ETV Bharat / state

গুদামে হানা দিয়ে উদ্ধার বেআইনি ডিজেল-কেরোসিন, কাকদ্বীপে পুলিশের জালে ১

author img

By

Published : Jun 14, 2021, 11:28 AM IST

তেলের গুদামে হানা দিয়ে উদ্ধার 36 ব্যারেল বেআইনি ডিজেল ও প্রচুর পরিমাণে কেরোসিন তেল ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয় খোকন রানাকে ৷ তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷

তেলের গুদামে হানা দিয়ে উদ্ধার বেআইনি তেল, কাকদ্বীপে পুলিশের জালে ১
তেলের গুদামে হানা দিয়ে উদ্ধার বেআইনি তেল, কাকদ্বীপে পুলিশের জালে ১

কাকদ্বীপ, 14 জুন: তেলের গুদামে হানা দিয়ে উদ্ধার হল 36 ব্যারেল বেআইনি ডিজেল, পাশাপাশি গ্রেফতার করা হল খোকন রানা নামে এক ব্যক্তিকে ৷

গোপন সূত্রে খবর পেয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ শনিবার বিকেলে কাকদ্বীপের অক্ষয়নগর এলাকার সামন্তরচকের মহাদেব রানার গুদামে হানা দেয় পুলিশ। সেখানেই কর্মচারী ছিলেন খোকন রানা ৷ ওই গুদাম থেকে ৩৬ ব্যারেল ডিজেল ও প্রচুর পরিমাণে কেরোসিন তেল বাজেয়াপ্ত করে পুলিশ । যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা । এই ঘটনায় খোকন রানাকে রবিবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারপতি তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন: চারা লাগিয়েই বাড়ি ঢুকতে পারবে এই গ্রামের নব বিবাহিতরা

ওই বেআইনি গুদামে ডিজেলের সঙ্গে কেরোসিন তেল মিশিয়ে বাজারে বিক্রি করা হত বলে প্রাথমিক অনুমান পুলিশের ।

কাকদ্বীপ, 14 জুন: তেলের গুদামে হানা দিয়ে উদ্ধার হল 36 ব্যারেল বেআইনি ডিজেল, পাশাপাশি গ্রেফতার করা হল খোকন রানা নামে এক ব্যক্তিকে ৷

গোপন সূত্রে খবর পেয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ শনিবার বিকেলে কাকদ্বীপের অক্ষয়নগর এলাকার সামন্তরচকের মহাদেব রানার গুদামে হানা দেয় পুলিশ। সেখানেই কর্মচারী ছিলেন খোকন রানা ৷ ওই গুদাম থেকে ৩৬ ব্যারেল ডিজেল ও প্রচুর পরিমাণে কেরোসিন তেল বাজেয়াপ্ত করে পুলিশ । যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা । এই ঘটনায় খোকন রানাকে রবিবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারপতি তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন: চারা লাগিয়েই বাড়ি ঢুকতে পারবে এই গ্রামের নব বিবাহিতরা

ওই বেআইনি গুদামে ডিজেলের সঙ্গে কেরোসিন তেল মিশিয়ে বাজারে বিক্রি করা হত বলে প্রাথমিক অনুমান পুলিশের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.