জয়নগর, 18 এপ্রিল : স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না দীর্ঘদিন ধরেই ৷ শুধুমাত্র এই কারণে স্ত্রীকে পুড়িয়ে মারার পরিকল্পনা করে স্বামী ৷ আর সেই কাজ করতে গিয়ে ঘটে যায় বিপত্তি ৷ শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেয় ওই ব্য়ক্তি ৷ সেই আগুনের হাত থেকে তার স্ত্রী বেঁচে গেলেও প্রাণ যায় বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার মানিকনগর এলাকায় ৷
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত রামকৃষ্ণ মালিকে গ্রেফতার করা হয়েছে ৷ নিহত দম্পতির নাম সুবল সর্দার ও কাজল সর্দার ৷
প্রতিবেশীরা জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ভালো ছিল না রামকৃষ্ণের ৷ তাই বাপের বাড়িতে থাকছিলেন ওই মহিলা ৷ সেখানেই তাঁকে পুড়িয়ে মারার পরিকল্পনা করে রামকৃষ্ণ ৷
আরও পড়ুন : বোলপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ
শনিবার রাতে আচমকাই শ্বশুরবাড়ির একটি ঘরে আগুন লাগিয়ে দেয় সে ৷ তাতে দগ্ধ হয়ে গুরুতর জখম হন ওই প্রৌঢ় দম্পতি ৷ স্থানীয় বাসিন্দারাই আগুন নিভিয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যান ৷ অবস্থার অবনতি হওয়ায় দু’জনকেই কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করতে বলা হয় ৷ কিন্তু কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্য়ু হয় প্রৌঢ় দম্পতির ৷ তাঁদের জামাই রামকৃষ্ণ মালিকে গ্রেফতার করেছে পুলিশ ৷