ETV Bharat / state

পথচারীদের মাস্ক পরিয়ে দিলেন ডিএসপি - বারুইপুর পুলিশ

বারুইপুর পুলিশ জেলার ডিএসপি সুপ্রভাত চক্রবর্তী ও নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৄত্বে নরেন্দ্রপুর থানার পুলিশ সকাল থেকে গড়িয়া স্টেশন বাজারে ঘোরেন ৷ এই বিষয়ে ডিএসপি সুপ্রভাত চক্রবর্তী জানান করোনা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে ৷

Narola police on the way to deal with the situation in Corona
Narola police on the way to deal with the situation in Corona
author img

By

Published : Apr 16, 2021, 6:16 PM IST

গড়িয়া, 16 এপ্রিল : এক বছর আগের স্মৃতি ফিরে এল গড়িয়ায় ৷ কোভিড নিয়ে সচেতনতা বাড়াতে ফের পথে নামল পুলিশ ৷ চলছে মাইকিং ৷ তার সঙ্গেই হল মাস্ক বিতরণ ৷ প্রত্যেকে যাতে মাস্ক পরে সেই ব্যাপারে সচেতন করা হয়েছে ৷ নিয়ম কেউ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ৷ প্রয়োজনে তাদের গ্রেফতার করা হবে বলেও জানিয়েছে পুলিশ ৷

বারুইপুর পুলিশ জেলার ডিএসপি সুপ্রভাত চক্রবর্তী ও নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৄত্বে নরেন্দ্রপুর থানার পুলিশ সকাল থেকে গড়িয়া স্টেশন বাজারে ঘোরেন ৷ এই বিষয়ে ডিএসপি সুপ্রভাত চক্রবর্তী জানান করোনা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে ৷ বাজার এলাকাগুলিতে সচেতনতা বাড়াতে সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি ৷ সেইজন্য পুলিশের উদ্যোগে নানান জায়গায় চলছে মাস্ক বিতরণ ৷ দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে তিন দফায় নির্বাচন শেষ হয়েছে সদ্য ৷ নির্বাচনের পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডের গ্রাফ ৷ জেলার মধ্যে সবথেকে বেশি কোভিড আক্রান্তের সংখ্যা রাজপুর সোনারপুর পৌরসভাতেই ৷ ইতিমধ্যে 250 জনের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন চলতি মাসে ৷ জেলার প্রতিটি ব্লকেই আক্রান্তের হদিস পাওয়া গিয়েছে ৷ গড়ে প্রায় 30 শতাংশের মত মানুষ আক্রান্ত হয়েছেন ৷ যা গতবারের থেকে অনেক বেশি ৷

করোনা পরিস্থিতির মোকাবিলায় পথে নামল পুলিশ

ইতিমধ্যেই এই বিষয়ে জেলার প্রতিটি ব্লককে, মিউনিসিপালিটিকে নিয়ে ভিডিয়ো কনফারেন্স করা হয়েছে ৷ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে ৷ সবথেকে বেশী সচেতনতা বাড়াতে জোর দেওয়া হয়েছে ৷ এছাড়া সেফ হোমগুলির পরিকাঠামো ঠিকঠাক করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ বাজার এলাকাগুলিতে একসঙ্গে যাতে বেশি লোক না আসেন তার জন্য প্রতিটি থানাকেও বলা হয়েছে ব্যবস্থা নিতে ৷

গড়িয়া, 16 এপ্রিল : এক বছর আগের স্মৃতি ফিরে এল গড়িয়ায় ৷ কোভিড নিয়ে সচেতনতা বাড়াতে ফের পথে নামল পুলিশ ৷ চলছে মাইকিং ৷ তার সঙ্গেই হল মাস্ক বিতরণ ৷ প্রত্যেকে যাতে মাস্ক পরে সেই ব্যাপারে সচেতন করা হয়েছে ৷ নিয়ম কেউ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ৷ প্রয়োজনে তাদের গ্রেফতার করা হবে বলেও জানিয়েছে পুলিশ ৷

বারুইপুর পুলিশ জেলার ডিএসপি সুপ্রভাত চক্রবর্তী ও নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৄত্বে নরেন্দ্রপুর থানার পুলিশ সকাল থেকে গড়িয়া স্টেশন বাজারে ঘোরেন ৷ এই বিষয়ে ডিএসপি সুপ্রভাত চক্রবর্তী জানান করোনা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে ৷ বাজার এলাকাগুলিতে সচেতনতা বাড়াতে সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি ৷ সেইজন্য পুলিশের উদ্যোগে নানান জায়গায় চলছে মাস্ক বিতরণ ৷ দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে তিন দফায় নির্বাচন শেষ হয়েছে সদ্য ৷ নির্বাচনের পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডের গ্রাফ ৷ জেলার মধ্যে সবথেকে বেশি কোভিড আক্রান্তের সংখ্যা রাজপুর সোনারপুর পৌরসভাতেই ৷ ইতিমধ্যে 250 জনের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন চলতি মাসে ৷ জেলার প্রতিটি ব্লকেই আক্রান্তের হদিস পাওয়া গিয়েছে ৷ গড়ে প্রায় 30 শতাংশের মত মানুষ আক্রান্ত হয়েছেন ৷ যা গতবারের থেকে অনেক বেশি ৷

করোনা পরিস্থিতির মোকাবিলায় পথে নামল পুলিশ

ইতিমধ্যেই এই বিষয়ে জেলার প্রতিটি ব্লককে, মিউনিসিপালিটিকে নিয়ে ভিডিয়ো কনফারেন্স করা হয়েছে ৷ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে ৷ সবথেকে বেশী সচেতনতা বাড়াতে জোর দেওয়া হয়েছে ৷ এছাড়া সেফ হোমগুলির পরিকাঠামো ঠিকঠাক করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ বাজার এলাকাগুলিতে একসঙ্গে যাতে বেশি লোক না আসেন তার জন্য প্রতিটি থানাকেও বলা হয়েছে ব্যবস্থা নিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.