কুলতলি ও বারুইপুর, 18 মে : দলীয় পতাকা ছেঁড়ার প্রতিবাদ করায় এক BJP কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মেরিগঞ্জ এলাকার শ্যামনগর গ্রামের ঘটনা । আক্রান্ত BJP কর্মীর নাম পাঁচুগোপাল নস্কর । অন্যদিকে, বারুইপুর উকিলপাড়ায় আরও এক BJP কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ।
অভিযোগ, গতকাল শ্যামনগর এলাকায় BJP-র পতাকা ছিঁড়ে ওই স্থানে তৃণমূলের পতাকা লাগাচ্ছিল কয়েকজন কর্মী । এর প্রতিবাদ করায় গোপালবাবুর উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা । দলীয় কর্মীকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থানে যায় বেশ কয়েকজন BJP কর্মী । তখন তাদের দেখে পালিয়ে যায় মারধরে অভিযুক্ত তৃণমূল কর্মীরা । জখম অবস্থায় গোপালবাবুকে কুলতলি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় । এবিষয়ে কমিশন ও কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
অন্যদিকে, গতরাত ১০টা নাগাদ একদল দুষ্কৃতী মুখে তৃণমূলের পতাকা বেঁধে চন্দন মণ্ডলের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ । তাঁর বাড়ির কাচ ভেঙে দেওয়া হয় । চন্দনবাবু BJP কর্মী । তাই তাঁর পরিবারের সদস্যদের গালাগালি দেওয়া হয় বলেও অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বারুইপুর থানার পুলিশ । ঘটনার সময় বাড়িতে ছিলেন না চন্দনবাবু । ঘটনার কথা জানার পর এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । চন্দনবাবুর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।