ETV Bharat / state

TMC MLA Lovely Maitra: বাড়ি গিয়ে না-পেয়ে সুজনের সঙ্গে ফোনালাপ 'দিদির দূত' লাভলীর

'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে যোগ দিয়ে মঙ্গলবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে যান সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র (Lovely Maitra as Didir Dut) ৷ যদিও সুজনের দেখা পাননি লাভলী ৷

ETV Bharat
সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে লাভলী মৈত্র
author img

By

Published : Jan 17, 2023, 6:27 PM IST

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে লাভলী মৈত্র

কলকাতা, 17 জানুয়ারি: 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে 'দিদির দূত' হিসেবে যোগ দিয়ে মঙ্গলবার দুপুরে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে যান সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র ৷ যদিও সে সময় দলীয় কাজে জেলার বাইরে ছিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী । ফলে তাঁর সঙ্গে আর দেখা হয়নি লাভলীর ৷ ফোনে অবশ্য এই দুই নেতার মধ্যে কথা ও সৌজন্য বিনিময় হয় (Sujan Chakraborty And Lovely Maitra)৷

সুজন চক্রবর্তীর ভাই, দাদা-সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এদিন কথা বলেছেন লাভলী মৈত্র ৷ রাস্তা ও পানীয় জল নিয়ে তাঁরা সমস্যার কথা জানালে তা সমাধানের আশ্বাসও দেন বিধায়ক ৷ এদিন দুপুরে যখন সুজন চক্রবর্তীর সোনারপুরের কালিকাপুর 1 গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়িতে যান লাভলী মৈত্র, সেসময় দলীয় কর্মসূচিতে যোগ দিতে পূর্ব মেদিনীপুরে ছিলেন এই সিপিএম নেতা ৷ ফলে দু'জনের মধ্যে ফোনে কথা হয় ৷ পরে সময় করে একদিন তাঁর বাড়িতে আসার আমন্ত্রণ লাভলী মৈত্রকে জানিয়েছেন সুজন চক্রবর্তী (Lovely Maitra is at Sujan Chakrabortys house) ৷

এদিন এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, "লাভলী মৈত্র যখন আমার বাড়িতে গেলেন আমি তখন মেদিনীপুরে ছিলাম । হঠাৎ একটা ফোন আসে । একজন সাংবাদিক ফোন করেন ৷ জানতে পারি লাভলী মৈত্র আমার সঙ্গে কথা বলতে চান । আমার সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ চায়ের আমন্ত্রণও জানিয়েছি ৷ রাজনীতিতে এই সৌজন্য থাকা উচিত ৷ একজন জনপ্রতিনিধির সকলের বাড়ি যাওয়া উচিত ৷" তবে এদিন লাভলী যেভাবে সাংবাদিকদের খবর দিয়ে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন, তা নিয়েও কটাক্ষ শোনা গিয়েছে সুজনের মুখে ৷

আরও পড়ুন: আজ থেকে তিনদিন আলিপুরদুয়ার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এই সিপিএম নেতার মতে, একজন জনপ্রতিনিধি, বিধায়ক বা সাংসদ তাঁর এলাকার বাসিন্দাদের কাছে যাবেন কথা বলবেন সেটাই স্বাভাবিক ৷ কিন্তু এভাবে সঙ্গে সাংবাদিকদের নিয়ে যাওয়ায় গোটা উদ্যোগে যেন কিছুটা চোনা পড়ে যায় ৷ মনে হয় প্রচারের জন্য এসব করা হচ্ছে ৷ যদিও লাভলী মৈত্র জানিয়েছেন, তিনি একদিন সময় করে সুজন চক্রবর্তীর বাড়িতে আবার এসে তাঁর সঙ্গে দেখা করে যাবেন ৷

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে লাভলী মৈত্র

কলকাতা, 17 জানুয়ারি: 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে 'দিদির দূত' হিসেবে যোগ দিয়ে মঙ্গলবার দুপুরে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে যান সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র ৷ যদিও সে সময় দলীয় কাজে জেলার বাইরে ছিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী । ফলে তাঁর সঙ্গে আর দেখা হয়নি লাভলীর ৷ ফোনে অবশ্য এই দুই নেতার মধ্যে কথা ও সৌজন্য বিনিময় হয় (Sujan Chakraborty And Lovely Maitra)৷

সুজন চক্রবর্তীর ভাই, দাদা-সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এদিন কথা বলেছেন লাভলী মৈত্র ৷ রাস্তা ও পানীয় জল নিয়ে তাঁরা সমস্যার কথা জানালে তা সমাধানের আশ্বাসও দেন বিধায়ক ৷ এদিন দুপুরে যখন সুজন চক্রবর্তীর সোনারপুরের কালিকাপুর 1 গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়িতে যান লাভলী মৈত্র, সেসময় দলীয় কর্মসূচিতে যোগ দিতে পূর্ব মেদিনীপুরে ছিলেন এই সিপিএম নেতা ৷ ফলে দু'জনের মধ্যে ফোনে কথা হয় ৷ পরে সময় করে একদিন তাঁর বাড়িতে আসার আমন্ত্রণ লাভলী মৈত্রকে জানিয়েছেন সুজন চক্রবর্তী (Lovely Maitra is at Sujan Chakrabortys house) ৷

এদিন এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, "লাভলী মৈত্র যখন আমার বাড়িতে গেলেন আমি তখন মেদিনীপুরে ছিলাম । হঠাৎ একটা ফোন আসে । একজন সাংবাদিক ফোন করেন ৷ জানতে পারি লাভলী মৈত্র আমার সঙ্গে কথা বলতে চান । আমার সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ চায়ের আমন্ত্রণও জানিয়েছি ৷ রাজনীতিতে এই সৌজন্য থাকা উচিত ৷ একজন জনপ্রতিনিধির সকলের বাড়ি যাওয়া উচিত ৷" তবে এদিন লাভলী যেভাবে সাংবাদিকদের খবর দিয়ে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন, তা নিয়েও কটাক্ষ শোনা গিয়েছে সুজনের মুখে ৷

আরও পড়ুন: আজ থেকে তিনদিন আলিপুরদুয়ার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এই সিপিএম নেতার মতে, একজন জনপ্রতিনিধি, বিধায়ক বা সাংসদ তাঁর এলাকার বাসিন্দাদের কাছে যাবেন কথা বলবেন সেটাই স্বাভাবিক ৷ কিন্তু এভাবে সঙ্গে সাংবাদিকদের নিয়ে যাওয়ায় গোটা উদ্যোগে যেন কিছুটা চোনা পড়ে যায় ৷ মনে হয় প্রচারের জন্য এসব করা হচ্ছে ৷ যদিও লাভলী মৈত্র জানিয়েছেন, তিনি একদিন সময় করে সুজন চক্রবর্তীর বাড়িতে আবার এসে তাঁর সঙ্গে দেখা করে যাবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.