ETV Bharat / state

Vote Boycott: ইয়াসে ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কার চাই, ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদের

তিন বছর ধরে রাস্তা সাড়ানো হয়নি ৷ এবার তাই ইয়াসে ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কার চাই বলে ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদের ৷ রাস্তা সারানোর দাবিতে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷

Vote Boycott
ভোট বয়কট
author img

By

Published : Apr 17, 2023, 8:19 PM IST

ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদের

গঙ্গাসাগর, 17 এপ্রিল: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদের । ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের ধবলাট গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর 171 নম্বর বুথের । সোমবার প্রায় শতাধিক মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে ভোট বয়কটের হুমকি দিয়ে বিক্ষোভে সামিল হন ওই এলাকায় ।

প্রতি বছর একের পর এক প্রাকৃতিক বিপর্যয় এসে তছনছ করে চলে যায় গোটা এলাকা । তারপর শুধু সময় বয়ে যায় ৷ কিন্তু বদলায় না পরিস্থিতি ৷ ইয়াস ঝড়ের পরও তিন বছর পেরতে চলেছে ৷ কিন্তু সবকিছুর হাল ফিরলেও, ক্ষতিগ্রস্ত রাস্তার হাল আর ফিরল না ৷ বেহাল হয়ে পরে রয়েছে এখনও রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি । দীর্ঘদিন ধরে এলাকায় রাস্তাঘাট সংস্কার হয়নি ৷ বারবার প্রশাসনকে জানিও কোনওরকম সুরাহা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের । অবশেষে বেহাল রাস্তার উপরেই দাঁড়িয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় মানুষজন ৷ এমনকী পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশাসনকে বড়সড় হুঁশিয়ারি দিতে শোনা গেল গ্রামবাসীদের ।

উল্লেখ্য, গত 2020 সালে ইয়াস ঝড় ও জলোচ্ছ্বাসের দাপটে একাধিক এলাকা প্লাবিত হয় ধবলাটের বসন্তপুর ও শিবপুরে । যার ফলে এলাকার মানুষজনের চলাচলের ইটের রাস্তা অধিকাংশ জায়গায় নষ্ট হয়ে যায় । সেই রাস্তার এখনও পর্যন্ত সংস্কার না হওয়ায় ভোট ঘোষণার প্রাক্কালে এলাকার মানুষ দলমত নির্বিশেষে বিক্ষোভে সামিল হন এদিন ৷ এ বিষয়ে এলাকার শাসকদলের পঞ্চায়েত সদস্য স্কুল শিক্ষক মানসকুমার মিশ্র জানান, 100 দিনের মাধ্যমে রাস্তার কাজ করার চেষ্টা শুরু হয়েছিল ৷ তবে কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দেওয়ায় কাজ করা সম্ভব হয়নি আর ।

এই বক্তব্যের সমর্থনে ধবলাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সজল কান্তু বারিক বলেন, "সামনে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বাজার গরম করার জন্য বিজেপি এটা করছে ৷ তবে আগামী নির্বাচনেও তারা জিতবে না এই এলাকায় ৷ ভোট বয়কটের হুমকি দিয়ে কোনও কাজ হবে না ৷ তবে এর মধ্যে রাস্তার কাজ করার জন্য ইতিমধ্যে টেন্ডার পাশ হয়েছে ।" অন্যদিকে বিজেপি সমর্থক হাইস্কুল শিক্ষক সুদর্শন সাউ কেন্দ্র সরকার টাকা না দেওয়ার কথার প্রবল বিরোধিতা করেন, "কেন্দ্র ক'দিন মাত্র টাকা দেয়নি ৷ তাহলে 2020 সাল থেকে কাজ হল না কেন ? "

এদিকে কেন্দ্র ও রাজ্য সরকারের টালবাহানায় থমকে গিয়েছে রাস্তা সংস্কারের কাজ । এর ফলে তিন বছর বেহাল রাস্তার উপর দিয়ে রুজি-রুটির দায়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের । কাঁচা ইটের রাস্তা থাকার কারণে বর্ষার সময় সেখান থেকে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়ে । গ্রামবাসীদের দাবি, কোনও অসুস্থ মানুষকে চিকিৎসা পরিষেবার জন্য ওই রাস্তার উপর দিয়েই যেতে হয় । কিন্তু বর্ষার সময় ওই রাস্তার অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ৷ রাস্তা বেহাল থাকার কারণে কোনও অ্যাম্বুলেন্স থেকে শুরু করে গাড়ি ওই এলাকায় ঢুকতে পারে না । ফলে রোগীকে কয়েক কিলোমিটার ঘুরপথ ব্যবহার করে হাসপাতালে নিয়ে যেতে হয় । এর জেরে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় রোগী ও তার আত্মীয়দের । কবে মিলবে সুরাহা কেউ জানে না । তাই রাস্তা সংস্কার না হলে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল গ্রামবাসীরা ।

আরও পড়ুন: পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীর

ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদের

গঙ্গাসাগর, 17 এপ্রিল: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের হুমকি গ্রামবাসীদের । ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের ধবলাট গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর 171 নম্বর বুথের । সোমবার প্রায় শতাধিক মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে ভোট বয়কটের হুমকি দিয়ে বিক্ষোভে সামিল হন ওই এলাকায় ।

প্রতি বছর একের পর এক প্রাকৃতিক বিপর্যয় এসে তছনছ করে চলে যায় গোটা এলাকা । তারপর শুধু সময় বয়ে যায় ৷ কিন্তু বদলায় না পরিস্থিতি ৷ ইয়াস ঝড়ের পরও তিন বছর পেরতে চলেছে ৷ কিন্তু সবকিছুর হাল ফিরলেও, ক্ষতিগ্রস্ত রাস্তার হাল আর ফিরল না ৷ বেহাল হয়ে পরে রয়েছে এখনও রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি । দীর্ঘদিন ধরে এলাকায় রাস্তাঘাট সংস্কার হয়নি ৷ বারবার প্রশাসনকে জানিও কোনওরকম সুরাহা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের । অবশেষে বেহাল রাস্তার উপরেই দাঁড়িয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় মানুষজন ৷ এমনকী পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশাসনকে বড়সড় হুঁশিয়ারি দিতে শোনা গেল গ্রামবাসীদের ।

উল্লেখ্য, গত 2020 সালে ইয়াস ঝড় ও জলোচ্ছ্বাসের দাপটে একাধিক এলাকা প্লাবিত হয় ধবলাটের বসন্তপুর ও শিবপুরে । যার ফলে এলাকার মানুষজনের চলাচলের ইটের রাস্তা অধিকাংশ জায়গায় নষ্ট হয়ে যায় । সেই রাস্তার এখনও পর্যন্ত সংস্কার না হওয়ায় ভোট ঘোষণার প্রাক্কালে এলাকার মানুষ দলমত নির্বিশেষে বিক্ষোভে সামিল হন এদিন ৷ এ বিষয়ে এলাকার শাসকদলের পঞ্চায়েত সদস্য স্কুল শিক্ষক মানসকুমার মিশ্র জানান, 100 দিনের মাধ্যমে রাস্তার কাজ করার চেষ্টা শুরু হয়েছিল ৷ তবে কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দেওয়ায় কাজ করা সম্ভব হয়নি আর ।

এই বক্তব্যের সমর্থনে ধবলাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সজল কান্তু বারিক বলেন, "সামনে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বাজার গরম করার জন্য বিজেপি এটা করছে ৷ তবে আগামী নির্বাচনেও তারা জিতবে না এই এলাকায় ৷ ভোট বয়কটের হুমকি দিয়ে কোনও কাজ হবে না ৷ তবে এর মধ্যে রাস্তার কাজ করার জন্য ইতিমধ্যে টেন্ডার পাশ হয়েছে ।" অন্যদিকে বিজেপি সমর্থক হাইস্কুল শিক্ষক সুদর্শন সাউ কেন্দ্র সরকার টাকা না দেওয়ার কথার প্রবল বিরোধিতা করেন, "কেন্দ্র ক'দিন মাত্র টাকা দেয়নি ৷ তাহলে 2020 সাল থেকে কাজ হল না কেন ? "

এদিকে কেন্দ্র ও রাজ্য সরকারের টালবাহানায় থমকে গিয়েছে রাস্তা সংস্কারের কাজ । এর ফলে তিন বছর বেহাল রাস্তার উপর দিয়ে রুজি-রুটির দায়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের । কাঁচা ইটের রাস্তা থাকার কারণে বর্ষার সময় সেখান থেকে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়ে । গ্রামবাসীদের দাবি, কোনও অসুস্থ মানুষকে চিকিৎসা পরিষেবার জন্য ওই রাস্তার উপর দিয়েই যেতে হয় । কিন্তু বর্ষার সময় ওই রাস্তার অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ৷ রাস্তা বেহাল থাকার কারণে কোনও অ্যাম্বুলেন্স থেকে শুরু করে গাড়ি ওই এলাকায় ঢুকতে পারে না । ফলে রোগীকে কয়েক কিলোমিটার ঘুরপথ ব্যবহার করে হাসপাতালে নিয়ে যেতে হয় । এর জেরে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় রোগী ও তার আত্মীয়দের । কবে মিলবে সুরাহা কেউ জানে না । তাই রাস্তা সংস্কার না হলে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল গ্রামবাসীরা ।

আরও পড়ুন: পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.