ETV Bharat / state

Mamata Banerjee: হেলিপ্যাড উদ্বোধন করেই অসুস্থ সাংবাদিককে এয়ারলিফট করানোর নির্দেশ মমতার

author img

By

Published : Jan 4, 2023, 3:02 PM IST

Updated : Jan 4, 2023, 5:42 PM IST

বুধবার গঙ্গাসাগরে তিনটি হেলিপ্যাডের উদ্বোধন (Helipad Inauguration) করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ একইসঙ্গে, হৃদরোগে আক্রান্ত সাংবাদিককে এয়ারলিফট করারও বন্দোবস্ত করলেন তিনি ৷

Mamata Banerjee Inaugurates three Helipads at Sagar before Gangasagar Mela 2023
সাগরে মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সাগর, 4 জানুয়ারি: গঙ্গাসাগরে পাশাপাশি তিনটি হেলিপ্যাড উদ্বোধন (Helipad Inauguration) করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট মেনে বুধবার এই কর্মসূচি পালন করা হয় ৷ এদিকে, গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela 2023) আগে মুখ্যমন্ত্রীর সফরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন কলকাতার এক সাংবাদিক ৷ তাঁকে এদিনই হেলিকপ্টারে করে কলকাতায় ফেরানোর ব্যবস্থা করেন মমতা ৷ চিকিৎসকদের নির্দেশ ও সুপারিশ মেনে পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি ৷

নির্ধারিত সফরসূচি অনুসারে এদিন দক্ষিণ 24 পরগনার সাগরে পৌঁছন মুখ্যমন্ত্রী ৷ আগামী 8 (আট) জানুরারি থেকে শুরু হবে এবছরের গঙ্গাসাগর মেলা ৷ চলবে 17 জানুয়ারি পর্যন্ত ৷ তার আগে এদিন মেলাস্থলে পৌঁছে যাবতীয় প্রস্তুতি নিজে সরেজমিনে দেখে নেন মমতা ৷ একইসঙ্গে, সাগরে তিনটি স্থায়ী হেলিপ্যাড উদ্বোধন করেন তিনি ৷ এই তিনটি হেলিপ্যাড তৈরি করতে খরচ হয়েছে 5 কোটি টাকা ৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার ৷ এটা বলার কারণ হল, এই তীর্থে যাতায়াত করা অত্যন্ত কঠিন ৷ জলপথ পেরিয়ে আসা-যাওয়া করতে হয় ৷ তাতে চার ঘণ্টা সময় লাগে ৷ কিন্তু, হেলিপ্যাড তৈরি হওয়ায় আকাশপথে অনেক দ্রুত যেকোনও মানুষ গঙ্গাসাগরে আসতে বা এখান থেকে ফিরতে পারবেন ৷"

আরও পড়ুন: মেলার নিরাপত্তা খতিয়ে দেখতে গঙ্গাসাগর আসছেন মমতা

উপস্থিত আধিকারিকদের সঙ্গে কথা বলে মমতা জানান, রাজ্য পরিবহণ দফতরের মাধ্যমে এই হেলিকপ্টার ভাড়া করা যাবে ৷ আগামিদিনে গঙ্গাসাগরে যাতায়াতের জন্য হেলিকপ্টার ভাড়া করতে একটি মোবাইল অ্যাপ তৈরিরও পরামর্শ দেন মমতা ৷ একইসঙ্গে, তাঁর অভিযোগ, গঙ্গাসাগর ও সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প রূপায়ন করা করা দরকার ৷ কিন্তু, তারজন্য অনেক অর্থ চাই ৷ অথচ, কেন্দ্র সেই বিষয়ে রাজ্যকে কোনও সহযোগিতা করছে না-বলে দাবি করেন মমতা ৷ এমনকী, তিনি জানান, ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার আবেদন জানিয়েছেন তিনি ৷ কিন্তু, কেন্দ্র তাতেও কর্ণপাত করেনি ৷ তাই আগামিদিনে ফের তিনি একই আবেদন করবেন বলে জানিয়েছেন মমতা ৷ তাঁর বক্তব্য, উত্তরপ্রদেশের কুম্ভ মেলা আয়োজন কেন্দ্র যেভাবে সহযোগিতা করে, বাংলার গঙ্গাসাগরের ক্ষেত্রে তেমনটা করা হয় না ৷ এদিন হেলিপ্যাড ছাড়াও আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন মমতা ৷

এদিকে, মমতার সফরের জন্য খবর সংগ্রহ করতে এসে হৃদরোগে আক্রান্ত হন কলকাতার এক সাংবাদিক ৷ সেকথা শুনেই উদ্বেগ প্রকাশ করেন মমতা ৷ বলেন, "যদি চিকিৎসকরা অনুমতি দেন, তাহলে অবিলম্বে এই হেলিকপ্টারেই ওই সাংবাদিককে কলকাতা নিয়ে যাওয়া হবে ৷ এমনকী, সাংবাদিকের পরিবার চাইলে সরকারই তাঁর জন্য সেরা চিকিৎসার বন্দোবস্ত করবে ৷" মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার আগেই জানা যায়, ওই সাংবাদিককে দ্রুত কলকাতা নিয়ে যাওয়া জরুরি ৷ একথা শুনে মমতা বলেন, "এক্ষুণি একজন চিকিৎসক ও নার্সের ব্যবস্থা করুন ৷ অক্সিজেন ও স্য়ালাইনের ব্যবস্থা করুন ৷ যা যা লাইফ সাপোর্ট দেওয়া সম্ভব দিন ৷ ওই সাংবাদিককে সুস্থ করে তোলার জন্য যত দ্রুত ও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব, আমরা তার ব্যবস্থা করব ৷"

সাগর, 4 জানুয়ারি: গঙ্গাসাগরে পাশাপাশি তিনটি হেলিপ্যাড উদ্বোধন (Helipad Inauguration) করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট মেনে বুধবার এই কর্মসূচি পালন করা হয় ৷ এদিকে, গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela 2023) আগে মুখ্যমন্ত্রীর সফরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন কলকাতার এক সাংবাদিক ৷ তাঁকে এদিনই হেলিকপ্টারে করে কলকাতায় ফেরানোর ব্যবস্থা করেন মমতা ৷ চিকিৎসকদের নির্দেশ ও সুপারিশ মেনে পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি ৷

নির্ধারিত সফরসূচি অনুসারে এদিন দক্ষিণ 24 পরগনার সাগরে পৌঁছন মুখ্যমন্ত্রী ৷ আগামী 8 (আট) জানুরারি থেকে শুরু হবে এবছরের গঙ্গাসাগর মেলা ৷ চলবে 17 জানুয়ারি পর্যন্ত ৷ তার আগে এদিন মেলাস্থলে পৌঁছে যাবতীয় প্রস্তুতি নিজে সরেজমিনে দেখে নেন মমতা ৷ একইসঙ্গে, সাগরে তিনটি স্থায়ী হেলিপ্যাড উদ্বোধন করেন তিনি ৷ এই তিনটি হেলিপ্যাড তৈরি করতে খরচ হয়েছে 5 কোটি টাকা ৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার ৷ এটা বলার কারণ হল, এই তীর্থে যাতায়াত করা অত্যন্ত কঠিন ৷ জলপথ পেরিয়ে আসা-যাওয়া করতে হয় ৷ তাতে চার ঘণ্টা সময় লাগে ৷ কিন্তু, হেলিপ্যাড তৈরি হওয়ায় আকাশপথে অনেক দ্রুত যেকোনও মানুষ গঙ্গাসাগরে আসতে বা এখান থেকে ফিরতে পারবেন ৷"

আরও পড়ুন: মেলার নিরাপত্তা খতিয়ে দেখতে গঙ্গাসাগর আসছেন মমতা

উপস্থিত আধিকারিকদের সঙ্গে কথা বলে মমতা জানান, রাজ্য পরিবহণ দফতরের মাধ্যমে এই হেলিকপ্টার ভাড়া করা যাবে ৷ আগামিদিনে গঙ্গাসাগরে যাতায়াতের জন্য হেলিকপ্টার ভাড়া করতে একটি মোবাইল অ্যাপ তৈরিরও পরামর্শ দেন মমতা ৷ একইসঙ্গে, তাঁর অভিযোগ, গঙ্গাসাগর ও সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প রূপায়ন করা করা দরকার ৷ কিন্তু, তারজন্য অনেক অর্থ চাই ৷ অথচ, কেন্দ্র সেই বিষয়ে রাজ্যকে কোনও সহযোগিতা করছে না-বলে দাবি করেন মমতা ৷ এমনকী, তিনি জানান, ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার আবেদন জানিয়েছেন তিনি ৷ কিন্তু, কেন্দ্র তাতেও কর্ণপাত করেনি ৷ তাই আগামিদিনে ফের তিনি একই আবেদন করবেন বলে জানিয়েছেন মমতা ৷ তাঁর বক্তব্য, উত্তরপ্রদেশের কুম্ভ মেলা আয়োজন কেন্দ্র যেভাবে সহযোগিতা করে, বাংলার গঙ্গাসাগরের ক্ষেত্রে তেমনটা করা হয় না ৷ এদিন হেলিপ্যাড ছাড়াও আরও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন মমতা ৷

এদিকে, মমতার সফরের জন্য খবর সংগ্রহ করতে এসে হৃদরোগে আক্রান্ত হন কলকাতার এক সাংবাদিক ৷ সেকথা শুনেই উদ্বেগ প্রকাশ করেন মমতা ৷ বলেন, "যদি চিকিৎসকরা অনুমতি দেন, তাহলে অবিলম্বে এই হেলিকপ্টারেই ওই সাংবাদিককে কলকাতা নিয়ে যাওয়া হবে ৷ এমনকী, সাংবাদিকের পরিবার চাইলে সরকারই তাঁর জন্য সেরা চিকিৎসার বন্দোবস্ত করবে ৷" মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার আগেই জানা যায়, ওই সাংবাদিককে দ্রুত কলকাতা নিয়ে যাওয়া জরুরি ৷ একথা শুনে মমতা বলেন, "এক্ষুণি একজন চিকিৎসক ও নার্সের ব্যবস্থা করুন ৷ অক্সিজেন ও স্য়ালাইনের ব্যবস্থা করুন ৷ যা যা লাইফ সাপোর্ট দেওয়া সম্ভব দিন ৷ ওই সাংবাদিককে সুস্থ করে তোলার জন্য যত দ্রুত ও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব, আমরা তার ব্যবস্থা করব ৷"

Last Updated : Jan 4, 2023, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.