ETV Bharat / state

Fish Hits Man: মাছের গুঁতোয় কুপোকাত যুবক, আশঙ্কাজনক অবস্থায় ভরতি হাসপাতালে - Canning youth injured as fish hits him

ক্যানিংয়ের বাসিন্দা আব্দুল হালিম ঘরামি ৷ বাড়ির কাছে পুকুরে জালে মাছ ধরেছিলেন ৷ কিন্তু বুঝতে পারেননি এমনটা হবে ৷ মাছ ধরতে গিয়ে হাসপাতালে যেতে হল তাঁকে (Huge Fish hits an youth in Canning) ৷

Fish Canning
ETV Bharat
author img

By

Published : Nov 19, 2022, 1:46 PM IST

ক্যানিং, 19 নভেম্বর: মাছের 'গুঁতো'য় কুপোকাত ! পুকুরে নেমে জ্ঞান হারালেন যুবক ৷ অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন স্থানীয়রা । তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে (Canning youth injured as fish hits him) ৷

জানা গিয়েছে, ক্যানিংয়ের নিকারিঘাটা পঞ্চায়েতের বেলেখালি গ্রামের বাসিন্দা আব্দুল হালিম ঘরামি । তাঁর বাড়ির কাছেই পুকুর ৷ স্থানীয়রা জানিয়েছেন, ওই পুকুরে মাছ ছেড়েছিলেন আব্দুল ৷ জাল দিয়ে মাছও ধরতেন নিয়মিত ।

মাছের গুঁতোয় আহত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়

আরও পড়ুন: দিঘায় দেখা মিলল বিরল প্রজাতির চিরুনি ফাল মাছের

কীভাবে দুর্ঘটনা ঘটল ? পরিবারের লোকেরা জানিয়েছেন, রোজের মতো শুক্রবারও পুকুরে জাল ফেলেন আব্দুল । জালে একটি বড় মাছ ধরা পড়ে । সেই মাছটিতে ডাঙায় তোলার জন্য নিজেই পুকুরের জলে নেমে পড়েন আব্দুল । কিন্তু যখন মাছটিকে ধরতে যান, তখন বুকে সজোরে গুঁতো মারে মাছটি ! মাছটির গুঁতোর জোরে এতটাই আঘাত লাগে যে, যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় জ্ঞান হারান আব্দুল । তারপর ? পুকুরের জলে ভাসতে থাকেন তিনি ! স্থানীয়রা দেখে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ।

ক্যানিং, 19 নভেম্বর: মাছের 'গুঁতো'য় কুপোকাত ! পুকুরে নেমে জ্ঞান হারালেন যুবক ৷ অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন স্থানীয়রা । তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে (Canning youth injured as fish hits him) ৷

জানা গিয়েছে, ক্যানিংয়ের নিকারিঘাটা পঞ্চায়েতের বেলেখালি গ্রামের বাসিন্দা আব্দুল হালিম ঘরামি । তাঁর বাড়ির কাছেই পুকুর ৷ স্থানীয়রা জানিয়েছেন, ওই পুকুরে মাছ ছেড়েছিলেন আব্দুল ৷ জাল দিয়ে মাছও ধরতেন নিয়মিত ।

মাছের গুঁতোয় আহত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়

আরও পড়ুন: দিঘায় দেখা মিলল বিরল প্রজাতির চিরুনি ফাল মাছের

কীভাবে দুর্ঘটনা ঘটল ? পরিবারের লোকেরা জানিয়েছেন, রোজের মতো শুক্রবারও পুকুরে জাল ফেলেন আব্দুল । জালে একটি বড় মাছ ধরা পড়ে । সেই মাছটিতে ডাঙায় তোলার জন্য নিজেই পুকুরের জলে নেমে পড়েন আব্দুল । কিন্তু যখন মাছটিকে ধরতে যান, তখন বুকে সজোরে গুঁতো মারে মাছটি ! মাছটির গুঁতোর জোরে এতটাই আঘাত লাগে যে, যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় জ্ঞান হারান আব্দুল । তারপর ? পুকুরের জলে ভাসতে থাকেন তিনি ! স্থানীয়রা দেখে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.