ETV Bharat / state

Dead Body Recover: সেপটিক ট্যাংক থেকে উদ্ধার বালকের দেহ - দক্ষিণ 24 পরগনার খবর

মার্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ 24 পরগনায় ৷ তেঁতুল পাড়তে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে মৃত ছ’ বছরের বালক (Unnatural Death of a Child) ৷ বৃহস্পতিবার কুলতলিতে ঘটেছে দুঃখজনক ঘটনাটি ৷ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷

Dead Body Recover
সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু বালকের
author img

By

Published : Jan 6, 2023, 9:24 PM IST

সেপটিক ট্যাংক থেকে বালকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কুলতলি, 6 জানুয়ারি: তেতুল পাড়তে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু বালকের (Body recovered from septic tank)৷ বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার বাবুরচক এলাকায় দুঃখজনক ঘটনাটি ঘটেছে ৷ মৃত বালকের নাম রাজেশ মণ্ডল (6) ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার খাওয়া-দাওয়ার পর যখন রাজেশের মা স্থানীয় পুুকুরে বাসন মাজতে যান ৷ সেই সুযোগেই বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় রাজেশ ৷ মা বাড়ি এসে রাজেশকে আর খুঁজে পায় না । পরিবারের সকলেই এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দেন ৷ কিন্তু কোনভাবেই নিখোঁজ রাজেশকে খুঁজে পাওয়া যায়নি । পরিবারের লোকেরা আতঙ্কিত হয়ে রাতেই কুলতলী থানার দারস্থ হয় । পুলিশকে পুরো বিষয়টি জানান ৷ পরিবারের লোকজনের কথার ভিত্তিতেই কুলতলী থানার পুলিশ তদন্ত শুরু করে ।

রাজেশের ভাই বিনোদ কুমার বলেন, "বৃহস্পতিবার দুপুরের পর থেকে হঠাৎই রাজেশ নিখোঁজ হয়ে যায় ৷ দীর্ঘ সময় ভাইয়ের খোঁজ না পেয়ে পুলিশকে বিষয়টি জানাই ৷ পুলিশ এসে বিভিন্ন জায়গা খোঁজার পর, সেপটিক ট্যাংকে তল্লাশি চালায় ৷ অবশেষে সেখান থেকেই উদ্ধার হয় রাজেশের দেহ ৷"

আরও পড়ুন: কোচবিহারে নির্মীয়মাণ সেপটিক ট্যাংকে নেমে মৃত 2

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাজেশ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়েছিল । তারপর বাড়ি থেকে কিছুটা দূরে একটি তেঁতুল গাছ থেকে তেতুল পারছিল । সেখানে একটি সেপটিক ট্যাংক আছে ৷ সেই সময় অসাবধানতা বশত সেপটিক ট্যাংকে পড়ে যায় রাজেশ । তবে এই পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ । ইতিমধ্যেই বালকের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়ছে ৷ এই ঘটনার পরই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আরও পড়ুন: মা'কে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলল ছেলে

সেপটিক ট্যাংক থেকে বালকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কুলতলি, 6 জানুয়ারি: তেতুল পাড়তে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু বালকের (Body recovered from septic tank)৷ বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার বাবুরচক এলাকায় দুঃখজনক ঘটনাটি ঘটেছে ৷ মৃত বালকের নাম রাজেশ মণ্ডল (6) ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার খাওয়া-দাওয়ার পর যখন রাজেশের মা স্থানীয় পুুকুরে বাসন মাজতে যান ৷ সেই সুযোগেই বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় রাজেশ ৷ মা বাড়ি এসে রাজেশকে আর খুঁজে পায় না । পরিবারের সকলেই এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দেন ৷ কিন্তু কোনভাবেই নিখোঁজ রাজেশকে খুঁজে পাওয়া যায়নি । পরিবারের লোকেরা আতঙ্কিত হয়ে রাতেই কুলতলী থানার দারস্থ হয় । পুলিশকে পুরো বিষয়টি জানান ৷ পরিবারের লোকজনের কথার ভিত্তিতেই কুলতলী থানার পুলিশ তদন্ত শুরু করে ।

রাজেশের ভাই বিনোদ কুমার বলেন, "বৃহস্পতিবার দুপুরের পর থেকে হঠাৎই রাজেশ নিখোঁজ হয়ে যায় ৷ দীর্ঘ সময় ভাইয়ের খোঁজ না পেয়ে পুলিশকে বিষয়টি জানাই ৷ পুলিশ এসে বিভিন্ন জায়গা খোঁজার পর, সেপটিক ট্যাংকে তল্লাশি চালায় ৷ অবশেষে সেখান থেকেই উদ্ধার হয় রাজেশের দেহ ৷"

আরও পড়ুন: কোচবিহারে নির্মীয়মাণ সেপটিক ট্যাংকে নেমে মৃত 2

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাজেশ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়েছিল । তারপর বাড়ি থেকে কিছুটা দূরে একটি তেঁতুল গাছ থেকে তেতুল পারছিল । সেখানে একটি সেপটিক ট্যাংক আছে ৷ সেই সময় অসাবধানতা বশত সেপটিক ট্যাংকে পড়ে যায় রাজেশ । তবে এই পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ । ইতিমধ্যেই বালকের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়ছে ৷ এই ঘটনার পরই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আরও পড়ুন: মা'কে খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলল ছেলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.