বিষ্ণুপুর , 18 এপ্রিল : বিষ্ণুপুর থানার অন্তর্গত 117 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে প্রাণ হারালেন এক ব্যক্তি ৷ মৃতের নাম উত্তম পাল ৷ আহত 15 ৷
সূত্রের খবর অনুযায়ী , জাতীয় সড়কের দু'পাশে যে সমস্ত স্থানে জলাধার রয়েছে , সেই জলাধারগুলি ভরাট করতে মাটি ফেলা হচ্ছে সেখানে এবং সেই মাটির টুকরো 117 নম্বর জাতীয় সড়কের উপরে পড়ে থাকছে ৷ যা বৃষ্টি সংস্পর্শে এলেই মৃত্যুর ফাঁদ তৈরি করছে যাত্রীদের জন্য ।
স্থানীয় বাসিন্দা দিলীপ মণ্ডল দাবি করেন , তাঁর সামনে মাত্র একদিনে একশো থেকে দেড়শো জন আরোহী এই রাস্তায় পড়ে গিয়েছেন ৷ স্থানীয় থানাতে তাঁরা বিষয়টি জানালেও তাতে কোনও ভ্রূক্ষেপ করেনি প্রশাসন ৷
এর আগেও এই সড়কে দুর্ঘটনায় মারা গিয়েছেন অনেকে ৷
প্রায়ই এই সড়কে এমন দুর্ঘটনা ঘটেই চলেছে ৷ অথচ কোনও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না স্থানীয় প্রশাসনের তরফ থেকে ৷
অবাক করার মতন বিষয় হল এই যে , 117 নম্বর সড়ক থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে বিষ্ণুপুর থানা ৷ তারপরও এই সড়ক সম্বন্ধে প্রশাসনের এতখানি উদাসীনতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ৷
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের আবহে লেগেছে রাজনীতির রঙও ৷ এই ঘটনার জন্য বিজেপি দায়ী করছে তৃণমূলকেই ৷ তবে তৃণমূলও এই দায়কে অস্বীকার করেছে ৷
ডায়মন্ড হারবারের বিজেপি সহ-সভাপতি সুফল ঘাতু বলেন , "আমরা বরাবর এই সমস্ত বেআইনিভাবে মাটি কাটা , প্রমোটিং ও প্রকল্পের বিরোধিতা করি ৷ ঘটনায় শাসকদল জড়িত ৷ আজকে তাদের কাছে মানুষের কোনও দাম নেই ৷ পুলিশও এখন তাঁদের দলদাসে পরিণত হয়েছে ৷ যা খুবই দুঃখজনক ৷"