ETV Bharat / state

Patient commits Suicide : ডায়মন্ডহারবার হাসপাতালে রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার - Patient commits Suicide

কয়েকদিন আগে পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন তাপসী হালদার ৷ যন্ত্রণা না কমায় হাসপাতালেই আত্মঘাতী হলেন তিনি (Patient commits Suicide in the Hospital) ৷

Patient
প্রশ্নের মুখে হাসপাতালের দায়বদ্ধতা
author img

By

Published : Dec 15, 2021, 11:55 AM IST

ডায়মন্ডহারবার, 15 ডিসেম্বর : বেশ কয়েকদিন ধরে পেটে অসহ্য যন্ত্রণা । প্রথমে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল, তারপরেও যন্ত্রণা না কমায় সেখান থেকে তাপসী হালদারকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে । যন্ত্রণা না কমায় সেখানেই আত্মঘাতী হলেন রোগী (Patient commits Suicide in the Hospital) ৷

মঙ্গলবার রাতে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালের বাথরুমে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে রাতে চাঞ্চল্য ছড়ায় ৷ মৃত তাপসী হালদার (32) কাকদ্বীপের হারুউডপয়েন্ট উপকূল থানার মানিকগঞ্জ এলাকার বাসিন্দা । হাসপাতাল সূত্রের খবর, গত কয়েকদিন আগে পেটের যন্ত্রণা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন কাকদ্বীপ মহকুমা হাসপাতালে । সোমবার তাঁকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে । মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি । বছর দুই আগে গলব্লাডার অপারেশন হওয়ার পরেও পেটের যন্ত্রণা কমেনি ।

আরও পড়ুন : ডায়মন্ডহারবার উপ-সংশোধনাগারে মৃত্যু বিচারাধীন বন্দির

হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । রোগ যন্ত্রণায় ভুগতে ভুগতে মানসিক অবসাদের জেরে ওই মহিলা আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের চোখ এড়িয়ে কিভাবে ওই রোগী বাথরুমে আত্মহত্যা করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে ।

ডায়মন্ডহারবার, 15 ডিসেম্বর : বেশ কয়েকদিন ধরে পেটে অসহ্য যন্ত্রণা । প্রথমে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল, তারপরেও যন্ত্রণা না কমায় সেখান থেকে তাপসী হালদারকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে । যন্ত্রণা না কমায় সেখানেই আত্মঘাতী হলেন রোগী (Patient commits Suicide in the Hospital) ৷

মঙ্গলবার রাতে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালের বাথরুমে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে রাতে চাঞ্চল্য ছড়ায় ৷ মৃত তাপসী হালদার (32) কাকদ্বীপের হারুউডপয়েন্ট উপকূল থানার মানিকগঞ্জ এলাকার বাসিন্দা । হাসপাতাল সূত্রের খবর, গত কয়েকদিন আগে পেটের যন্ত্রণা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন কাকদ্বীপ মহকুমা হাসপাতালে । সোমবার তাঁকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে । মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি । বছর দুই আগে গলব্লাডার অপারেশন হওয়ার পরেও পেটের যন্ত্রণা কমেনি ।

আরও পড়ুন : ডায়মন্ডহারবার উপ-সংশোধনাগারে মৃত্যু বিচারাধীন বন্দির

হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । রোগ যন্ত্রণায় ভুগতে ভুগতে মানসিক অবসাদের জেরে ওই মহিলা আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের চোখ এড়িয়ে কিভাবে ওই রোগী বাথরুমে আত্মহত্যা করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.