ক্যানিং, 14 অগস্ট: তৃণমূল নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য (TMC Leader Shot) । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে । জখম ব্যক্তির নাম জসিমউদ্দিন মোল্লা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ওই ব্যক্তি বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন । সেইসময় হঠাৎ দুষ্কৃতীরা তাঁকে প্রথমে ঘিরে ধরে । এরপর গুলি চালায় ।
একটি গুলি এসে শরীরে লাগে তাঁর । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি । তৃণমূল-কর্মীর চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসী । এদিকে স্থানীয় বাসিন্দাদের আসতে দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা । স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে স্থানান্তরিত করে । বর্তমানে তৃণমূল নেতা ভর্তি রয়েছেন চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন: হেরোইন বিক্রির প্রতিবাদ, জগদ্দলে ফের চলল গুলি
জানা গিয়েছে, জসিমউদ্দিন এলাকায় সক্রিয় তৃণমূল নেতা হিসাবে পরিচিত ছিলেন । এই বিষয়ে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী বলেন, "যারা আমাকে গুলি করেছে তার মধ্যে সাইবুল ঘোড়ামি, আমিরুল মোল্লা, হাঁসা ঘোড়ামিকে চিনতে পেরেছি ।"