ETV Bharat / state

Odisha Train Accident: বালাসোর ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ পরগনা জেলায় মৃত 7, নিখোঁজ অনেক - Karamandal accident

বালাসোর ট্রেন দুর্ঘটনায় মৃত্যু মিছিলে এ রাজ্য়ের সংখ্যাই বেশি । এর মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলায় এখনও পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর ৷ নিখোঁজ অনেকে ।

Coromandel Express Accident News
করমণ্ডল দুর্ঘটনায় এই জেলায় মৃত্যু হয়েছে 7 জনের
author img

By

Published : Jun 3, 2023, 8:22 PM IST

বালাসোর ট্রেন দুর্ঘটনায় স্বজনহারার কান্না

ডায়মন্ড হারবার, 3 জুন: ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ 24 পরগনা জেলায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে শোকসংবাদ। এখনও পর্যন্ত অনেকে নিখোঁজ হয়েছে এই দুর্ঘটনায় । দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের 3 নং নস্কর পাড়ার বাসিন্দা মইনউদ্দিন শেখ ও শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামনগরের বাসিন্দা হালিম মোল্লা । শুক্রবার তামিলনাড়ুতে কাজে যাচ্ছিলেন ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় দু'জনের । পরিবারের কাছে শুক্রবার সন্ধ্যায় এই দুঃসংবাদ আসে এরপর কান্নায় ভেঙে পড়ে দুই পরিবারের সদস্যরা ।

অন্যদিকে বাসন্তীর ছনেখালি এলাকার সাত জনের একটি দল অন্ধপ্রদেশে চাষের কাজে যোগদান করার জন্য করমণ্ডল এক্সপ্রেসে চড়েন । কিন্তু ওড়িশার বালাসোরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি । মৃত্যু হয় পাঁচ জনের । এই দুর্ঘটনার জেরে জেলার অনেক বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে । নিখোঁজের পরিবারের লোকজন উৎকণ্টার মধ্যে রয়েছেন ।

আরও পড়ুন: বালাসোর ট্রেন বিপর্যয়ে দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিখোঁজ হয়েছে গঙ্গাসাগর পোস্টাল থানার অন্তর্গত বেগুয়াখালির তিন বাসিন্দা । তাদের নাম সুব্রত হালদার, স্বপন প্রামাণিক ও কার্তিক পাইক । এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনার অপর প্রান্ত জয়নগরের এক যুবকের খোঁজ মেলেনি । সঞ্জীব মণ্ডল ( 22) জয়নগর থানার সরবেড়িয়ার বাসিন্দা ৷ সঞ্জীব মণ্ডলের পরিবারের দাবি শুক্রবার দুপুরে দিনমজুর কাজের জন্য কেরলের উদ্দেশ্যে জয়নগরের সরবেড়িয়া থেকে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের জন্য শালিমার উদ্দেশ্যে রওনা দেন ৷

পরিবারের লোকজন ট্রেন দুর্ঘটনার খবর জানতে পেরে রাত থেকে সকাল পর্যন্ত তার ফোনে একাধিকবার ফোন করলেও তাঁর সঙ্গে কথা বলতে পারেননি ৷ প্রশাসনের দ্বারস্থ হয়েছে সঞ্জীব মণ্ডলের পরিবার ৷ সঞ্জীব মণ্ডল কি পরিস্থিতিতে আছে, সেই বিষয়ে চিন্তায় পরিবার । অন্যদিকে কেরলে কাজে যোগদান করতে যাওয়ার সময় ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে জীবিত অবস্থায় বাড়িতে এসে পৌঁছয় দক্ষিণ 24 পরগনার নামখানার দেবনগরের 6 জন বাসিন্দা । শনিবার বাড়িতে এসে পৌঁছয় ৷ নামখানার বাসিন্দা সঞ্জয় সামন্ত, টোটন পাত্র, কুনাল দাস, তাপস নাইয়া, বুদ্ধদেব মণ্ডল, সুজিত পাইক ।

আরও পড়ুন: হাজারেরও বেশি যাত্রী নিয়ে বালাসোর থেকে হাওড়ায় আসছে দু'টি ট্রেন

বালাসোর ট্রেন দুর্ঘটনায় স্বজনহারার কান্না

ডায়মন্ড হারবার, 3 জুন: ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ 24 পরগনা জেলায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে শোকসংবাদ। এখনও পর্যন্ত অনেকে নিখোঁজ হয়েছে এই দুর্ঘটনায় । দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের 3 নং নস্কর পাড়ার বাসিন্দা মইনউদ্দিন শেখ ও শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামনগরের বাসিন্দা হালিম মোল্লা । শুক্রবার তামিলনাড়ুতে কাজে যাচ্ছিলেন ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় দু'জনের । পরিবারের কাছে শুক্রবার সন্ধ্যায় এই দুঃসংবাদ আসে এরপর কান্নায় ভেঙে পড়ে দুই পরিবারের সদস্যরা ।

অন্যদিকে বাসন্তীর ছনেখালি এলাকার সাত জনের একটি দল অন্ধপ্রদেশে চাষের কাজে যোগদান করার জন্য করমণ্ডল এক্সপ্রেসে চড়েন । কিন্তু ওড়িশার বালাসোরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি । মৃত্যু হয় পাঁচ জনের । এই দুর্ঘটনার জেরে জেলার অনেক বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে । নিখোঁজের পরিবারের লোকজন উৎকণ্টার মধ্যে রয়েছেন ।

আরও পড়ুন: বালাসোর ট্রেন বিপর্যয়ে দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিখোঁজ হয়েছে গঙ্গাসাগর পোস্টাল থানার অন্তর্গত বেগুয়াখালির তিন বাসিন্দা । তাদের নাম সুব্রত হালদার, স্বপন প্রামাণিক ও কার্তিক পাইক । এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনার অপর প্রান্ত জয়নগরের এক যুবকের খোঁজ মেলেনি । সঞ্জীব মণ্ডল ( 22) জয়নগর থানার সরবেড়িয়ার বাসিন্দা ৷ সঞ্জীব মণ্ডলের পরিবারের দাবি শুক্রবার দুপুরে দিনমজুর কাজের জন্য কেরলের উদ্দেশ্যে জয়নগরের সরবেড়িয়া থেকে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের জন্য শালিমার উদ্দেশ্যে রওনা দেন ৷

পরিবারের লোকজন ট্রেন দুর্ঘটনার খবর জানতে পেরে রাত থেকে সকাল পর্যন্ত তার ফোনে একাধিকবার ফোন করলেও তাঁর সঙ্গে কথা বলতে পারেননি ৷ প্রশাসনের দ্বারস্থ হয়েছে সঞ্জীব মণ্ডলের পরিবার ৷ সঞ্জীব মণ্ডল কি পরিস্থিতিতে আছে, সেই বিষয়ে চিন্তায় পরিবার । অন্যদিকে কেরলে কাজে যোগদান করতে যাওয়ার সময় ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে জীবিত অবস্থায় বাড়িতে এসে পৌঁছয় দক্ষিণ 24 পরগনার নামখানার দেবনগরের 6 জন বাসিন্দা । শনিবার বাড়িতে এসে পৌঁছয় ৷ নামখানার বাসিন্দা সঞ্জয় সামন্ত, টোটন পাত্র, কুনাল দাস, তাপস নাইয়া, বুদ্ধদেব মণ্ডল, সুজিত পাইক ।

আরও পড়ুন: হাজারেরও বেশি যাত্রী নিয়ে বালাসোর থেকে হাওড়ায় আসছে দু'টি ট্রেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.