ETV Bharat / state

vaccine case: সোনারপুরে ভ্যাকসিন কাণ্ডের তদন্তে 7 স্বাস্থ্যকর্মীকে নোটিশ

সোনারপুরে মিঠুন মণ্ডলের ভ্যাকসিন দেওয়ার ঘটনার তদন্তের তোড়জোড় শুরু করল সোনারপুর থানার পুলিশ ৷ ইতিমধ্যেই হেল্থ সেন্টারের 7 কর্মীকে নোটিশ দেওয়া হয়েছে ৷

author img

By

Published : Jul 27, 2021, 5:42 PM IST

vaccine case
সোনারপুরের ঘটনার তদন্তের তোড়জোড় শুরু করল পুলিশ

সোনারপুর, 27 জুলাই: বেআইনিভাবে ভ্যাকসিন ক্যাম্প চালানোর অভিযোগে শনিবার গ্রেফতার হয়েছিলেন স্বাস্থ্য দফতরের কর্মী মিঠুন মণ্ডল ৷ এবার ঘটনার তদন্ত শুরু করতে চলেছে সোনারপুর থানার পুলিশ ৷

পঞ্চগ্রাম প্রাইমারি হেলথ সেন্টারের মোট সাতজন কর্মীকে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে ঘটনার তদন্ত চালানোর তোড়জোড় করছে সোনারপুর থানার পুলিশ । গত তিনদিন পুলিশি হেফাজতে থাকার পর মিঠুনকে আজ ফের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় । আজকেও মিঠুনকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় । 11 দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হবে বলে, পুলিশ সূত্রে খবর । ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে হেল্থ সেন্টারের মোট 7 জন কর্মীকে।

আরও পড়ুন: ভ্যাকসিন প্রাপকদের তালিকা তৈরি করছে সোনারপুর থানা

এদিকে মিঠুনের কাছে থেকে ভ্যাকসিন নিয়েছেন এমন আরও মানুষের খোঁজ পাওয়া গেল। গতকাল পর্যন্ত জানা ছিল 40 জন মিঠুনের থেকে ভ্যাকসিন নিয়েছেন । আজকে জানা যায়, 40 নয়, 50 জন ভ্যাকসিন নিয়েছেন । পুলিশ সূত্রে খবর, যাঁরা ভ্যাকসিন নিয়েছিলেন তাঁদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবছে সোনারপুর থানার পুলিশ । ইতিমধ্যেই যাঁরা ভ্যাকসিন নিয়েছিলেন তাঁদের সঙ্গেও কথা বলছে পুলিশ ৷ স্বাস্থ্যকেন্দ্রের আর কেউ মিঠুনের সঙ্গে যুক্ত আছে কিনা তারও তদন্ত করা হচ্ছে । যারা মিঠুনের ভ্যাকসিন ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়েছিলেন তাঁরা রীতিমতো আতঙ্কে রয়েছেন ।

সোনারপুর, 27 জুলাই: বেআইনিভাবে ভ্যাকসিন ক্যাম্প চালানোর অভিযোগে শনিবার গ্রেফতার হয়েছিলেন স্বাস্থ্য দফতরের কর্মী মিঠুন মণ্ডল ৷ এবার ঘটনার তদন্ত শুরু করতে চলেছে সোনারপুর থানার পুলিশ ৷

পঞ্চগ্রাম প্রাইমারি হেলথ সেন্টারের মোট সাতজন কর্মীকে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে ঘটনার তদন্ত চালানোর তোড়জোড় করছে সোনারপুর থানার পুলিশ । গত তিনদিন পুলিশি হেফাজতে থাকার পর মিঠুনকে আজ ফের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় । আজকেও মিঠুনকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় । 11 দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হবে বলে, পুলিশ সূত্রে খবর । ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে হেল্থ সেন্টারের মোট 7 জন কর্মীকে।

আরও পড়ুন: ভ্যাকসিন প্রাপকদের তালিকা তৈরি করছে সোনারপুর থানা

এদিকে মিঠুনের কাছে থেকে ভ্যাকসিন নিয়েছেন এমন আরও মানুষের খোঁজ পাওয়া গেল। গতকাল পর্যন্ত জানা ছিল 40 জন মিঠুনের থেকে ভ্যাকসিন নিয়েছেন । আজকে জানা যায়, 40 নয়, 50 জন ভ্যাকসিন নিয়েছেন । পুলিশ সূত্রে খবর, যাঁরা ভ্যাকসিন নিয়েছিলেন তাঁদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবছে সোনারপুর থানার পুলিশ । ইতিমধ্যেই যাঁরা ভ্যাকসিন নিয়েছিলেন তাঁদের সঙ্গেও কথা বলছে পুলিশ ৷ স্বাস্থ্যকেন্দ্রের আর কেউ মিঠুনের সঙ্গে যুক্ত আছে কিনা তারও তদন্ত করা হচ্ছে । যারা মিঠুনের ভ্যাকসিন ক্যাম্প থেকে ভ্যাকসিন নিয়েছিলেন তাঁরা রীতিমতো আতঙ্কে রয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.