ETV Bharat / state

ঘর দেওয়ার নামে টাকা 'লুট', তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও

author img

By

Published : Jul 28, 2019, 7:33 PM IST

কাটমানি নিয়েছেন তৃণমূল নেতারা, এই অভিযোগ তুলে বিক্ষোভ ক্যানিং থানার শিবপুর গ্রামে । তৃণমূল ব্লক সভাপতির বক্তব্য কেউ কাটমানি নিলে দায় দলের নয় । BJP-র হুঁশিয়ারি কাউকে রেয়াত করা হবে না ।

শিবনগর গ্রাম

ক্যানিং, 28 জুলাই : কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ক্যানিং থানার পূর্ব শিবনগর গ্রামের বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকার তৃণমূল নেতা তাপস সর্দার ও পঞ্চায়েত সদস্যা চাঁপারানি মণ্ডলের স্বামী তথা তৃণমূল নেতা ফণীভূষণ মণ্ডল 10, 15, 20 হাজার টাকা করে কাটমানি নিয়েছেন । কেউ কেউ ঘর পেয়েছেন আবার অনেকেই আশ্বাস পেলেও ঘর পাননি ৷

সম্প্রতি মুখ্যমন্ত্রী কাটমানি ফেরানোর কথা বলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কাটমানি নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে । সেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে সারা বাংলায় ৷ আজ সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দারিয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিবনগর গ্রামের বাসিন্দারা কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু করেন ৷ এরপর গ্রামবাসীদের সঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতাদের বচসা বেধে যায় ।

গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েও তৃণমূল নেতা তাপস সর্দার ও ফণীভূষণ মণ্ডল টাকা নেওয়ার কথা অস্বীকার করেন ৷ সেই সময় এক গ্রামবাসী ফণীভূষণ মণ্ডলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেন ৷ বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় বেশ কিছু তৃণমূল কর্মীও সেখানে হাজির হন । সেই সময় গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা । পরিস্থিতি ক্রমশ সংঘর্ষের দিকে এগোতে থাকায় তৃণমূল নেতারা পরিস্থিতি সামলান । এক সপ্তাহের মধ্যে টাকা না ফেরত দিলে প্রশাসনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা ।

স্থানীয় তৃণমূল নেতা তাপস সর্দার বলেন, "আমি কারও কাছ থেকে বাড়ি দেব বলে টাকা নিইনি । সব টাকা অঞ্চল সভাপতি নিয়েছেন । তিনি এখন এলাকায় নেই । তাঁকে আমি চাপ দিয়েছিলাম । বলেছিলেন আস্তে আস্তে টাকা ফিরিয়ে দেব । আমি কোনও টাকা নিইনি ।" টাকা নেওয়ার কথা অস্বীকার করেন ফণীভূষণও । বলেন, "আমি কারও কাছ থেকে টাকা নিইনি ৷ সরকার টোল ফ্রি নম্বর চালু করেছে , কারও অভিযোগ থাকলে সেখানে জানাক ৷ কারও কাছে প্রমাণ থাকলে প্রশাসনের কাছে দিক ৷ আমি আইনের সামনে দাঁড়াতে প্রস্তুত ৷"

এদিকে তৃণমূল কংগ্রেসের ক্যানিং 1 নম্বর ব্লক সভাপতি শৈবাল লাহিড়ী বলেছেন, "যদি কেউ ব্যক্তিগতভাবে কাটমানি নিয়ে থাকে তাহলে তার জন্য দল দায়ি নয় ৷ তাঁর বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে ৷ সে যদি দোষী প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী সাজা হবে ৷"

দক্ষিণ 24 পরগনা জেলা BJP সভাপতি সুনিপ দাস বলেন, "তৃণমূলের সব নেতা কাটমানি নিয়েছে ৷ সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করেছে ৷ কাউকে ছাড়া হবে না, সবার শাস্তি হবে ৷ আমরা জেলাজুড়ে প্রতিবাদে নেমেছি ৷ ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে BJP কর্মীরা প্রতিবাদ করছেন ৷ আমাদের আদর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথা হল, "না খাউঙ্গা, না খানে দু্ঙ্গা ।"

ক্যানিং, 28 জুলাই : কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ক্যানিং থানার পূর্ব শিবনগর গ্রামের বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকার তৃণমূল নেতা তাপস সর্দার ও পঞ্চায়েত সদস্যা চাঁপারানি মণ্ডলের স্বামী তথা তৃণমূল নেতা ফণীভূষণ মণ্ডল 10, 15, 20 হাজার টাকা করে কাটমানি নিয়েছেন । কেউ কেউ ঘর পেয়েছেন আবার অনেকেই আশ্বাস পেলেও ঘর পাননি ৷

সম্প্রতি মুখ্যমন্ত্রী কাটমানি ফেরানোর কথা বলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কাটমানি নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে । সেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে সারা বাংলায় ৷ আজ সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দারিয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিবনগর গ্রামের বাসিন্দারা কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু করেন ৷ এরপর গ্রামবাসীদের সঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতাদের বচসা বেধে যায় ।

গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েও তৃণমূল নেতা তাপস সর্দার ও ফণীভূষণ মণ্ডল টাকা নেওয়ার কথা অস্বীকার করেন ৷ সেই সময় এক গ্রামবাসী ফণীভূষণ মণ্ডলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেন ৷ বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় বেশ কিছু তৃণমূল কর্মীও সেখানে হাজির হন । সেই সময় গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা । পরিস্থিতি ক্রমশ সংঘর্ষের দিকে এগোতে থাকায় তৃণমূল নেতারা পরিস্থিতি সামলান । এক সপ্তাহের মধ্যে টাকা না ফেরত দিলে প্রশাসনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা ।

স্থানীয় তৃণমূল নেতা তাপস সর্দার বলেন, "আমি কারও কাছ থেকে বাড়ি দেব বলে টাকা নিইনি । সব টাকা অঞ্চল সভাপতি নিয়েছেন । তিনি এখন এলাকায় নেই । তাঁকে আমি চাপ দিয়েছিলাম । বলেছিলেন আস্তে আস্তে টাকা ফিরিয়ে দেব । আমি কোনও টাকা নিইনি ।" টাকা নেওয়ার কথা অস্বীকার করেন ফণীভূষণও । বলেন, "আমি কারও কাছ থেকে টাকা নিইনি ৷ সরকার টোল ফ্রি নম্বর চালু করেছে , কারও অভিযোগ থাকলে সেখানে জানাক ৷ কারও কাছে প্রমাণ থাকলে প্রশাসনের কাছে দিক ৷ আমি আইনের সামনে দাঁড়াতে প্রস্তুত ৷"

এদিকে তৃণমূল কংগ্রেসের ক্যানিং 1 নম্বর ব্লক সভাপতি শৈবাল লাহিড়ী বলেছেন, "যদি কেউ ব্যক্তিগতভাবে কাটমানি নিয়ে থাকে তাহলে তার জন্য দল দায়ি নয় ৷ তাঁর বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে ৷ সে যদি দোষী প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী সাজা হবে ৷"

দক্ষিণ 24 পরগনা জেলা BJP সভাপতি সুনিপ দাস বলেন, "তৃণমূলের সব নেতা কাটমানি নিয়েছে ৷ সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করেছে ৷ কাউকে ছাড়া হবে না, সবার শাস্তি হবে ৷ আমরা জেলাজুড়ে প্রতিবাদে নেমেছি ৷ ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে BJP কর্মীরা প্রতিবাদ করছেন ৷ আমাদের আদর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথা হল, "না খাউঙ্গা, না খানে দু্ঙ্গা ।"

Intro:এবার কাটমানি ফেরতের দাবীতে তৃণমূল নেতাকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন। ঘতনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ও ছড়ায়। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার দারিয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিবনগর গ্রামে।

স্থানীয় মানুষজনের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকার তৃণমূল নেতা তাপস সর্দার ও পঞ্চায়েত সদস্যা চাঁপারানী মণ্ডলের স্বামী ফণীভূষণ বহু মানুষজনের কাছ থেকে দশ, পনেরো, কুড়ি হাজার টাকা করে কাটমানি নিয়েছেন। কাউকে ঘর দিয়েছেন তো কাউকে দেওয়ার আশ্বাস দিয়েছেন এইসব তৃণমূল নেতারা। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী কাটমানি ফেরানোর কথা বলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কাটমানি নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। আর তা দেখে রবিবার সকালে এই পূর্ব শিবনগর গ্রামের মানুষজন কাটমানি ফেরতের দাবীতে বিক্ষোভ শুরু করেন এলাকার মানুষজন। এদিন অভিযুক্ত তৃণমূল নেতাদের বাড়িতে বিক্ষোভ দেখাতে গেলে গ্রামবাসীদের সাথে অভিযুক্ত তৃণমূল নেতাদের বচসা বাধে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।Body:গ্রামবাসী দের বিক্ষোভের মুখে পড়ে তৃণমূল নেতা তাপস সরদার টাকা নেওয়ার কথা স্বীকার করলে ও ফনি ভূষণ টাকা নেওয়ার কথা অস্বীকার করে। কিন্তু ফনি বাবুর সামনে দাঁড়িয়ে এক গ্রামবাসী টাকা নেওয়ার কথা বললে ও অস্বীকার করে ফনী বাবু। স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা ফনী বাবুর সমর্থনে হাজির হয়েছিল। ফলে গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ওই তৃণমূল কর্মীর। সেই নিয়ে এখন ও পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা আছে।Conclusion:Intro ও body তে কপি দিলাম।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.