ETV Bharat / state

হাসপাতাল চত্বরের গাছতলায় প্রসব, মা ও ছেলে সুস্থ - Maternity delivery in the hospital premises

হাসপাতাল চত্বরে প্রসব । বর্তমানে মা ও সন্তান সুস্থ । পরিবারের সকলে খুশি ।

The pregnant mother gave birth
The pregnant mother gave birth
author img

By

Published : Feb 22, 2021, 4:27 PM IST

ক্যানিং, 22 ফেব্রুয়ারি : হাসপাতাল চত্বরে প্রসব করলেন এক যুবতি । গতরাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালের প্রধান ফটকের সামনে । ঘটনার কথা জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি যুবতি ও সদ্যজাতকে নিয়ে যায় প্রসূতি বিভাগে ।

আরও পড়ুন : বেতন না পেয়ে প্রসূতি বিভাগে তালা মেরে কর্মবিরতির ডাক স্বাস্থ্যকর্মীদের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মণিরা হালদার নামে এক প্রসূতি গতরাতে সন্তান প্রসব করেন । যার ওজন 3 কেজি 400 গ্রাম । বর্তমানে মা ও সন্তান দুজন সুস্থ রয়েছেন । গতকাল সন্ধ্যেয় প্রসব বেদনা শুরু হলে প্রসূতির বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে যায় । সেই সময় কর্তব্যরত চিকিৎসক, নার্সরা প্রসূতিকে দেখে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেয় ।

সেই সময় প্রসূতিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য খোঁজ করতে থাকেন । তখন হাসপাতালের প্রধান ফটকের সামনে গাছতলায় সন্তান প্রসব করেন যুবতি । যুবতির প্রথমে তিন বছরের এক কন্যা রয়েছে । দ্বিতীয়বার পুত্র সন্তান হওয়ায় পরিবারের সকলে খুশি ।

ক্যানিং, 22 ফেব্রুয়ারি : হাসপাতাল চত্বরে প্রসব করলেন এক যুবতি । গতরাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালের প্রধান ফটকের সামনে । ঘটনার কথা জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি যুবতি ও সদ্যজাতকে নিয়ে যায় প্রসূতি বিভাগে ।

আরও পড়ুন : বেতন না পেয়ে প্রসূতি বিভাগে তালা মেরে কর্মবিরতির ডাক স্বাস্থ্যকর্মীদের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মণিরা হালদার নামে এক প্রসূতি গতরাতে সন্তান প্রসব করেন । যার ওজন 3 কেজি 400 গ্রাম । বর্তমানে মা ও সন্তান দুজন সুস্থ রয়েছেন । গতকাল সন্ধ্যেয় প্রসব বেদনা শুরু হলে প্রসূতির বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে যায় । সেই সময় কর্তব্যরত চিকিৎসক, নার্সরা প্রসূতিকে দেখে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেয় ।

সেই সময় প্রসূতিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য খোঁজ করতে থাকেন । তখন হাসপাতালের প্রধান ফটকের সামনে গাছতলায় সন্তান প্রসব করেন যুবতি । যুবতির প্রথমে তিন বছরের এক কন্যা রয়েছে । দ্বিতীয়বার পুত্র সন্তান হওয়ায় পরিবারের সকলে খুশি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.