ETV Bharat / state

Sunderban trafficking : সুন্দরবনে নারীপাচার চক্রের পর্দা ফাঁস, গ্রেফতার 4 - নারী পাচার চক্র

করোনায় এমনিতেই মানুষের হাতে কাজ নেই, অর্থ নেই ৷ তাই এমন সময়ে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মহিলাদের অন্য রাজ্যে নিয়ে গিয়ে নাচের মাধ্যমে রোজগারের সুযোগের কথা জানায় ভিন রাজ্য থেকে আসা যুবকেরা ৷ সেই নারীপাচার চক্রের 4 জনকে গ্রেফতার করে সুন্দরবন জেলা পুলিশ ৷

চলছে নারীপাচার
চলছে নারীপাচার
author img

By

Published : Sep 9, 2021, 12:23 PM IST

সুন্দরবন, 9 সেপ্টেম্বর : প্রাকৃতিক দুর্যোগে কার্যত বিপর্যস্ত সুন্দরবন ৷ এর মধ্যে করোনার কারণে রোজগার নেই মানুষের । চরম আর্থিক সংকটের মুখে সুন্দরবনের মানুষজন । সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির মেয়ে-বউদের টার্গেট করত পড়শি রাজ্যের একদল যুবক । বাইরে নাচের সুযোগ করে দেওয়ার টোপে অন্যত্র 'চালানের' কুমতলবের অভিযোগে 3 যুবক ও 1 মহিলাকে বুধবার গ্রেফতার করে সুন্দরবন উপকূল থানার পুলিশ । বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলার কথা ।

সুন্দরবনে নারী পাচারের ঘটনা প্রায়শ খবরে উঠে আসে । মেয়েদের বিয়ের প্রলোভন কিংবা ভাল কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । যদিও ইদানীং জেলা পুলিশের তৎপরতায় একাধিক নারী পাচারচক্র ধরা পড়েছে । পুলিশি উদ্যোগে নানা সচেতনতা প্রচারও বেশ কাজে দিচ্ছে । তবু এসবের ফাঁক ফোকর গলে মাঝে মধ্যে ঢুকে পড়ে পাচারকারীরা । করোনার কারণে মানুষ কর্মহীন । তার উপর একের পর এক ঘটে গিয়েছে প্রাকৃতিক বিপর্যয় । ফলে দারিদ্র আরও প্রকট হয়েছে । যদিও এখন আর বিয়ের প্রলোভনে সীমাবদ্ধ নয় নারীপাচার ৷ ভিন রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে নাচের মাধ্যমে রোজগারের লোভ দেখিয়ে মেয়েদের বিক্রি করার চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে । এই চক্রের খোঁজ পায় গোসাবা ব্লকের সুন্দরবন উপকূল থানার পুলিশ ।

আরও পড়ুন : Electrcity Fraud At Bhangar: ভাঙড়ে মিটার বসানোর নামে গ্রাহকদের থেকে টাকা নেওয়ার অভিযোগ, তদন্তে বিদ্যুৎ দফতর

বুধবার আমতলি এলাকা থেকে একটি অভিযোগ আসে সুন্দরবন উপকূল থানার পুলিশের কাছে । ছোট মোল্লাখালির এক বাসিন্দা থানায় অভিযোগ দায়ের করেন যে, তাঁর স্ত্রী আগে বিহারে নাচের জন্য গিয়েছিলেন । কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারেন এই কাজ মোটেই সহজ পথের নয় । এরপর কোনওরকমে বাড়িতে ফিরে আসেন তাঁর স্ত্রী । এদিকে যাঁরা ছোট মোল্লাখালির ওই গৃহবধূকে নিয়ে গিয়েছিলেন, তাঁরাও ফের সুন্দরবনে হাজির হন । ওই মহিলাকে তাঁরা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য জোর দিচ্ছে বলে মহিলার স্বামী পুলিশের কাছে অভিযোগ জানান । আর এই ঘটনায় তিনি 4 জন সন্দেহভাজন ব্যক্তির কথা জানান পুলিশকে ।

ওই ব্যক্তির অভিযোগ, তাঁর স্ত্রীকে বিক্রি করে দেওয়ার ছক কষেছিল ওই মহিলা-সহ চারজন । চারজন যুবক একই সঙ্গে তাঁর এলাকায় চলে এসেছেন বিহার থেকে । এই গুরুতর অভিযোগ পেয়ে সুন্দরবন উপকূল থানার পুলিশ আমতলি এলাকায় হানা দিয়ে বিহারের সিওয়ান জেলার বাসিন্দা রাকেশ তিওয়ারি ও তার স্ত্রী রত্না সর্দার, পবন গুপ্ত ও অরিজিৎ মাজিকে গ্রেফতার করে ।

পুলিশি জেরায় জানা গিয়েছে, ধৃতরা আমতলির ছোট মোল্লাখালির ওই অভিযোগকারীর স্ত্রীর পাশাপাশি পাশের কুমিরমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়েছিলেন । সেখানেও একাধিক নাবালিকাকে নাচের সুযোগ করে দেওয়ার কথা বলেছিলে তারা । এতে ভাল রোজগার হবে বলে আশ্বস্ত করেছিলেন গ্রামের মহিলাদের ।

সুন্দরবন, 9 সেপ্টেম্বর : প্রাকৃতিক দুর্যোগে কার্যত বিপর্যস্ত সুন্দরবন ৷ এর মধ্যে করোনার কারণে রোজগার নেই মানুষের । চরম আর্থিক সংকটের মুখে সুন্দরবনের মানুষজন । সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির মেয়ে-বউদের টার্গেট করত পড়শি রাজ্যের একদল যুবক । বাইরে নাচের সুযোগ করে দেওয়ার টোপে অন্যত্র 'চালানের' কুমতলবের অভিযোগে 3 যুবক ও 1 মহিলাকে বুধবার গ্রেফতার করে সুন্দরবন উপকূল থানার পুলিশ । বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলার কথা ।

সুন্দরবনে নারী পাচারের ঘটনা প্রায়শ খবরে উঠে আসে । মেয়েদের বিয়ের প্রলোভন কিংবা ভাল কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । যদিও ইদানীং জেলা পুলিশের তৎপরতায় একাধিক নারী পাচারচক্র ধরা পড়েছে । পুলিশি উদ্যোগে নানা সচেতনতা প্রচারও বেশ কাজে দিচ্ছে । তবু এসবের ফাঁক ফোকর গলে মাঝে মধ্যে ঢুকে পড়ে পাচারকারীরা । করোনার কারণে মানুষ কর্মহীন । তার উপর একের পর এক ঘটে গিয়েছে প্রাকৃতিক বিপর্যয় । ফলে দারিদ্র আরও প্রকট হয়েছে । যদিও এখন আর বিয়ের প্রলোভনে সীমাবদ্ধ নয় নারীপাচার ৷ ভিন রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে নাচের মাধ্যমে রোজগারের লোভ দেখিয়ে মেয়েদের বিক্রি করার চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে । এই চক্রের খোঁজ পায় গোসাবা ব্লকের সুন্দরবন উপকূল থানার পুলিশ ।

আরও পড়ুন : Electrcity Fraud At Bhangar: ভাঙড়ে মিটার বসানোর নামে গ্রাহকদের থেকে টাকা নেওয়ার অভিযোগ, তদন্তে বিদ্যুৎ দফতর

বুধবার আমতলি এলাকা থেকে একটি অভিযোগ আসে সুন্দরবন উপকূল থানার পুলিশের কাছে । ছোট মোল্লাখালির এক বাসিন্দা থানায় অভিযোগ দায়ের করেন যে, তাঁর স্ত্রী আগে বিহারে নাচের জন্য গিয়েছিলেন । কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারেন এই কাজ মোটেই সহজ পথের নয় । এরপর কোনওরকমে বাড়িতে ফিরে আসেন তাঁর স্ত্রী । এদিকে যাঁরা ছোট মোল্লাখালির ওই গৃহবধূকে নিয়ে গিয়েছিলেন, তাঁরাও ফের সুন্দরবনে হাজির হন । ওই মহিলাকে তাঁরা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য জোর দিচ্ছে বলে মহিলার স্বামী পুলিশের কাছে অভিযোগ জানান । আর এই ঘটনায় তিনি 4 জন সন্দেহভাজন ব্যক্তির কথা জানান পুলিশকে ।

ওই ব্যক্তির অভিযোগ, তাঁর স্ত্রীকে বিক্রি করে দেওয়ার ছক কষেছিল ওই মহিলা-সহ চারজন । চারজন যুবক একই সঙ্গে তাঁর এলাকায় চলে এসেছেন বিহার থেকে । এই গুরুতর অভিযোগ পেয়ে সুন্দরবন উপকূল থানার পুলিশ আমতলি এলাকায় হানা দিয়ে বিহারের সিওয়ান জেলার বাসিন্দা রাকেশ তিওয়ারি ও তার স্ত্রী রত্না সর্দার, পবন গুপ্ত ও অরিজিৎ মাজিকে গ্রেফতার করে ।

পুলিশি জেরায় জানা গিয়েছে, ধৃতরা আমতলির ছোট মোল্লাখালির ওই অভিযোগকারীর স্ত্রীর পাশাপাশি পাশের কুমিরমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়েছিলেন । সেখানেও একাধিক নাবালিকাকে নাচের সুযোগ করে দেওয়ার কথা বলেছিলে তারা । এতে ভাল রোজগার হবে বলে আশ্বস্ত করেছিলেন গ্রামের মহিলাদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.