ETV Bharat / state

কুলতলি, বারুইপুরে BJP কর্মীদের উপর হামলার অভিযোগ

দলীয় পতাকা ছেঁড়ার প্রতিবাদ করায় পাঁচু গোপাল নস্কর নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । কুলতলির মেরিগঞ্জ এলাকার শ্যামনগর গ্রামের ঘটনা ।

পাঁচুগোপাল নস্কর
author img

By

Published : May 18, 2019, 3:06 PM IST

কুলতলি ও বারুইপুর, 18 মে : দলীয় পতাকা ছেঁড়ার প্রতিবাদ করায় এক BJP কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মেরিগঞ্জ এলাকার শ্যামনগর গ্রামের ঘটনা । আক্রান্ত BJP কর্মীর নাম পাঁচুগোপাল নস্কর । অন্যদিকে, বারুইপুর উকিলপাড়ায় আরও এক BJP কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ।

অভিযোগ, গতকাল শ্যামনগর এলাকায় BJP-র পতাকা ছিঁড়ে ওই স্থানে তৃণমূলের পতাকা লাগাচ্ছিল কয়েকজন কর্মী । এর প্রতিবাদ করায় গোপালবাবুর উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা । দলীয় কর্মীকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থানে যায় বেশ কয়েকজন BJP কর্মী । তখন তাদের দেখে পালিয়ে যায় মারধরে অভিযুক্ত তৃণমূল কর্মীরা । জখম অবস্থায় গোপালবাবুকে কুলতলি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় । এবিষয়ে কমিশন ও কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

অন্যদিকে, গতরাত ১০টা নাগাদ একদল দুষ্কৃতী মুখে তৃণমূলের পতাকা বেঁধে চন্দন মণ্ডলের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ । তাঁর বাড়ির কাচ ভেঙে দেওয়া হয় । চন্দনবাবু BJP কর্মী । তাই তাঁর পরিবারের সদস্যদের গালাগালি দেওয়া হয় বলেও অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বারুইপুর থানার পুলিশ । ঘটনার সময় বাড়িতে ছিলেন না চন্দনবাবু । ঘটনার কথা জানার পর এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । চন্দনবাবুর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

কুলতলি ও বারুইপুর, 18 মে : দলীয় পতাকা ছেঁড়ার প্রতিবাদ করায় এক BJP কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মেরিগঞ্জ এলাকার শ্যামনগর গ্রামের ঘটনা । আক্রান্ত BJP কর্মীর নাম পাঁচুগোপাল নস্কর । অন্যদিকে, বারুইপুর উকিলপাড়ায় আরও এক BJP কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ।

অভিযোগ, গতকাল শ্যামনগর এলাকায় BJP-র পতাকা ছিঁড়ে ওই স্থানে তৃণমূলের পতাকা লাগাচ্ছিল কয়েকজন কর্মী । এর প্রতিবাদ করায় গোপালবাবুর উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা । দলীয় কর্মীকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থানে যায় বেশ কয়েকজন BJP কর্মী । তখন তাদের দেখে পালিয়ে যায় মারধরে অভিযুক্ত তৃণমূল কর্মীরা । জখম অবস্থায় গোপালবাবুকে কুলতলি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় । এবিষয়ে কমিশন ও কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

অন্যদিকে, গতরাত ১০টা নাগাদ একদল দুষ্কৃতী মুখে তৃণমূলের পতাকা বেঁধে চন্দন মণ্ডলের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ । তাঁর বাড়ির কাচ ভেঙে দেওয়া হয় । চন্দনবাবু BJP কর্মী । তাই তাঁর পরিবারের সদস্যদের গালাগালি দেওয়া হয় বলেও অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বারুইপুর থানার পুলিশ । ঘটনার সময় বাড়িতে ছিলেন না চন্দনবাবু । ঘটনার কথা জানার পর এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । চন্দনবাবুর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Intro:রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটলো বারুইপুর শহরে। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ হামলা হয় বারুইপুর উকিল পাড়ার বাসিন্দা বিজেপি কর্মী চন্দন মন্ডল এর বাড়িতে। মুখে তৃণমূলের পতাকা ফেস্টুন ভেসে এসে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। ইট পাথর ছুড়ে ভেঙে দেওয়া হয় চন্দন বাবুর বাড়ির জানালার কাঁচ। পাশাপাশি বিজেপি করার কারণে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে ও বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে বারাইপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর থেকেই আতঙ্কিত চন্দন মন্ডল ও তার পরিবার।Body:ঘটনার সময় চন্দন বাবু বাড়িতে ছিলেন না। কলকাতা থেকে বাড়িতে ফিরছিলেন। সেই সময় হঠাৎই তার কাছে ফোন যায় মুখে তৃণমূলের পতাকা বেঁধে একদল দুষ্কৃতী তার বাড়িতে হামলা চালিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বারুইপুর থানায় ফোন করে জানান চন্দন বাবু। কিছুক্ষণের মধ্যে পুলিশ ও চলে আসেন। পুলিশ আসতে দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ভোটের কয়েক ঘণ্টা আগে এমন ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।Conclusion:চন্দন বাবুর দাবি বারুইপুরের এই উকিলপাড়া তে সব শিক্ষিত মানুষের বাস। এখানে কখনোই কারো বাড়িতে হামলা হয়নি। এই প্রথম এমন ঘটনা ঘটায় তাদের পরিবারের পাশাপাশি আশেপাশের বাড়ি গুলির সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এই ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চন্দন বাবু। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.