ETV Bharat / state

করোনা নিয়ে সচেতনতা বাড়াতে গ্রামে প্রচার শিক্ষক-শিক্ষিকাদের - গ্রামে সচেতনা প্রচারে শিক্ষক-শিক্ষিকারা

সরকারি নিয়ম মেনে বন্ধ স্কুল, দেখা নেই পড়ুয়াদের । এই অবস্থায় ঘরে বসে না থেকে সচেতনতা প্রচারে ট্যাবলো করে প্রচারে নামলেন শিক্ষকরা ।

achers are in corona awareness campaign at Raidighi
achers are in corona awareness campaign at Raidighi
author img

By

Published : May 10, 2021, 11:06 PM IST

রায়দিঘি, 10 মে : প্রায় এক বছরের বেশি সময় ধরে বন্ধ স্কুল । এই অবস্থায় ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসের পাশাপাশি করোনা সচেতনতায় পথে নামলেন প্রাথমিকের শিক্ষকরা । করোনা নিয়ে সচেতনতামূলক প্রচারে রায়দিঘির পথে নামলেন মথুরাপুর সার্কেলের বেশ কয়েকজন প্রাথমিক শিক্ষক । বিনামূল্যে বিতরণ করলেন মাস্ক, স্যানিটাইজ়ার ।

দেশে তথা রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ কিন্তু সুন্দরবনের প্রত্যন্ত রায়দিঘি গ্রামের মানুষ এখনও ততটা সচেতন নন । যদিও সরকারি নিয়ম মেনে বন্ধ স্কুল, দেখা নেই পড়ুয়াদের । এই অবস্থায় ঘরে বসে না থেকে সচেতনতা প্রচারে ট্যাবলো করে প্রচারে নামলেন শিক্ষকরা । গ্রামবাসীদের সচেতন করতে রোজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তায়, এমনকী বাড়ি বাড়ি গিয়ে মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি করে সচেতনতা প্রচার চালাচ্ছেন শিক্ষকরা ।

করোনা নিয়ে সচেতনতা বাড়াতে গ্রামে প্রচার শিক্ষক-শিক্ষিকাদের

আরও পড়ুন: 134 ! রেকর্ড দৈনিক মৃত্যু রাজ্যে, 56 শতাংশ শুধু দুই জেলায়

মথুরাপুরের শিক্ষকদের এই সাধু উদ্যোগের কথা জানতে পেরে তাঁদের পাশে দাঁড়িয়েছেন আরও 200 জন শিক্ষক-শিক্ষিকা । নিজেরাই চাঁদা তুলে মাস্ক স্যানিটাইজার কিনে কয়েকটি দলে ভাগ হয়ে গ্রামের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন শিক্ষকের দল ।

রায়দিঘি, 10 মে : প্রায় এক বছরের বেশি সময় ধরে বন্ধ স্কুল । এই অবস্থায় ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাসের পাশাপাশি করোনা সচেতনতায় পথে নামলেন প্রাথমিকের শিক্ষকরা । করোনা নিয়ে সচেতনতামূলক প্রচারে রায়দিঘির পথে নামলেন মথুরাপুর সার্কেলের বেশ কয়েকজন প্রাথমিক শিক্ষক । বিনামূল্যে বিতরণ করলেন মাস্ক, স্যানিটাইজ়ার ।

দেশে তথা রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ কিন্তু সুন্দরবনের প্রত্যন্ত রায়দিঘি গ্রামের মানুষ এখনও ততটা সচেতন নন । যদিও সরকারি নিয়ম মেনে বন্ধ স্কুল, দেখা নেই পড়ুয়াদের । এই অবস্থায় ঘরে বসে না থেকে সচেতনতা প্রচারে ট্যাবলো করে প্রচারে নামলেন শিক্ষকরা । গ্রামবাসীদের সচেতন করতে রোজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তায়, এমনকী বাড়ি বাড়ি গিয়ে মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি করে সচেতনতা প্রচার চালাচ্ছেন শিক্ষকরা ।

করোনা নিয়ে সচেতনতা বাড়াতে গ্রামে প্রচার শিক্ষক-শিক্ষিকাদের

আরও পড়ুন: 134 ! রেকর্ড দৈনিক মৃত্যু রাজ্যে, 56 শতাংশ শুধু দুই জেলায়

মথুরাপুরের শিক্ষকদের এই সাধু উদ্যোগের কথা জানতে পেরে তাঁদের পাশে দাঁড়িয়েছেন আরও 200 জন শিক্ষক-শিক্ষিকা । নিজেরাই চাঁদা তুলে মাস্ক স্যানিটাইজার কিনে কয়েকটি দলে ভাগ হয়ে গ্রামের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন শিক্ষকের দল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.