ETV Bharat / state

Woman Body Recovered: হরিশচন্দ্রপুরের পর বাসন্তীতে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, পরিচয় জানতে তদন্তে পুলিশ - বাসন্তী

রবিবার মালদার হরিশচন্দ্রপুরে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল ৷ আজ দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার হল ৷ তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ৷ ঘটনার আতঙ্কিত এলাকার মানুষ ৷ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Woman Body Recovered
মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 2:13 PM IST

বাসন্তীতে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

বাসন্তী, 17 অক্টোবর: মালদার পর এবার দক্ষিণ 24 পরগনায় মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ মঙ্গলবার সকালে বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের শঙ্কর মোড় এলাকার জলাশয়ে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা ৷ এরপরে তারাই বাসন্তী থানার খবর দেয় ৷ পুলিশে এসে জলাশয় থেকে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ তবে মহিলার পরিচয় এখনও জানা যায়নি ৷

জানা গিয়েছে, বাসন্তী থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে । ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ওই মহিলার ছবি নিয়ে আশেপাশের একাধিক থানাতে পাঠানো হয়েছে । কোন থানাতে কোনও মহিলার নামে নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে কি না, সেই বিষয়েও খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ । তবে সাতসকালে কোথা থেকে এই দেহ জলাশয়ে এল, সেই প্রশ্ন ঘোরাফেরা করছে এলাকার সাধারণ মানুষজনের মনে । স্থানীয় বাসিন্দা প্রভাত মণ্ডল বলেন, "আমরা খবর পাই জলাশয়ে একটি দেহ পড়ে রয়েছে ৷ সেই শুনেই এখানে ছুটে আসি ৷ মহিলাকে আমরা চিনি না ৷ মনে হয় এই এলাকার বাসিন্দা নন ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷" যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রাতের অন্ধকারে কেউ এই মহিলাকে খুন করে জলাশয়ে ফেলে দিয়ে গিয়েছে । মহিলার শরীরে একাধিক ক্ষতের দাগ রয়েছে । তার ফলে পুলিশেরও প্রাথমিক তদন্তে অনুমান, খুন করেই এই এলাকায় কেউ বা কারা মহিলার দেহ ফেলে দিয়ে গিয়েছে ।

আরও পড়ুন: অ্যাসিডে ঝলসানো মুখ, ধানখেতে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ; পাশে ছড়িয়ে কনডোম !

পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে । এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে । বাসন্তী থানার পুলিশ ইতিমধ্যেই সেই সিসিটিভি ক্যামেরার ভিডিয়ো সংগ্রহ করেছে । পাশাপাশি রাতের দিকে সন্দেহভাজন কেউ এই এলাকায় ঘোরাঘুরি করেছে কি না, তারও তদন্ত করে দেখছে বাসন্তী থানার পুলিশ । সূত্রের খবর, ইতিমধ্যেই পুলিশ স্বতঃপ্রণোদিত একটি মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে । তবে কে বা কারা এই মহিলাকে খুন করে জলাশয়ে ফেলেছে, তার উত্তর খুঁজতেই পুলিশকর্মীরা তদন্ত চালাচ্ছেন ।

বাসন্তীতে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

বাসন্তী, 17 অক্টোবর: মালদার পর এবার দক্ষিণ 24 পরগনায় মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ মঙ্গলবার সকালে বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের শঙ্কর মোড় এলাকার জলাশয়ে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা ৷ এরপরে তারাই বাসন্তী থানার খবর দেয় ৷ পুলিশে এসে জলাশয় থেকে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷ তবে মহিলার পরিচয় এখনও জানা যায়নি ৷

জানা গিয়েছে, বাসন্তী থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে । ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ওই মহিলার ছবি নিয়ে আশেপাশের একাধিক থানাতে পাঠানো হয়েছে । কোন থানাতে কোনও মহিলার নামে নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে কি না, সেই বিষয়েও খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ । তবে সাতসকালে কোথা থেকে এই দেহ জলাশয়ে এল, সেই প্রশ্ন ঘোরাফেরা করছে এলাকার সাধারণ মানুষজনের মনে । স্থানীয় বাসিন্দা প্রভাত মণ্ডল বলেন, "আমরা খবর পাই জলাশয়ে একটি দেহ পড়ে রয়েছে ৷ সেই শুনেই এখানে ছুটে আসি ৷ মহিলাকে আমরা চিনি না ৷ মনে হয় এই এলাকার বাসিন্দা নন ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে ৷" যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রাতের অন্ধকারে কেউ এই মহিলাকে খুন করে জলাশয়ে ফেলে দিয়ে গিয়েছে । মহিলার শরীরে একাধিক ক্ষতের দাগ রয়েছে । তার ফলে পুলিশেরও প্রাথমিক তদন্তে অনুমান, খুন করেই এই এলাকায় কেউ বা কারা মহিলার দেহ ফেলে দিয়ে গিয়েছে ।

আরও পড়ুন: অ্যাসিডে ঝলসানো মুখ, ধানখেতে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ; পাশে ছড়িয়ে কনডোম !

পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে । এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে । বাসন্তী থানার পুলিশ ইতিমধ্যেই সেই সিসিটিভি ক্যামেরার ভিডিয়ো সংগ্রহ করেছে । পাশাপাশি রাতের দিকে সন্দেহভাজন কেউ এই এলাকায় ঘোরাঘুরি করেছে কি না, তারও তদন্ত করে দেখছে বাসন্তী থানার পুলিশ । সূত্রের খবর, ইতিমধ্যেই পুলিশ স্বতঃপ্রণোদিত একটি মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে । তবে কে বা কারা এই মহিলাকে খুন করে জলাশয়ে ফেলেছে, তার উত্তর খুঁজতেই পুলিশকর্মীরা তদন্ত চালাচ্ছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.