সোনারপুর, 16 নভেম্বর: হবু স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় গেলেন এক তরুণী । তাঁর অভিযোগ, বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর বাড়িতে ডেকে হবু স্বামী তাঁকে ধর্ষণ করে । তারপর গর্ভবতী হয়ে পড়লে, জোর করে গর্ভপাত করাতেও বাধ্য করে তাঁকে । বিষয়টি সামনে আসার পর থেকেই পলাতক ওই যুবক । পুলিশ তার খোঁজ শুরু করেছে ।
পেশায় মডেল, 25 বছরের ওই তরুণী সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । আদতে নদিয়ার বাসিন্দা ওই তরুণী বিগত পাঁচ বছর ধরে যাদপুর এলাকায় ঘরভাড়ায় থাকেন । অভিযুক্ত যুবকের বাড়ি সোনারপুরের ঘাসিয়াড়া এলাকায় । নাম অভিজিৎ সর্দার । সে কলকাতার একটি জনপ্রিয় পানশালায় কর্মরত বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন: In-laws abuse : কালো বউকে লোহার রড দিয়ে পেটানো হল শ্বশুরবাড়িতে
পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, ফেসবুকে অভিজিতের সঙ্গে আলাপ তাঁর । তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে । নভেম্বরের শেষে বিয়ে করবেন বলেও ঠিক হয়ে গিয়েছিল । বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পর, সকলের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য গত 3 আগস্ট তাঁকে সোনারপুরের বাড়িতে ডাকে অভিজিৎ ।
কিন্তু নির্যাতিতার অভিযোগ, তিনি গিয়ে দেখেন অভিজিৎ ছাড়া কেউ নেই বাড়িতে । সেই সুযোগে তাঁকে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয় । কিছুদিন পর অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান তিনি । দেখা যায়, গর্ভবতী তিনি । বিষয়টি জানালে ফের তাঁকে বাড়িতে ডেকে পাঠায় অভিজিৎ ।
আরও পড়ুন: Sundarbans Tiger Attack : ফের বাঘের হানায় সুন্দরবনে জখম মৎস্যজীবী
সেখানে বাড়ির লোকজনের সঙ্গে মিলে অভিজিৎ তাঁকে ভয় দেখায় এবং গর্ভপাতের জন্য জোর করে বলে অভিযোগ নির্যাতিতার । তাঁর অভিযোগ, গর্ভপাতে রাজি না হলে আরও রেগে যায় অভিজিৎ । তাঁকে মারধর করে । ঘুষি মারেন তলপেটে । বাড়িতে আটকে রেখে জোর করে গর্ভপাত করিয়ে দেয় । কারও কাছে মুখ খুললে অভিজিৎ তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলেও অভিযোগ নির্যাতিতার ।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ । কিন্তু ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত । তার খোঁজ করছে পুলিশ । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিজিতের পরিবার এবং পাড়া-প্রতিবেশীদেরও ।