলিশ মোতায়েন রয়েছে ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি ।

বাসন্তী, 22 অগাস্ট: তৃণমূল যুব কংগ্রেসের এক কর্মীকে হাতুড়ি দিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে ৷ আক্রান্ত কর্মীর নাম নবীর আলি সর্দার ৷ দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার চুনাখালি বাজার এলাকার ঘটনা ৷

অভিযোগ, গতকাল রাতে চুনাখালি বাজার এলাকা থেকে কাজ সেরে বাড়িতে ফেরার জন্য স্থানীয় ভ্যানস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন নবীর ৷ তখন কয়েকজন তৃণমূল কর্মী এসে তাঁর উপর হামলা করে ৷ হাতুড়ি দিয়ে মারধর করা হয় নবীরকে ৷ স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করেন ৷ নবীরের দাবি, এলাকায় যুব তৃণমূল করার জন্য বিধায়ক জয়ন্ত নস্করের লোকজন তাঁকে মারধর করেছে ৷ যদিও গোসাবার ওই বিধায়কের দাবি, নবীর দলের কেউ নয় ৷ সে জুয়াড়ি ৷ বিধায়ক জানান, সম্ভবত তোলাবাজি করতে গিয়ে কয়েকজনের সঙ্গে নবীরের বচসা হয় ৷ তখনই উত্তেজিত জনতা তাকে মেরেছে । এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই ৷

নবীরের পরিবার বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে ৷ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটানাস্থানে পুলিশ মোতায়েন রয়েছে ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি ।

Intro:তৃণমূলের গোষ্ঠী দণ্ডে ফের উত্তেজনা ছড়াল বাসন্তীতে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার চুনাখালী গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। চুনাখালী বাজার এলাকায় এক যুব তৃণমূল কর্মীকে হাতুড়ি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ মাদার তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত যুব কর্মীর নাম নবীর আলী সরদার। অভিযোগ গতকাল রাতে চুনাখালী বাজার এলাকা থেকে কাজ সেরে বাড়িতে ফেরার জন্য স্থানীয় ভ্যান স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলো। সেই সময় আচমকা কয়েকজন তৃণমূল কর্মী এসে ওই যুব কর্মীর উপর চড়াও হয়ে হাতুড়ি দিয়ে বেধড়ক মারধোর করে।এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে। আক্রান্ত যুব কর্মীর দাবি এলাকায় যুব তৃণমূলের সংঘঠন করার অপরাধে বিধায়ক জয়ন্ত নস্কর এর লোকজন তাঁকে মারধোর করেছে। যদিও গোসাবার বিধায়ক এর দাবি ওই ব্যক্তি তাঁদের দলের কেউ নন, ওই ব্যক্তি জুয়া খেলে। গতকাল বাজারে হয়ত তোলাবাজি করতে গিয়ে পাবলিক এর সাথে বচসা হয় তখন উত্তেজিত জনতা চড় থাপরা দিয়েছে।এর সঙ্গে দলের বা গোষ্ঠী দ্বন্দ্বের কোন সম্পর্ক নেই। বাসন্তী থানায় অভিযোগ দায়ের আক্রান্ত যুব কর্মীর পরিবারের। ঘটনার তদন্তে বাসন্তী থানার পুলিশ। Body:ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে যায়। এলাকায় এখনো পর্যন্ত পুলিশি টহল চলছে। এদিকে এই ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।Conclusion:Intro ও body তে কপি দিলাম।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.