ভাঙড়, 11 জুলাই: গ্রাম পঞ্চায়েতের ভোটে জেতার পরই মঙ্গলবার ভাঙরের দক্ষিণ গাজিপুরের তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করার অভিযোগ উঠল জমি বাঁচাও কমিটি এবং আইএসএফের কর্মীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, এদিন জয়ের পরেই আবির খেলায় মাতেন এই বিরোধী জোটের কর্মীরা । তারপরই তৃণমূলের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়া হয় বলেও অভিযোগ । এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কাশীপুর থানার পুলিশ চারজনকে আটক করেছে ।
ভাঙড়ের পোলেরহাট দু'নম্বর অঞ্চলে ধরাশায়ী হয়েছে তৃণমূল । 24টি আসনের মধ্যে মাত্র একটি আসনে জয়লাভ করেছে রাজ্যের শাসকদল। এই খবর এলাকায় যেতেই আনন্দে মেতে ওঠে জমি বাঁচাও কমিটি এবং আইএসএফের কর্মীরা । অভিযোগ, তারপরই তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় তারা ।
ভাঙড়ে নিজের গ্রামেই হেরেছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলাম । পোলেরহাট 2 পঞ্চায়েতের 24টি আসনের মধ্যে 23টিতেই জিতেছে বিরোধী জোট । আইএসএফ ও জমি রক্ষা কমিটির জোটের কাছে হেরেছে শাসক দল । তথ্য বলছে, ভাঙড়ের প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই কঠিন লড়াই দিয়েছে বিরোধীরা। ভাঙড়ে আছে 10টি গ্রাম পঞ্চায়েত ৷
এর মধ্যে চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত : মোট আসন 30 ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে তৃণমূল 9 টি আসনে জয়ী হয়েছে ৷ ভোটের পর তৃণমূল 8 আসনে জিতেছে । আইএসএফ 12টি আসন পেয়েছে। নির্দল জিতেছে 1 আসনে।
বামনঘাটা গ্রাম পঞ্চায়েত : মোট আসন 19। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে তৃণমূল 11টি আসনে আগেই জয় পেয়েছে। ভোটের পর জিতেছে বাকি 8 আসনেও জিতেছে রাজ্যের শাসকদল ৷
বেঁওতা 1 গ্রাম পঞ্চায়েত : মোট 15টি আসন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয় 8টি আসনে। ভোটে বাকি 7টি আসনেও জিতেছে তৃণমূল, আইএসএফ কোনও আসন পায়নি ৷
শানপুকুর গ্রাম পঞ্চায়েত : মোট 30টি । বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে তৃণমূল 14টি আসনে জয়ী হয় । ভোটে তৃণমূল 4 আসনে জিতেছে, আইএসএফ পেয়েছে 12টি আসন ৷
পোলেরহাট 1 গ্রাম পঞ্চায়েত : মোট আসন 18টি । বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল 8 টি আসনে জয়ী । ভোটের পর আইএসএফ 7 ও তৃণমূল 3 আসনে জিতেছে ।
ভোগালী 1 গ্রাম পঞ্চায়েত : মোট আসন 18টি । বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল 10 টি আসনে ভোটের পর তৃণমূল ও আইএসএফ 4টি করে আসনে জিতেছে ৷
ভোগালী 2 গ্রাম পঞ্চায়েত : মোট আসন 18টি। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়ী হয় 12টি আসনে। ভোটের পর তৃণমূল ও আইএসএফ 3টি করে আসন পেয়েছে ।
ভগবানপুর গ্রাম পঞ্চায়েত : মোট আসন 28 । বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল এখানে জয় 10টি আসনে জয় পেয়েছে । নির্বাচনে তৃণমূল 14 ও আইএসএফ 4 আসনে জিতেছে ৷
আরও পড়ুন: Panchayat Elections Result 2023: বাসন্তীতে বিজেপির বিজয় মিছিলে পুলিশের লাঠি, পুকুরে ঝাঁপ কর্মীদের
উল্লেখ্য, পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে অশান্তি ছড়িয়েছিল ভাঙড়ে । মনোনয়নপত্র পেশ করার সময় তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয় গোটা এলাকা । বোমাবাজি, মারধরের মতো ঘটনা ঘটেছে । মৃত্যুও হয় আইএসএফ কর্মী মইনুদ্দিন মোল্লার । মারা যান বামনঘাটার তৃণমূল কর্মী রাজু নস্করও ।